ঝর্ণা নিয়ে ক্যাপশন

ঝরনা অথবা জলপ্রপাতের কাছে কিন্তু আমরা অনেকেই বেড়াতে যাই। আমরা যারা সমতল ভূমিতে বসবাস করি তাদের কাছে ঝর্ণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটা বিষয়। তাই আপনারা যদি এমন কোন জায়গায় বেড়াতে যান যেখানে ঝর্ণা রয়েছে তাহলে সেখানে ছবি তুলবেন এটাই স্বাভাবিক বিষয়। আর যখন আপনারা ছবি তুলবেন তখন ঝরনা নিয়ে খুব সুন্দর ভাবে একটা ক্যাপশন প্রদান করে তা আপলোড করতে পারলে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হবে এবং সকলেই আপনার এই আপলোড করা ছবিটি পছন্দ করবে।

প্রাকৃতিক এই জলধারা যখন পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নেমে আসে এবং এক নতুন ঝংকারের সৃষ্টি করে তখন আমাদের মনের ভিতর এক নতুন আনন্দের সৃষ্টি হয়। তাই ঝরনা রয়েছে এমন কোন জায়গায় বেড়াতে গিয়ে ছবি তোলার পাশাপাশি সেটা যদি আমরা মন স্থির করে উপভোগ করার চেষ্টা করতে পারি তাহলে দেখা যাবে যে সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টি আমাদের খুব সহজেই মুগ্ধ করতে পারছে।

তাই ঝর্ণার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা যখন কোন ছবি আপলোড করবে অথবা ঝর্ণার কাছে বেড়াতে গিয়ে আমরা যখন ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে সকলকে দেখানোর জন্য আপলোড করে থাকে তখন সেখানে ক্যাপশন এর প্রয়োজন হয়। আর আমরা আপনাদেরকে এই ক্যাপশনগুলো প্রদান করে আসছি বলে সেগুলো দেখে নিয়ে আপনারা হয়তো ছবি আপলোড করলে সকলেই সেগুলো পছন্দ করবে অথবা ক্যাপশন গুলো পড়ার মধ্য দিয়ে এক অন্য ধরনের দার্শনিক ভাব বুঝতে পারবে। তাই আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন ধরনের ঝর্ণা সংক্রান্ত ক্যাপশন এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।

পাহাড় ও ঝর্ণা নিয়ে ক্যাপশন

পাহাড় থেকে ঝরনার উৎপত্তি হয়ে থাকে এবং পাহাড় ও ঝর্ণা একে অন্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ সম্পর্ক রাখে। তাই আপনারা যখন সেই পরিবেশে যাবেন তখন পাহাড়ের সঙ্গে ঝর্ণার সম্পর্ক রয়েছে বলে পাহাড় ও ঝর্ণা নিয়ে উভয় ভাবে ক্যাপশন প্রদান করতে পারেন। আমরা আপনাদের জন্য পাহাড় ও ঝর্ণা নিয়ে যে ক্যাপশন এখানে প্রদান করছি সেগুলো আপনারা দেখে নেওয়ার পর নিজেদের মতো করে এই ক্যাপশনগুলো ব্যবহার করতে পারলে আশা করি আপনাদের ছবিগুলো অত্যন্ত সুন্দর ভাবে আপলোড করা সম্ভব হবে।

ঝর্ণা নিয়ে English ক্যাপশন

আপনি যদি ঝরনা নিয়ে ইংলিশ ক্যাপশন পেতে চান তাহলে সেটাও এখানে আপনাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে বলে বাংলা এবং ইংলিশ উভয় ধরনের ক্যাপশন দেখতে পাচ্ছেন। বিভিন্ন লেখকের সুন্দর সুন্দর ক্যাপশন গুলো আমরা সংগ্রহ করে আপনাদের জন্য প্রদান করেছি যাতে করে ঝরনার সঙ্গে সাদৃশ্য রেখে আপনারা বিভিন্ন পোষ্টের সঙ্গে এই ক্যাপশনগুলো ব্যবহার করতে পারেন। ঝরনা নিয়ে এই ইংলিশ ক্যাপশন গুলো যখন ব্যবহার করবেন তখন অনেকেই সহজ ভাষায় প্রদান করা আছে বলে তা বুঝতেই পারবে এবং সেই অনুযায়ী তারা বিভিন্ন ধরনের রিএকশন প্রদান করতে পারবে।

ঝর্ণা নিয়ে রোমান্টিক ক্যাপশন

ঝরনার কাছে গেলেই আমাদের রোমান্টিক ভাবে প্রিয়জনের সঙ্গে ছবি তুলতে ইচ্ছা করে এবং এক্ষেত্রে আপনি যদি প্রিয়জনের সঙ্গে ছবি তুলতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার এই ছবিটা আসলেই রোমান্টিক বলে মনে হবে। তাই আপনারা ঝরনা নিয়ে রোমান্টিক ক্যাপশন প্রদান করতে চাইলেও এখানে তেমন ধরনের ক্যাপশন পেয়ে যাচ্ছেন। ঝরনা নিয়ে ক্যাপশনগুলো আপনাদের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে এবং এই ক্যাপশন গুলো পড়ুন এবং দেখুন আসলে এগুলো কতটা রোমান্টিক ভাবে প্রয়োগ করা হয়েছে।

পাহাড়ি ঝর্না নিয়ে ক্যাপশন

১. ঝর্ণা রা ছন্দে এঁকেবেঁকে চলে,
রূপ কথার অংকে কত কথা বলে!

২. ঝর্ণার ছন্দে প্রবাহিত মন,
কেঁপে ওঠে এই মন, প্রতি ক্ষণে ক্ষণ।

৩. ঝর্ণার দোলুনি যে কত কথা কয়,
মনে মনে কত কথা গোপনে যে রয়!

৪ . ঝর্ণার দেশে পাড়ি দেবো তুমি আর আমি। ঝর্ণার ছন্দে ভিজবো দুজন।

৫. আমার কপালে চুমু এঁকে দিয়ে বল, “চলো, তোমায় ঝর্ণা দেখাতে নিয়ে যাই।”

৬. ঝর্ণা সে যে বড্ড প্রিয়! আমার পছন্দের জিনিস।

৭. ঝর্ণা কাঁদলে পুরো প্রকৃতি উজাড় করে বৃষ্টি নামায়।

৮. আমার মধ্যে ঠিক তখনই তারুণ্য আর জীবনীশক্তি অনুভব করি, যখন আমি ঝর্ণার কাছাকাছি কোথাও ঘুরতে যাই।

৯. ঝর্ণার আবেশে হয় মন খারাপ দূর,
ঝর্ণার কলতানে মাতোয়ারা সুর।

১০. আমার মন খারাপ দূর করতে আমি সবসময় ই ঝর্ণার পানে ছুটে যাই।

১১. ঝর্ণা আমার সকল মন খারাপ আর অভিমান, একরাশ বুকের মধ্যে জমে থাকা কষ্ট দূর করার একমাত্র উপশম।

১২. ঝর্ণা যেখানে থাকে, তুমি আমাকে ঠিক সেখানেই খুঁজে পাবে। ঝর্ণা ছাড়া আমি এক মুহূর্ত ও আর অন্য কোথাও যাই না।

১৩. আমি ঝরনা কে নিয়ে লিখতে বসে আমার কাগজ নষ্ট করি বারেবার।

১৪. ঝরনা আমার ভীষণ প্রিয় জানতে কি তা তুমি?

কিচ্ছু জানোনা, আমার সাথে প্রেম করো কেন শুনি?

১৫. আমি ছুটি পেলেই বারেবার ঝর্ণার দেশে পালিয়ে যাই।

১৬. চলো সব কাজ ফেলে দিয়ে ঝর্ণার দেশে পাড়ি জমাই।

১৭. ঝর্ণার অপরূপ সৌন্দর্য বারবার কাছে টানে,
তার তাক লাগানো সৌন্দর্য ই তার কাছে ফিরে ফিরে আনে!

১৮. ঝর্ণা এতো অপরূপ সুন্দর হয় কেন?

১৯. আশেপাশে গভীর ঘন জঙ্গল। দূর থেকে দেখা যায়, পাহাড়ের নিশানা। মাঝ দিয়ে ছুটে চলেছে এক অবাধ জলধারা; তার নাম ই ঝর্ণা।

২০. ঝর্ণার পানিতে স্নান করে ই আমার সকল অঙ্গ জুড়ায়।

২১. ঝর্ণার মধ্যে সোনামুখী এক অদৃশ্য জাদু আছে; যা পর্যটকদের বারবার তার কাছে টেনে আনে।

২২. চাই না পাহাড়, চাই না সমুদ্র। চাই শুধু ঝর্ণার সমাহার।

২৩. কতক্ষণ ধরে হেঁটে চলেছি ঝর্ণার দেখা পাবার আশায়!

২৪. আমার কান্নাগুলো এসে মিশে যায় ঝর্ণার অথৈ জলে। তখন কেউ আর সেই কান্নার হদিস করে উঠতে পারে না।

২৫. তোমার মন কেমনের ঝর্ণায় আমার অনুভূতিগুলো বারবার টোকা লাগে।

২৬. বুক চাপা কান্না গুলো ঝর্ণার জলে এসে মেশে।

২৭. ঝর্ণা অঝোর ধারায় ঝরে যায় পাথর আর মাটির সীমানার মধ্যি খানে।

২৮. ঝর্ণা রা সব এলোমেলো হয়ে ঘুরে আমার আঙ্গিনা তটে, পারি না তাদের ধরতে।

২৯. ঝর্ণা রা সব স্বপ্নে এসে আমার কাছে ধরা দেয়। কিন্তু ঘুম ভাঙতেই দেখি, সেগুলো নেই। হারিয়ে গেছে।

৩০. আমি ঝর্ণার পানে অবাক নয়নে তাকিয়ে থাকি। কত সুন্দর তুমি হে!

 

পাহাড়ি ঢাল থেকে যখন ঝরনা নেমে আসে তখন সেটা পাথরের উপর পড়ার কারণে এক অন্য ধরনের ঝংকারের সৃষ্টি করে এবং এই শব্দ আমরা অত্যন্ত মুগ্ধ হয়ে শুনতে থাকি। আমাদের দেশের পার্বত্য অঞ্চলগুলোতে প্রাকৃতিক ঝর্ণার ব্যবস্থা থাকলে অথবা প্রাকৃতিক ঝর্ণা সেখান থেকে পতিত হয়ে থাকলেও অনেক জায়গাতে বর্তমান সময়ে কৃত্রিমভাবে ঝর্ণা তৈরি করা হচ্ছে। তাই প্রাকৃতিক ঝর্ণার সৌন্দর্য অবলোকন করার জন্য আপনাকে পার্বত্য অঞ্চলগুলোতে যেতে হবে এবং সেখানে সুন্দর সুন্দর ঝর্ণা আপনারা পেয়ে যাবেন। আর সেখানে ছবি তুলে আপনারা সুন্দরভাবে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবেন এবং ক্যাপশন নেওয়ার ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের ক্যাপশন গুলো ব্যবহার করতে পারবেন।

Leave a Comment