কাক কালো রঙের একটি প্রাণী। কাক মূলত একটি পাখি। অনেকে কাককে নোংরা পাখি বা অপরিচ্ছন্ন পাখি বলতে পারে। কিন্তু কাকের মধ্যে আসলে নিজস্ব একটি সৌন্দর্য রয়েছে। প্রত্যেকটি প্রাণীর নিজস্ব সৌন্দর্য রয়েছে। আমরা অনেকেই সেই সৌন্দর্যগুলো দেখতে পায় না বলে তাদেরকে সুন্দর বলি না। কিন্তু প্রত্যেকটা প্রাণী যেহেতু আলাদা এবং কোন প্রাণীর সাথে কোন প্রাণীর মিল নেই। সুতরাং প্রত্যেকটা প্রাণীর নিজস্ব একটি সৌন্দর্য অবশ্যই রয়েছে।
প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দ আলাদা আলাদা। প্রত্যেকটা মানুষের পছন্দের লিস্ট কখনো একরকম না। এজন্য দেখা যায় যে একটি মানুষ যে জিনিসটিকে বা প্রাণীটিকে পছন্দ করে। অপর আরেকটি মানুষ সেই জিনিসটিকে পছন্দ নাও করতে পারে। তাই কাক অনেকের কাছে পছন্দের প্রাণী নাও হতে পারে। কিন্তু অনেকেই রয়েছে যারা কাককে অনেক বেশি পছন্দ করে। মূলত যারা কাককে পছন্দ করে, তারা কাকের ছবি সংগ্রহ করতে চায়। কাকের বৈশিষ্ট্য গুলো জানতে চায় এবং কাক দেখতেও ভালবাসে।
মূলত তারাই দেখা যায় যে কাকের ছবিগুলো সংগ্রহ করার জন্য সুন্দর সুন্দর কাকের ছবি পেতে চায়। তাদের কথা মাথায় রেখে আমাদের আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে সুন্দর সুন্দর কাকের ছবিগুলোর মাধ্যমে। এখানে অনেক সুন্দর সুন্দর কাকের ছবি উপস্থাপন করেছি। আপনি যদি কাকের ইউনিক ছবিগুলো পেতে চান, তাহলে আমাদের এই আর্টিকেলটি দেখতে পারেন। আশা করি আর্টিকেলটিতে অনেকগুলো কাকের ছবির মধ্যে থেকে আপনার পছন্দমতো একটি বা দুইটি ছবি আপনি পেয়ে যাবেন।
অনেকে কাককে খুব বেশি পছন্দ করে। যদিও কেউ কেউ কাককে নোংরা প্রাণী বলে থাকেন। কাককে অনেকে অকল্যাণকর বলেন৷ কিন্তু কাক আসলে অকল্যাণকর নয় বা নোংরা প্রাণীও নয়। প্রত্যেকটা প্রাণীর বৈশিষ্ট্য যেহেতু আলাদা। কাকের বৈশিষ্ট্য অন্যান্য প্রাণীর সাথে বা পাখির সাথে মিলবে না এটাই স্বাভাবিক। কাকেরও নিজস্ব একটা সৌন্দর্য রয়েছে । কাক পুরো দেখতে কালো রঙের এবং বেশ বড় একটি পাখি। কাক সুন্দরভাবে উড়তে পারে। কা কা শব্দ করে ডাকতে পারে। এই কাকের কা কা শব্দ শুনে অনেকেই ভয় পেতে পারে বা অকল্যাণকর মনে করতে পারে। আবার অনেকে মনে করে যে কাক ডাকলে মনে হয় কিছু খারাপ হবে বা খারাপ কিছু বোধ হয় হতে পারে।
কিন্তু আসলে কাকের ডাকের সাথে খারাপ কোন কিছুর কোন সম্পর্ক নেই বা এটা অকল্যাণকর বা অশুভ নয়। এটা আমাদের একটি ভ্রান্ত ধারণা এবং কল্পনা মাত্র। তাই আমরা যারা কাককে এ ধরনের নোংরা প্রাণী বলে থাকি বা কাজ সম্পর্কে ভুল ধারণা রয়েছে, তাদেরকে ভুল ধারণা গুলো ত্যাগ করা উচিত এবং কাকও যে একটা পাখি এবং সুন্দর একটি পাখি এই বিষয়টি মাথায় নেওয়া উচিত।
তাছাড়া অনেক পরিবার দেখা যায় যে বাচ্চাদেরকে কাক দেখিয়ে ভয় দেখায় এবং কাক দেখে বলে যে ধরাই দিব বা এই টাইপ কিছু কথা বলে। যার ফলে বাচ্চারা ছোটবেলা থেকে কাককে ভয় পেতে পারে এবং কাকের কালো রঙের জন্য ভয়ংকর পাখি ভাবতে পারে। কিন্তু কাক আসলে ভয়ঙ্কর পাখি নয়, কাক অসুন্দর পাখিও নয়। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এ ধরনের বিষয়গুলো শেখানোর জন্য বাচ্চারা কাককে বড় হয়েও ঘৃণা করতে পারে বা ভয় পেতে পারে। তাই বাচ্চাদের অবশ্যই কাক সম্পর্কে ভুল ধারণা তৈরি করানো উচিত নয় এবং কাককে চেনানোর জন্য কাকের বৈশিষ্ট্য গুলো জানানো উচিত। কাকের সৌন্দর্য বাচ্চাদের জানানো উচিত তাহলে বাচ্চারাও ছোটবেলা থেকে কাককে সুন্দর পাখি হিসেবে চিনবে৷ কাককে ভালবাসবেন।
অনেক মানুষ রয়েছে যারা কাককে খুব ভালোবাসে, খুব পছন্দ করে এবং কাকের ছবিগুলো পছন্দ করে। যেমন ভুটানের জাতীয় পাখি হচ্ছে কাক। ভুটানের মানুষরা কাককে অনেক বেশি পছন্দ করে ভুটানের জাতীয় পাখির মর্যাদা দান করেছে। তাছাড়া অনেকে কাকের ছবি সংগ্রহ করতে চায় এবং কাকের ছবি আঁকানো শিখতে চায়। তাদের কথা মাথায় রেখে সুন্দর সুন্দর কাকের ছবি দেওয়া হলো। আপনি যদি কাকের ছবি পেতে চান, তাহলে এই ছবিগুলো আশা করি আপনার খুব ভালো লাগবে।