একসময় গ্রামবাংলায় যত ধরনের পাখি ছিল এখন আর এই পাখিগুলো দেখা যায় না। বর্তমান সময়ে অনেক পাখি বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। পারিপার্শ্বিক পরিবেশ অথবা বাস্তুসংস্থানের সমস্যা থেকে শুরু করে অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে অনেক পাখি এই গ্রাম বাংলায় বাঁচতে পারছে না অথবা তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে যাই হোক শিকারি পাখি হিসেবে অথবা পোষ মানার পর শিকারি পাখি হিসেবে পরিচিত ডাহুক পাখি ছবি যদি আপনারা দেখতে চান তাহলে এখান থেকে তা দেখে নেওয়ার ব্যবস্থা রয়েছে।
সাধারণত বিভিন্ন গল্পে ডাহুক পাখির বিষয়গুলো উঠে আসে। ধারণা করা হয় যে ডাউক পাখি তার সঙ্গে নিয়ে কে ডাকতে ডাকতে একটা সময় গলা দিয়ে রক্ত উঠতে উঠতে মারা যায়। আবার ডাহুক পাখি অন্য সঙ্গে নাকি আকর্ষণ করার জন্য এরকম ভাবে ডাকতে থাকে। তবে যাই হোক গ্রাহক পাখিকে ধরে পোষ মানানো যায় এবং এটাকে পানির পাখি বলা হয়ে থাকে বলে জলাশয়ের আশেপাশে এরা বসবাস করে।
কিন্তু বর্তমান সময়ে এ সকল পাখি অনেকটাই কমে গিয়েছে এবং অনেকেই এগুলো ধরে বিক্রি করে অথবা বিভিন্ন ক্ষেত্রে এগুলো ব্যবহার করার মাধ্যমে এদের সংখ্যা কমে আসছে। তবে বিভিন্ন রোমান্টিক গল্পের ডাহুক পাখির যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো আসল কারণ নয়। সাধারণত তাদের প্রজননের সময় হলে অন্য সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য তারা বারবার ডাকতে থাকে এবং অতিরিক্ত পরিমাণ ডাকার কারণে একটা সময় তারা সফল হতে পারে। তবে যাই হোক ডাহুক পাখি সম্পর্কে যেহেতু জানতে এসেছেন অথবা তাদের ছবি যেহেতু সংগ্রহ করতে এসেছেন সেহেতু আমরা এখানে ছবি প্রদান করলাম।
ডাহুক পাখিগুলোর ছবি আপনারা যখন দেখবেন তখন সেটা আপনাদের কাছে পরিচিত বলে মনে হতেও পারে। তাছাড়া এই সুন্দর পাখি যখন আপনারা দেখবেন তখন মনে হবে যে এই পাখিগুলো পোষ মারার কারণে নিজেদের সংগ্রহে রাখতে পারলে ভালো হতো। তাই অনেকে আছেন যারা ডাহুক পাখিকে প্রথমে স্বীকার করেন এবং তাদেরকে পোষ মানিয়ে সেই পাখি দিয়ে আবার স্বীকার করার চেষ্টা করেন। আবার অনেকেই আছেন যারা ডাহুক পাখি দিয়ে মাছ শিকার করার কাজে বিভিন্ন সময়ে ব্যবহার করে থাকেন।
ডাহুক পাখির পিকচার
ডাহুক পাখির পিকচার এখানে দিয়ে দেওয়া হলো বলে সেগুলো আপনারা দেখে নিতে পারলেই এই পাখি সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন। তবে এই পাখি প্রসঙ্গে যদি আপনাদের বিশেষ কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ওয়েবসাইট এর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং আমরা সেটার উত্তর প্রদান করব। ইন্টারনেটের যুগে কোন তথ্য অজানা থাকবেন এবং এক্ষেত্রে ইন্টারনেটকে কাজে লাগাবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ব্যাকডেটেড বলা যাবে। যেকোনো ধরনের তথ্য জানার ক্ষেত্রে অথবা যে কোন বিষয় নিজেদেরকে আপডেট রাখতে আমরা ইন্টারনেটকে সঠিক কাজে ব্যবহার করব।
ডাহুক পাখির দাম
ডাহুক পাখির দাম কেমন হতে পারে এ প্রসঙ্গে যদি কেউ জানতে চান তাহলে বলবো যে এটা পোষ মানানো পাখি হিসেবে যে আপনাদের থেকে অনেক টাকা দাম নেবে তা নয়। তবে আপনারা অবশ্যই এ ধরনের পাখি কেনা থেকে বিরত থাকবেন। কারণে সকল পাখি যদি আমরা ধরে খাই অথবা ধরে ফেলে তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। সচেতন দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা বন্যপ্রাণী অথবা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করবো না।
ডাহুক পাখি খাওয়ার উপকারিতা
অনেকে আছেন যারা ডাহুক পাখি ধরে খান অথবা এগুলো কিনে নিয়ে খান। আর যারা এটার উপকারিতা সম্পর্কে জানতে চেয়েছেন তাদেরকে বলব যে পাখির মাংস নরম হয়ে থাকে এবং সুস্বাদু হয়ে থাকে। তাই ডাহুক পাখির মাংস আপনারা যারা খেয়েছেন বা খাবেন বলে ভাবছেন তাদের বলব যে অন্যান্য পাখির মতোই এগুলোর মাংস হয়ে থাকে এবং এটার কোন বিশেষ উপকারিতা নেই। তবে পাখি খাওয়ার উদ্দেশ্যে বন্য ভারসাম্য নষ্ট করার কোন প্রয়োজন নেই। কারণ এ সকল পাখি আমাদের পরিবেশকে রূপব বৈচিত্র্যময় করে রাখে।