তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য

তাপ বলতে আমরা যে বিষয়টি বুঝি তা হলো কোন বস্তুর তাপীয় অবস্থাকে। অর্থাৎ কোন বস্তু তাপীয় অবস্থা কেমন সেটি উষ্ণ না ঠান্ডা সেই অবস্থাকে আসলে তাপমাত্রা বাতা বলা হয়ে থাকে। আপনারা জানেন যে পদার্থ বিজ্ঞানের ভাষায় তাপ হল বা তা বলতে যা বোঝায় তা হল স্বতঃস্ফূর্তভাবে দুইটি ভিন্ন তাপমাত্রার সিস্টেম সমূহের সীমানার মাঝে শক্তির স্থানান্তর কে বুঝিয়ে থাকে। বিশেষভাবে বলা যায় যে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে অধিক তাপমাত্রার সিস্টেম থেকে কম তাপমাত্রা সিস্টেমে শক্তি স্থানান্তরিত হয়।

যার কারণে উপায় সিস্টেমের তাপমাত্রা এক না হওয়া পর্যন্ত প্রথম কালের তুলনামূলক গরম সিস্টেমের তাপমাত্রা কমতে থাকে এবং ঠান্ডা সিস্টেমের তাপমাত্রা বাড়তে থাকে। তাই বলা যায় যে তাপ হল সাধারণত কোন পদার্থের অবস্থাকে বোঝায়। কোন বস্তু ঠান্ডা অথবা গরম যে কোন দুইটির মধ্যে একটি হতে পারে অথবা কক্ষ তাপমাত্রায় সেটা স্থিরো থাকতে পারে না ঠান্ডা না গরম। তাই এরকম অবস্থাকেই সাধারণত তাপ বলা হয়।

তাপমাত্রা কি

সাধারণভাবে বলা যায় যে তাপমাত্রা হলো একটি ভৌত রাশি। জয় ভৌত রাশির মাধ্যমে গরম ও ঠান্ডার পরিমাণ প্রকাশ করে থাকে। তাই কোন বস্তুর তাপমাত্রা বা তাপীয় অবস্থা আসলে কি অবস্থায় রয়েছে সেটি পরিমাপ করার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করে থাকি। অর্থাৎ তাপমাত্রা পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে সেই যন্ত্রটির নাম হল থার্মোমিটার। কোন বস্তু অথবা কোন জায়গার অবস্থা কিরূপ সেটি বোঝাতে সাধারণত আমরা তাপমাত্রার কথা উল্লেখ করে থাকে।

প্রকৃতিতে বা পরিবেশে যখন প্রচুর পরিমাণে ঠান্ডা হয় তখন সেই ঠান্ডা পরিবেশকে বা ঠান্ডা পরিবেশের আসলে তাপমাত্রাকেই বুঝিয়ে থাকে। আবার যখন কোন পরিবেশে বা পরিবেশ অতিরিক্ত গরম হয় তাহলে সেই প্রাকৃতিক আবহাওয়াকে গরম আবহাওয়া বা তার তাপমাত্রা গরম হয়েছে এটি বোঝায়। তাই বলা যায় যে তাপমাত্রা এবং তাপ জুটি সমার্থক শব্দ মনে হলেও আসলে বিষয়টি আলাদা আলাদা এটি বোছায়। তাপ বলতে সাধারণত সেই বস্তুর অবস্থা কেমন সেটি বোঝাচ্ছে।

তাপ ও তাপমাত্রার পার্থক্য

সাধারণভাবে আমরা বলতে পারি যে তাপ হচ্ছে একটা শক্তি আর তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর তাপীয় অবস্থা যা দ্বারা অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ দিবে না নেবে তা নির্ধারণ করে থাকে সেই তাপীয় অবস্থা। অর্থাৎ দুটি বস্তু সংস্পর্শে আসার পর যদি বস্তু দুইটি একটি ঠান্ডা এবং অপরটি উষ্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই ঠান্ডা বস্তুটি উষ্ণ বস্তুর থেকে তাপ গ্রহণ করবে অপরদিকে গরম বস্তু তাপ ত্যাগ করে নিজের অবস্থা আস্তে আস্তে শীতল করবে বা ঠান্ডা করবে।

অপরদিকে ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করে তার নিজের তাপে অবস্থা আস্তে আস্তে উষ্ণ করতে থাকবে। অর্থাৎ আমরা সাধারণত যে বিষয়টি বুঝি তা হল কোন বস্তু কতটা ঠান্ডা বা কতটা গরম সে বিষয়টি আসলে তাপমাত্রা দ্বারা বোঝা যায়। তাই আপনারা সকলে বুঝে নিতে পারছেন যে তাপ এবং তাপমাত্রার আসল পার্থক্য কোথায়। তাপ ও প্রকার শক্তি আর তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপে অবস্থা তাহলে বিষয়টি আসলে দুইটি দুই বিষয় এজন্য মূল পার্থক্য এখানেই।

যদিও আমরা দুইটি বিষয়টিকে একই বলে মনে করে থাকি কিন্তু আসলে বিষয় দুইটি এক নয়। এবং তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য কি সে বিষয়ে সম্পর্কে আপনারা ইতিমধ্যেই বুঝে নিতে পারলেন বলে আশা করি। এ ধরনের যে কোন তথ্য যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা বারবার আমাদের ওয়েবসাইট ভিজিট করে পাশে থাকবেন। কারণ আমরা আপনাদের প্রয়োজনীয় সব ধরনের তথ্য সবার আগে সঠিকভাবে প্রকাশ করার চেষ্টা করে থাকি। তাই বারবার বলা আপনারে যে কোন তথ্য নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে এসে থাকবেন এবং আপনার সব ধরনের তথ্য সবার আগে গ্রহণ করে থাকবেন।

Leave a Comment