একজন সন্তানের জীবনে প্রথম পুরুষ হলো তার বাবা। বাবা আমাদের সকলের নায়ক। নিজের শত কষ্ট সহ্য করেও সন্তানের মুখে হাসি ফোটাতে বাবার তুলনা হয় না। পৃথিবীতে সব সময় মায়ের গুনোগান করা হয় । কিন্তু বাবার কষ্টটা কেউ বুঝেনা। বাবার পরিশ্রম সবসময় আড়ালেই থেকে যায়। মা সন্তান জন্ম দেয়। কিন্তু সেই সন্তানকে লালন-পালন করার পুরো দায়িত্ব বহন করে বাবা। বাবারা কোনদিন অসুস্থ হয় না। অসুস্থ হলেও সেই অসুস্থতাকে উপেক্ষা করে প্রতিদিন নিজের সন্তান এবং স্ত্রী এর জন্য কাজ করে যান। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা। সুখে থাকুক তারা সুস্থ থাকুক বাবারা।
বাবা— দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেকোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে।অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন। আবার অনেকে বাবার এই আত্মত্যাগ বুঝতে সক্ষম হই না। যেকোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন। সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। বাবার বাহিরের রূপটা যতটা না শক্ত ভিতরের অংশটা ততটা নরম।
বাবা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আপনার প্রথম কাজ হলো আল্লাহর কাছে দোয়া চাওয়া। আল্লাহর জন্য আপনার দোয়া কবুল করে আর আপনার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে। তাই আপনারা যদি আপনার বাবা খুব অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার বাবার জন্য দোয়া করুন। আপনারা আমাদের আর্টিকেল থেকে অসুস্থ বাবাকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন গুলো তুলে নিতে পারবেন।
অনেকে রয়েছেন বিভিন্ন ধরনের স্ট্যাটাস ফেসবুকে দিতে পছন্দ করেন। তাই বিভিন্ন ধরনের স্ট্যাটাস পাওয়ার জন্য অনলাইন অনুসন্ধান করে যায় আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে কতগুলো সুন্দর সুন্দর স্ট্যাটাস অসুস্থ বাবাকে নিয়ে উল্লেখ করেছি। আপনারা চাইলে আমাদের এই আর্টিকেলটি থেকে অসুস্থ বাবাকে নিয়ে স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারেন।
ত্যাগের অপর নাম বাবা।বাবা ছাড়া জীবন অসম্পূর্ণ। একজন বাবা ১০০ শিক্ষকের সমান।অনুশাসনের দ্বিতীয় নামটি কেবল বাবা। আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না।বাবা হলো স্রষ্টার ভালোবাসার কবিতা প্রতিচ্ছবি।একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন।একজন বাবা হলেন একজন বন্ধু যার ওপর আমরা সর্বদা নির্ভর করতে পারি। বাবা হলেন একটি বাড়ির ছাদ যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। কখনো রাগ, কখনো ভালোবাসা, এটাই বাবার ভালোবাসার পরিচয়।
বাবা যদি অসুস্থ হয় তাহলে আমরা সব সময় বাবার যত্ন নেব। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। বাবা যেমন সবসময় আমাদের খেয়াল রাখে তেমনি বাবা যখন অসুস্থ হয়ে পড়বে তখন বাবার খেয়াল রাখতে হবে এবং তার যত্ন নিতে হবে। আমরা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে বাবার অসুস্থতার সম্পর্কে স্ট্যাটাস আপডেট দিয়ে বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করব। অসুস্থ বাবাকে নিয়ে যদি ফেসবুকে স্ট্যাটাস দি ই তাহলে সবাই আমার জন্য দোয়া করবে। সকলের দোয়ায় হয়তো আপনার বাবা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে।বাবার অসুস্থতা নিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমরা ফেসবুকে স্ট্যাটাস দেব।
1. আকাশে মেঘলা হলে যেমন চারিদিক অন্ধকার হয়ে যায়। তেমনি বাবা অসুস্থ হলেও সেই বাড়ি সম্পূর্ণ অন্ধকার মনে হয়।
2.একজন পিতার ভালোবাসা চিরন্তন এবং যার শেষ নেই।
বাবা যদি সুস্থ থাকে তাহলে পৃথিবীর সব কিছুই সুন্দর মনে হয়।
3.বাবা-ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড়ো হতে পারে না। কিছু না বলেও অনেক কিছু বলে যাই এই ভালোবাসা।
4.বাবা হল সেই বটবৃক্ষ, যে শুধু দিতে জানে।
5.প্রতিটি মহান কন্যার পিছনে একজন আশ্চর্যজনক বাবা থাকে।
6.আমার সব ইচ্ছা পূরণ হয়, কারণ বাবা সবসময় আমার সাথে থাকে।
7.ঈশ্বরের সবচেয়ে অমূল্য এবং মূল্যবান উপহার হল- বাবার ভালোবাসা। যাদের বাবা নেই তারাই বুঝতে পারে তাদের পৃথিবীতে কত বড় জিনিসের অভাব।