কথায় কথায় আমরা এই গাধা শব্দটি শুনে থাকি কিন্তু গাধা কেমন হয়ে থাকে সেটা জানিনা অনেকেই। সেই জন্য এখানে গাধার ছবি প্রদান করা হলো যার মাধ্যমে আপনারা গাধা দেখতে কেমন হয়ে থাকে অথবা সেটা কেমন আকৃতির প্রাণী সেটা সম্পর্কে জেনে নিতে পারেন। গাধা সম্পর্কে যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে সে প্রসঙ্গে আমাদেরকে প্রশ্ন করলে সেটা অনুযায়ী আপনাদেরকে উত্তর জানিয়ে দেওয়া হবে। আপনাদের জন্য গাধার যে সকল ছবিগুলো সংযুক্ত করা হলো সেগুলো আপনারা দেখে নিন এবং যদি কোন প্রয়োজনে ডাউনলোড করতে ইচ্ছা হয় তাহলে ডাউনলোড করে নিন।
এই পৃথিবীতে অনেক প্রাণী থাকলেও একেক প্রাণী একেক ধরনের বৈশিষ্ট্য বজায় রাখে অথবা এক এক প্রাণী এক এক রকমের প্রতীক বহন করে। যেমন বাঘের কথা আসলেই আমরা মনে করে থাকে যে সেটা অত্যন্ত শক্তিশালী প্রাণী এবং তাকে আমাদের ভয় করা উচিত। আবার যদি বিড়ালের কথা ভাবি তাহলে সেটা অনেক নম্র ও ভদ্র স্বভাবের প্রাণী হয়ে থাকার কারণে তাদেরকে আদর করতে ইচ্ছা করে। আবার যদি কুকুরের কথা বলি তাহলে বোঝা যায় তারা হচ্ছে অনেক প্রভুভক্ত প্রাণী এবং কিছু ক্ষেত্রে তারা অনেক সময় মানুষকে কামড়ে দেয়।
অর্থাৎ একেক প্রাণীর এক এক রকমের বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের আচরণের উপর নির্ভর করে এই বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে এস্টিমেট করা হয়। তবে আমরা যখন কোন কিছু পারিনা অথবা আমাদের বোকামির কারণে সরাসরি আমাদেরকে গাধা বলে গালি দেওয়া হয় অথবা আমাদেরকে গাধা প্রতিপন্ন করা হয়। তাই গাধা আসলে দেখতে কেমন এবং সেটার সঙ্গে আমাদেরকে কেন এমনটা বলা হচ্ছে সেটা আমি পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে আশা করি আপনাদের সকল কনফিউশন দূর হবে।
প্রকৃতপক্ষে গাধাকে বোকা প্রানী হিসেবে ধরা হয়। অর্থাৎ শিয়াল যেমন অনেক চালাকের সঙ্গে প্রত্যেকটা কাজ করে অথবা বাস্তবে কি জীবনে তারা যেমন নিজেদের বুদ্ধিমত্তার ক্ষেত্রে বুদ্ধির প্রমাণ দিয়ে থাকে কিন্তু গাধার ঠিক সেভাবে এটার প্রমাণ দিতে পারে না। বাস্তবিক জীবনে আমরা গাধা না দেখে থাকলেও প্রকৃতপক্ষে বিভিন্ন বৈশিষ্ট্য অথবা বিভিন্ন ধরনের গল্প শুনে এগুলো বুঝতে পারি যে তারা আসলে বোকামির পরিচয় দিয়েছেন। তাই সেই দৃষ্টিকোণ থেকে যখন কেউ কোন কিছু করে না অথবা কেউ যখন বোকামির মতো কোনো কিছু করে থাকে তখন তাকে গাধা বলা হয়।
গাধার ফটো পিকচার
যখন কাউকে গাধা বলা হবে তখন হয়তো মনে হতে পারে আসলে আমি কি এমন করলাম অথবা গাধার মতো আমাকে দেখতে নাকি। আসলে এখানে বৈশিষ্ট্যের সঙ্গে মিল রেখে মানুষ যখন অন্য কাউকে গাঁধা করে তখন হয়তো আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারে। বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে বিভিন্ন পশু পাখির নাম জানানোর সময় আপনারা যখন কোন একটা নাম জানাবেন তখন সেটার ছবি দেখালে তারা খুব দ্রুত মনে রাখতে পারবেন। তাই এখানে গাধার ফটো পিকচার প্রদান করা হলো।
গাধা কোন দেশের জাতীয় পশু
পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন পশু রয়েছে এবং বিভিন্ন পশুকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়। তাই এই পোষ্টের মাধ্যমে আপনি যখন গাধা কোন দেশের জাতীয় পশু জানতে এসেছেন তখন বলব যে এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কোন তথ্য জানতে পারিনি। তবে গাধা কোন দেশের জাতীয় পশু এ বিষয়ে জানতে পারলে অবশ্যই আপনাদেরকে সেটা জানিয়ে দেব। বাংলাদেশের জাতীয় পশু যেমন রয়েল বেঙ্গল টাইগার পৃথিবীর কোন না কোন দেশের হয়তো জাতীয় পশু হিসেবে গাধাকে বিবেচনা করা হয়ে থাকে।
গাধার বৈশিষ্ট্য
গাধার বুদ্ধিমত্তা কম হওয়ার কারণে তাদের দিয়ে মালামাল টানানোর কাজে ব্যবহার করা হয়। যারা ঘোড়া কিনতে পারেনা অথবা আগেকার দিনে যারা ঘুরাতে চলাফেরা করতো তাদের আর্থিক অবস্থা ভালো থাকার কারণে এমনটা করতে পারত। কিন্তু যানবাহন ব্যবস্থা ঠিকঠাক মতো না থাকার কারণে আগে অনেকেই গাধা ব্যবহার করত এবং গাধাকে দিয়ে মালামাল টানাত। তাই চার পা বিশিষ্ট দেখতে অনেকটাই ঘোড়ার মত এবং আকৃতিতে ছোট এই প্রাণী আপনারা ছবির মাধ্যমে দেখে নিন।