আমাদের জীবনের অনেক বড় একটি আনন্দের দিন হল ঈদ। হিন্দু ধর্মের অনেক অনুষ্ঠান অনেক পার্বণ রয়েছে কিন্তু আমাদের মুসলিম ধর্মে বছরে শুধু দুইটা ঈদ আসে। এই দুই ঈদে আমরা আনন্দের মেতে উঠি। খাওয়া-দাওয়া কেনাকাটা এবং আত্মীয়-স্বজনদের সাথে খুশি ভাগাভাগি করে নেওয়ার এই মুহূর্ত খুবই স্পেশাল ।
আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত সকল মুহূর্তগুলোই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। আমাদের আনন্দ এবং দুঃখ সবই আমরা একে অপরের সাথে শেয়ার করতে চাই। এজন্য বিভিন্ন ধরনের স্ট্যাটাস আপডেট দিয়ে থাকি। ঈদ এত বড় একটি অনুষ্ঠান তাই ঈদের জন্য সবার দোয়া এবং ভালোবাসা চেয়ে আমরা স্ট্যাটাস আপডেট দিতেই পারি। ঈদের দিন অনেকে অনেক স্ট্যাটাস আপডেট করে। ঈদের দিন খাওয়া দাওয়া, ঈদের দিন ঘুরতে যাওয়া, ঈদের দিন পরিবারের সাথে সময়
কাটানো, ঈদের দিন সাজগোজ করা, ঈদের দিন নতুন জামা কাপড় পরা, ঈদের নামাজ আদায় করতে যাওয়া, মেহেদি দিয়ে আনন্দ করা, সব ভাই বোনদের সাথে দেখা, ছোট বাচ্চাদের সালামি দেওয়া, বড়দের থেকে সালামি নেওয়া এই সকল মুহূর্তগুলোই আমরা ঈদের দিন স্ট্যাটাস হিসেবে শেয়ার করে থাকি। আমরা আমাদের অনেক বন্ধু-বান্ধব কে এসব স্ট্যাটাস শেয়ার করতে দেখে থাকি।
এরকম আপনিও যদি ঈদ মোবারক স্ট্যাটাস শেয়ার করতে চান অর্থাৎ ঈদের দিন কোন স্ট্যাটাস আপডেট করতে চান তাহলে আজকে আমরা আমাদের এই আর্টিকেলের মাধ্যমে ঈদের দিনে স্ট্যাটাস দেওয়ার মতো কিছু ক্যাপশন আপনাদের সাথে শেয়ার করব। এগুলো স্ট্যাটাস ব্যবহার করে আপনিও ঈদের দিন সুন্দর সুন্দর স্ট্যাটাস দিতে পারবেন। তাহলে চলুন নতুন আপডেট কিছু ঈদ মোবারক স্ট্যাটাসের উদাহরণ এবার আমরা দেখব।
ঈদ মোবারক স্ট্যাটাস:-
১// ঈদ মোবারক। আজকে অনেক বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে আনন্দের মুহূর্ত গুলো খুবই ভালো লাগছে। সবাইকে জানাই পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই খুশির দিনের মতো সারা জীবন যেন হাসি খুশিতে কাটিয়ে দিতে পারি এটাই আল্লাহর কাছে একমাত্র চাওয়া।
২// এক বছর পর ঈদের দিনে সব ভাই-বোনরা এক জায়গায় হতে পেরে খুবই ভালো লাগে। বছর এই ঈদের দিনটার জন্য অপেক্ষা করি। সবাইকে জানাই ঈদ। সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আলহামদুলিল্লাহ সবকিছুই জন্য।
৩// পবিত্র এই ঈদের দিনে সকালে উঠে নামাজ আদায় করার মত শান্তি যেন আর কোথাও নেই। জীবন যতই দুঃখ কষ্ট থাকুক না কেন ঈদের দিনে যেন জান্নাতের সুখ উপভোগ করা যায়। আল্লাহর বরকতে এই ঈদের দিন যেন এক জান্নাত। সবাইকে জানাই ঈদ মোবারক।
৪//প্রতি বছর ঈদের দিনে মা-বাবার কাছে বাড়িতে আসার মত শেয়ার কিছুই নেই। আলহামদুলিল্লাহ সবার সাথে খাওয়া দাওয়া করে ঈদের সালামি নেওয়ার মতো মজা আর কোথাও পাওয়া যায় না। সুন্দর এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে সবার সাথে শেয়ার করতে চাই। ঈদ মোবারক।
৫// ঈদের সকালটা যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সকাল। সকালবেলা পরিষ্কার-পরিচ্ছন্নভাবে পরিবারের সঙ্গে নামাজ আদায় করার মতো শান্তি আর কোন কিছুতেই হয় না। আমি আল্লাহর কাছে শুকরিয়া ওয়াদা করি যে এভাবে প্রতি বছর যেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারি। ঈদের দিনে নিজের আনন্দকে অন্যের সাথে শেয়ার করে আনন্দকে আরও দ্বিগুণ করার জন্যই এই স্ট্যাটাস। ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক।
৬// ছোটবেলার ঈদগুলো অনেক বেশি মনে পড়ে। বাচ্চাদের কাছে এই ঈদের দিন অনেক বেশি আনন্দের হয়। আমরাও যেন বাচ্চাদের মতো মনের সকল গ্লানি দূর করে ঈদ উদযাপন করতে পারি এটাই আল্লাহর কাছে একমাত্র চাওয়া। ঈদের মতোই খুশির দিনে আল্লাহ তুমি সবাইকে বরকত দান করুক। আমার সকল মুসলমান ভাই-বোনদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা।
৭// ঈদ হলো মুসলিমদের সবচাইতে বড় আনন্দের দিন। আল্লাহর এবাদত এবং আপনজনদের একত্রিত হওয়া, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা কতই না আনন্দের দিন আমাদের এই ঈদ। ঈদ মোবারক সবাইকে।