মেয়েদের ইমো আইডির নাম

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের সকল ধরনের তথ্য সরবরাহ করার লক্ষ্যে আমাদের এই সকল প্রতিবেদন তৈরি করা হয়। আজকে আরো একটি নতুন আলোচনায় আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন।ইমু একটি অত্যন্ত জনপ্রিয় apps। এটি একটি কনফারেন্সিং অ্যাপ যার মাধ্যমে অডিও এবং ভিডিও কলিং সহ চ্যাটিং করার অপশন রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফাইল আদান-প্রদান করা যায়।

এখানে স্টিকার সহ বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে ভিডিও কলিং করা যায় এই জন্য যারা প্রবাসে জীবন যাপন করে তারা নিজ দেশের আপন জনের সঙ্গে ভিডিও কলে কথা বলার জন্য ইমু অ্যাপ টি ব্যবহার করে থাকেন।এই এপ ব্যবহার করে, ভিডিও কল, অডিও কল, মেসেজ চ্যাট করতে পারবেন বন্ধুদের সাথে। তবে এতে সিম এর ব্যালান্স কাটবে না তবে ইন্টারনেট ডাটা কাটবে, বা ওয়াইফাই কানেকশন লাগবে।

ইমু কি এটা জানেন না এমন মানুষ কমই আছেন। তবুও অনেকেই এটা সম্পর্কে জানেন না। তো তাদের জন্য বলছি, ইমু হলো এক ধরনের মেসেজিং এপ। এই এপ দ্বারা আপনারা যে কোনো ইমু ব্যবহার কারী এর সাথে ইন্টারনেট এর সাহায্য ভিডিও, অডিও অথবা মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

স্মার্ট ফোন আছে আর ইমো অ্যাপস নেই সেটা ভাবাই যাবে না কারণ সবার ফোনেই এখন এই অ্যাপটি ডাউনলোড করা থাকে। কারণ সবাই ভিডিও কলিং এবং চ্যাটিং এর জন্য ইমু ব্যবহার করে। বিশেষ করে স্কুল কলেজের মেয়েরা ইমু আইডিতে বিভিন্ন ধরনের নাম ব্যবহার করে থাকে। এটা অপশনাল নাম যদি না দেন তাহলেও শুধু নাম্বার দিয়ে খুব সহজে ইমু অ্যাপটি ব্যবহার করা যায়। এই এপটি অনেকটাই মেসেঞ্জার, হোয়াটসএপ এর মতো কাজ করে।

তবে মেসেঞ্জার চালানোর জন্য যেমন ফেসবুক আইডি থাকা উচিত, কিন্তু ইমু চালানোর জন্য কোনো এক্সট্রা আইডি লাগবে না। হোয়াটসএপ এর মতো করে মোবাইল নাম্বার দিয়েই খুলতে পারবেন একাউন্ট।অনেকে আছে যারা শুধু নাম্বার দিয়ে ইমু আইডি খুলে। অধিকাংশ মানুষরাই কিন্তু নাম্বার দিয়ে অথবা নিজের নাম দিয়ে ইমু আইডি খুলে থাকেন। কিন্তু কম বয়সে কিছু কিছু মেয়ে রয়েছে যারা বিভিন্ন নাম দিয়ে imo আইডি খুলে থাকে।

তারা এই ইমো নাম্বার দিয়ে একে অপরের সঙ্গে কথা বলে এবং পরিবারের অজান্তে বিভিন্ন সম্পর্ক গড়ে তোলে এজন্যই তারা বিভিন্ন ধরনের নাটকীয় নাম ব্যবহার করে নিজের ইমু আইডিতে।প্রতিটা ইমু আইডিতে এই একটি নাম দেওয়া হয়। অনেকেই আছেন যে ইমুতে নিজেদের নাম দিয়ে থাকেন, আবার অনেকেই নানা ছদ্ম নাম ব্যবহার করে থাকে। তো নিজের নাম ব্যবহার করা নিয়ে কোনো সমস্যা নেই।

তবে যারা ছদ্ম নাম ব্যবহার করতে চান তারা কি ছন্দ নাম ব্যবহার করতে হবে বা কোনটি ব্যবহার করলে ভালো হয় সেটা নিয়ে অনেকেই ঝামেলায় থাকে। বিশেষ করে মেয়েরা বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে ইমো আইডির। তো আজকে আপনাদের সাথে আমি কয়েকটি মেয়েদের ইমু আইডির নাম শেয়ার করবো। নিম্নে মেয়েদের ইমু আইডির নাম দেওয়া হলো।
নিচে মেয়েদের ইমু ছদ্ম নাম দেওয়া হলোঃ-
মেঘের ছায়া,
অচেনা মেয়ে,
এঞ্জেল বালিকা,
প্রিন্সেস মাহি,
স্বপ্ন দেখা তুমি,
অচেনা অতিথি,
মন শুধু চেয়েছে মন,
অচিন দেশের রাজকন্যা,
মন হারা বালিকা,
জান্নাতুল ফারিয়া,
মেঘের খেয়া,
মেঘের আকাশ,
মেঘলা মন,
নীল পরী,
শূন্য জীবন,
অ্যাটিটিউড গার্ল,
মেঘলা আকাশ,
পথ ভোলা পথের পথিক,
রাজকন্যা,
শিশির বিন্দু,
আকাশ কুসুম,
ঘুমন্ত পরী,
রূপবতী রাজকুমারী,
মায়ের আদরের ছোট মেয়ে,
রাগী রাজকন্যা,
শিউলি ফুলের মালা,
নিঝুম রাত,
জোসনা ভরা রাত,
ভোরের পাখি,
নীলাচল সীমান্ত,
বসন্তের কোকিল,
স্বপ্নের রাজকন্যা,
স্বপ্নের রাজকুমারী,
নীল আকাশের তারা,
হুম পাগলী,
ভোরের আকাশ,
রূপময় রাজকন্যা,

ইত্যাদি এই ধরনের নাটকীয় এবং ফেক নাম গুলো ইউজ করতে দেখা যায় অধিকাংশ মেয়েদের। আপনিও যদি এরকম মেয়েদের কিছু ইমো আইডির নামের উদাহরণ পেতে চান তাহলে আমাদের এই আর্টিকেলটি থেকে মেয়েদের কিছু ইমু আইডির নাম দেখে নিতে পারবেন।

Leave a Comment