ছেলের প্রতি বাবার ভালোবাসা উক্তি

একজন বাবা পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসে তার সন্তানকে। তার ছেলেকে তিনি নিজের পুরো জীবন উপহার দিয়ে দেন। সারা জীবন পরিশ্রম করে ছেলের ভবিষ্যৎ সুখের করার চেষ্টা করে একজন বাবা। বাবা মা নেই ছেলের শত আবদারের মূল উৎস। সন্তানের জন্য যে মানুষটি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে যাবে এবং তার পরেও সন্তানের জন্য সব সময় শুভ কামনা করবে তিনি হল বাবা। বাবা এবং ছেলের সম্পর্ক খুবই অদ্ভুত। বাবারা মুখে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু নিঃশব্দে সারা জীবন মন থেকে ভালোবেসে যায়। বাবা পারে না এমন কোন কাজ নেই। সব ছেলের কাছেই প্রথম সুপারহিরো হল তার বাবা।

বাবা-ছেলের উক্তি সম্পর্কে জানার জন্য এসেছেন তাহলে আমাদের আজকের এই পোস্টটি শুধু আপনার জন্যই । কারণ আজকে আমি আমার পোস্টের মাধ্যমে বাবা-ছেলের সম্পর্ক নিয়ে কিছু উক্তি তুলে ধরব । আপনারা যারা আপনাদের বাবা কে ভালোবাসেন আশা করছি তারা আমাদের এই পোস্টটি থেকে উপকৃত হতে পারবেন । আর সুন্দর সুন্দর এই উক্তিগুলো আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন ।ছেলের প্রতি বাবার ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। এই ভালোবাসায় কোনো খাদ নেই। নিষ্পাপ ভালোবাসার এই সম্পর্ক।

ছেলের প্রতি বাবার ভালোবাসা প্রকাশ করতে সোশ্যাল মিডিয়াতে অনেকে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকে। ছেলের প্রতি বাবার যে ভালোবাসা এই ভালোবাসা হলো পৃথিবীর ভালোবাসার সবচাইতে বড় দৃষ্টান্ত।আজকে আমরা বাবা ও ছেলের ভালোবাসার কিছু মুহূর্ত আপনাদের সাথে আলোচনা করব।
বাস্তব জীবন থেকে নেওয়া ছেলের প্রতি বাবার ভালোবাসার কিছু উক্তি আজকে আমাদের আর্টিকেলের মূল আলোচনার বিষয়।
ছেলের প্রতি বাবার ভালোবাসার উক্তি:-

১// আমার জীবনে যেদিন থেকে তোমায় পেয়েছি সেদিন থেকেই সব সম্পর্ক গুলো তুচ্ছ মনে হয়েছে। পৃথিবীতে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান ছেলে তুমি আমার কাছে। তোমার জন্য সবকিছু করতে পারি। আমাকে বাবা বানিয়ে যে আনন্দ তুমি দিয়েছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা রইলো। জীবনে যাই হয়ে যাক সব সময় আমাকে পাশে পাবে।

২// সারা জীবন পরিশ্রম করে যদি সন্তানের সফলতা দেখতে পাই তাহলে তার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। বাবারা হলো সেই মানুষ যারা শত কষ্ট সহ্য করতে রাজি আছে কিন্তু নিজের সন্তানের সফলতা দেখার জন্য তারা লোভী।

৩// সারা জীবন যেভাবে সন্তানদের আগলে রেখেছি সেভাবে একদিন ওরা আমাদেরও আগলে রাখবে। এখন যেভাবে আমরাও ওদের খেয়াল রাখছি একদিন ওরাও আমাদের খেয়াল রাখবে। সেই দিনটা উপভোগ করতে চাই। নাতি নাতনি কে সাথে নিয়ে ছেলেদের আদর পেতে চায়।
তাই এখন যতই পরিশ্রম করি না কেন সেটা করতে কষ্ট হয় না।

৪// সন্তানের জন্য পরিশ্রম করতে বাবাদের কষ্ট হয় না। সন্তানের প্রতি বাবার ভালোবাসা আছে বলেই তো বাবারা এত বেশি শক্তিশালী।

৫// একজন বাবা তার সন্তানদের যতটা ভালোবাসে সন্তানেরাও কি বাবাদের অতটাই ভালোবাসে?
একজন মা বাবার কাছে তার সন্তানের থেকে মূল্যবান আর কিছুই হয় না। সন্তানরাও যদি নিজের মা-বাবাদের মূল্যবান মনে করত তাহলে আজ পৃথিবীর দৃশ্য অন্যরকম হতো।

৬// সন্তানের খুশির আগে নিজের স্বপ্নগুলোকে তুচ্ছ মনে হয়। সারাদিন পরিশ্রম করার পর সন্তানের মুখের হাসিটা যেন সব ক্ষতের মলম এর মত।

৭// মায়ের ভালোবাসা সব সময় প্রকাশ পায়। কিন্তু বাবাদের ভালবাসা প্রকাশ পায় না। বাবারা হলো সেই অমূল্য রতন যারা নিঃশব্দে সারা জীবন নিজেদের দায়িত্ব পালন করে যায়। বাবা এবং ছেলেদের সম্পর্ক হয় আলাদা। তাদের মাঝে বেশি কথা হয় না। একটা নির্দিষ্ট ব্যবধান বজায় রেখে বাবা সব সময় ছেলেদের মন প্রাণ দিয়ে ভালোবেসে যায়।

৮// বাবারা আড়ালে থেকে যায় তাদের খাটি ভালোবাসা প্রকাশ পায় না দুনিয়ার কাছে। কিন্তু একটি পরিবারের সকল খুশির মূলে রয়েছে বাবা। যে পরিবারে বাবা নেই সেই সন্তানেরাই বোঝে বাবার অভাব কতখানি। পরিবারের সবার স্বপ্ন পূরণ করার একমাত্র উপায় হচ্ছে বাবা। বাবার ভালোবাসার কোন তুলনা হয় না। বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা।

Leave a Comment