বিদ্যুৎ হল একটি গুরুত্বপূর্ণ এবং এক ধরনের উল্লেখযোগ্য শক্তি যার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সচলভাবে ব্যবহার করতে পারছি। তবে আমাদের দেশের এখন বড় সমস্যা হলো বিদ্যুৎ সমস্যা। গ্রীস্মের তাপদাহে যখন জনজীবন অতিষ্ট হয়ে উঠছে তখন অনেকেই অনেক সমস্যায় পড়ছেন অথবা অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন ধরনের অসুখে নিমজ্জিত হচ্ছেন।
বিদ্যুৎ সমস্যা যাদের অত্যন্ত বেশি এবং বিদ্যুৎ সমস্যার কারণে যারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন তারা হয়তো ফেসবুকে অনেক সময় প্রবেশ করলে দেখবেন যে অনেকেই ফানি পোস্ট করে থাকছে। তাই বিদ্যুৎ নিয়ে যদি আপনার এ ধরনের পোস্ট করার প্রয়োজন হয় অথবা ক্যাপশন করার প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা বিদ্যুৎ সংক্রান্ত সুন্দর সুন্দর মজার ফানি পোস্ট সংগ্রহ করে নিতে পারেন।
একদিকে তীব্র গরমে আমাদের জনজীবন যখন অতিষ্ঠ হয়ে উঠছে তখন হয়তো কোন কাজ শেষ করে আমরা বিদ্যুতের কাছে গিয়ে বসছি অথবা ফ্যানের নিচে বসার মাধ্যমে নিজেদের শরীরকে জুড়িয়ে তুলছি। কিন্তু হঠাৎ করে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক ব্যক্তিরা অনেক কষ্ট পাচ্ছে।
তাই বিদ্যুৎ উৎপন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এক ধরনের শক্তি যার মাধ্যমে আমরা বৈদ্যুতিক পাখা চালানোর পাশাপাশি অন্যান্য আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছি। কিন্তু এই বিদ্যুৎ যদি না থাকে তাহলে বর্তমান সময়ে অনেক সমস্যা দেখা দিবে এবং এই গরমের ভেতরে অনেকেই গরম কে সহ্য করতে না পেরে বিভিন্ন ধরনের অসুখ পড়ে যাবেন।
বিদ্যুৎ গুরুত্বপূর্ণ একটা শক্তি হওয়ার কারণে আমাদের জনজীবন সুখের হয়ে উঠেছে। আমরা চাইলেই ফ্রিজ থেকে শুরু করে রেফ্রিজারেটর অথবা অন্যান্য আরো বিভিন্ন ধরনের বৈদ্যুতিক চালিত পণ্য ব্যবহার করতে পারছি এবং আমাদের জনজীবনকে সহজ করে তুলতে পারছি। কিন্তু ঘন ঘন যদি লোডশেডিং দেখা দেয় তাহলে দেখা যাবে যে সেটা আমাদের জনজীবন অত্যন্ত কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবে। তাই বিদ্যুৎ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আমরা যদি সচেতন ভূমিকা পালন করে এবং কেউ যদি বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও সচেতন ভূমিকা পালন করি তাহলে আমাদের দেশের সম্পদ রক্ষা করতে পারবো।
১. শুকনো ঠোঁট, অসার আঙ্গুল
তৃষ্ণা আমার বুক জুড়ে,
বিষ ঢেলেছে কেউ রোদের আলোয়
রক্ত মাংস যায় পুড়ে।
২. শুষ্ক বালি
ডালপালা ক্লান্ত
চাতক মাখছে রোদ…
তপ্ত বাতাস
আগুন হাওয়া
একটানা বিরক্তিবোধ…
৩. উষ্ণতা বাসা বেঁধেছে, সারাটা শরীর জুড়ে
প্রতিনিয়ত গলছি আমি, যাচ্ছি পুড়ে
গ্রীষ্ম আমায় আকড়ে ধরে।
৪. মাথার উপর বেহিসেবি অরুণ আলো
জামার কলার, গোঁফের আড়াল, ঘামছে দাড়ি;
ক্লান্ত চোখে অন্ধকার, দেখছি কালো
বুক পকেটের পয়সাগুলো ভিজে যাচ্ছে ভারী।
৫. ভিজছি আমি রোদ দুপুরে
ঘামের গন্ধে টাল মাতাল,
শুকনো ঠোঁট, খুঁজছে জল
জল আগলে ওই পাতাল।
৬. আমিও সন্তানহীন এগিয়ে আসবে, একপা দুপা তুলে
তুমি চাইবে যেতে কোনো এক গরম দুপুর ভেবে ভুলে।
৭. হদিস হারিয়েছিলে গরম কোন চৈতালি নীড়ে
সন্তাপহীন মরু বালু, স্মৃতির আধিতে ঘিরে।
৮. গরম তুমি চরম বড়
আজ বৃষ্টিতে ফুল মুডে,
বজ্রবিদ্যুৎসহ ঝর বৃষ্টিকেও
ঠেলে দিলে ব্যাক ফুটে।
৯. তপ্ত গ্রীষ্মে কবিতাগুলোর
হারিয়েছে যে সুর,
উষ্ণ বাতাস জানিয়ে গেলো
বর্ষা অনেক দুর।
১০. রাগের মাথায় অভিমান ঢালিস না রোদ কমলে,
বাধাস না কামজ্বর আমি ছাড়া একলা বিকেলে।
১১. হায়রে গরম
শরীরটা করলি নরম
কারেন্টের যা ধরন
বলতে লাগে শরম
১২. ঝরছে ঘাম কমছে পানি
বৃষ্টি হবে কখন জানি
দিনের রোদে ধরলো মাথা
কেউ ছিলনা ধরতে ছাতা।
১৩. কষ্টের নেই শেষ
হায়রে ডিজিটাল দেশ,
ভালো নেই মনটা
I miss you ঠান্ডা।
১৪. সবকিছুকেই নিয়ে ছিলাম আমি বেশ,
গরম নামে রোগে আজ প্রায় শেষ।
১৫. বেশি গরম লাগলে অজ্ঞান হয়ে থাকার ভান ধরে পরে থাকুন
দেখবেন আশেপাশের সবাই বাতাস করতেছে।
কিন্তু আমরা অনেকেই আছে যারা বিদ্যুতের অপচয় করে থাকি এবং প্রয়োজন ছাড়াই বৈদ্যুতিক পাখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে থাকে। কিন্তু আমরা যদি দেশের সম্পদের প্রতি সচেতন ভূমিকা পালন করতে পারি এবং এ সকল বিষয়গুলো থেকে আমরা অবশ্যই যদি সঞ্জয় করতে পারি তাহলে দেখা যাবে যে এই সম্পদ গুলো পরবর্তীতে ব্যবহার করা যাবে।
অর্থাৎ প্রয়োজন ছাড়া কোন সম্পদ ব্যবহার করলে সেটা যেমন ফুরিয়ে যাবে তেমনি ভাবে সেটা ভবিষ্যতে আমাদের জন্য সমস্যার সৃষ্টি করবে। তবে আপনারা যেহেতু এখানকার এই পোষ্টের মাধ্যমে বিদ্যুৎ সংক্রান্ত বিষয় জানতে এসেছেন অথবা বিদ্যুৎ নিয়ে বিভিন্ন ধরনের ক্যাপশন ও পোস্ট সংগ্রহ করতে এসেছেন সেহেতু এগুলো এখান থেকে সংগ্রহ করে নিবেন। আর সেগুলো সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে অন্যান্য প্রতিটি সেক্টরে ব্যবহার করতে পারবেন।