বর্তমান সময়ে গরম নিয়ে প্রত্যেকেরই অতিষ্ঠ তার শেষ নেই। কারণ গরম আসার কারণে আমরা এতটাই এটার প্রভাব বুঝতে পারছি যে আমাদের কাছে খুব খারাপ লাগছে। বিশ্ব উষ্ণায়নের কারণে আশেপাশের পরিবেশ এখন এতটাই উত্তপ্ত হয়ে গিয়েছে যে ৪০ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে তাপমাত্রা বাড়ছে এবং সেই তাপমাত্রা আমাদের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে।
সকাল থেকে শুরু করে যখন পর্যন্ত সূর্য আকাশে থাকতে ততক্ষণ যেমন গরম লক্ষ্য করা যাচ্ছে তেমনি ভাবে রাতের বেলাও সমানভাবে গরম পড়ছে। যাদের অল্প একটু গরমে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় তারা এই সমস্যাগুলোর বেশি পরিমাণে ফেস করছেন। তাই গরম সংক্রান্ত বিষয়গুলো আপনাদের জীবনে এখন অত্যন্ত কষ্টকর হয়ে গিয়েছে এবং গরম নিয়ে আপনারা হয়তো অনেকেই কষ্টে আছেন। তাই গরম নিয়ে আপনারা যখন বিভিন্ন ধরনের ছন্দ লিখে পোস্ট করতে চাইবেন অথবা বিভিন্ন ক্যাপশন ব্যবহার করতে চাইবেন তখন এগুলো এখানে আপনাদের জন্য প্রদান করা হলো।
স্বাভাবিকভাবে যেকোনো ধরনের গরম পড়লে আমরা যেমন সহ্য করতে পারি না তেমনিভাবে অনেকেই আছেন গরমের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার ভেতর দিয়ে যদি থাকেন। অনেকের শরীরে গরম সহ্য হয় না বলে আপনারা বিভিন্ন ধরনের ব্যবস্থা করেন এবং বাসাতে অনেকেই এয়ারকন্ডিশনের ব্যবস্থা করেন। কিন্তু গরম এমন একটা আবহাওয়া যেটার কারণে আপনারা অনেক কিছু পাচ্ছেন অথবা এই সময় বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। তবে গরম নিয়ে যাদের বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে তারা হয়তো ভাবছেন একটু বৃষ্টিপাত হতে পারলে খুব ভালো হতো এবং বৃষ্টিপাতের কারণে আশেপাশের পরিবেশ ঠান্ডা হতে পারতো।
যদি বৃষ্টিপাত না হয় তাহলে আশেপাশের পরিবেশ আসলেই গরম থাকবে এবং বৃষ্টিপাত হতে পারলে আশেপাশের পরিবেশ অনেকটাই শীতল হবে। কিন্তু সর্বশেষ আবহাওয়া কত দিক থেকে আমরা জানতে পেরেছি যে আগামী এক সপ্তাহ অথবা বেশ কিছুদিন কোন ধরনের বৃষ্টিপাত হবে না এবং গরমের প্রভাব এমনভাবেই চলমান থাকবে। তাই গরম সংক্রান্ত বিষয়গুলো আপনাদের কাছে অনেকটাই কষ্টকর হচ্ছে এবং গরমের কারণে আপনারা হয়তো অনেকেই অতিষ্ট হয়ে যাচ্ছেন। তবে এই গরম থেকে বাঁচার কোন উপায় নেই এবং একমাত্র উপায় হল বিদ্যুৎ চালিত পাখা ব্যবহার করা।
সাধারণত যে সকল জায়গায় গাছপালার পরিমাণ কম শেষে কোন জায়গাতে আরও বেশি গরম পড়ছে বলে আপনারা অনেকেই তা সহ্য করতে পারছেন না এবং গরমের কারণে অনেকেই প্রেসার সংক্রান্ত সমস্যায় ভুগছেন। তবে যাই হোক গরম যেহেতু এসেছে সেহেতু একটা সময় তো চলে যাবে এবং এই গরমের প্রভাব আপনাদেরকে একটু কষ্ট করে হলেও সহ্য করতে হবে।
তবে গরম যেমন পড়ছে তেমনি ভাবে লোডশেডিং এর মাত্রা অতিরিক্ত প্রভাব পড়ার কারণে আমরা অনেকটাই বিরক্ত হয়ে যাচ্ছি। যখন গরম পড়বে তখন হয়তো সেটা আপনাদের অনেক কষ্টের কারণ হবে এবং গরম পড়ার কারণে আপনারা হয়তো বিরক্ত হয়ে বিভিন্ন ধরনের জনসচেতনামূলক লেখা অথবা রাগে বিভিন্ন ধরনের পোস্ট ফেসবুকে শেয়ার করতে চাইবেন।
১. শুকনো ঠোঁট, অসার আঙ্গুল
তৃষ্ণা আমার বুক জুড়ে,
বিষ ঢেলেছে কেউ রোদের আলোয়
রক্ত মাংস যায় পুড়ে।
২. শুষ্ক বালি
ডালপালা ক্লান্ত
চাতক মাখছে রোদ…
তপ্ত বাতাস
আগুন হাওয়া
একটানা বিরক্তিবোধ…
৩. উষ্ণতা বাসা বেঁধেছে, সারাটা শরীর জুড়ে
প্রতিনিয়ত গলছি আমি, যাচ্ছি পুড়ে
গ্রীষ্ম আমায় আকড়ে ধরে।
৪. মাথার উপর বেহিসেবি অরুণ আলো
জামার কলার, গোঁফের আড়াল, ঘামছে দাড়ি;
ক্লান্ত চোখে অন্ধকার, দেখছি কালো
বুক পকেটের পয়সাগুলো ভিজে যাচ্ছে ভারী।
৫. ভিজছি আমি রোদ দুপুরে
ঘামের গন্ধে টাল মাতাল,
শুকনো ঠোঁট, খুঁজছে জল
জল আগলে ওই পাতাল।
৬. আমিও সন্তানহীন এগিয়ে আসবে, একপা দুপা তুলে
তুমি চাইবে যেতে কোনো এক গরম দুপুর ভেবে ভুলে।
৭. হদিস হারিয়েছিলে গরম কোন চৈতালি নীড়ে
সন্তাপহীন মরু বালু, স্মৃতির আধিতে ঘিরে।
৮. গরম তুমি চরম বড়
আজ বৃষ্টিতে ফুল মুডে,
বজ্রবিদ্যুৎসহ ঝর বৃষ্টিকেও
ঠেলে দিলে ব্যাক ফুটে।
৯. তপ্ত গ্রীষ্মে কবিতাগুলোর
হারিয়েছে যে সুর,
উষ্ণ বাতাস জানিয়ে গেলো
বর্ষা অনেক দুর।
১০. রাগের মাথায় অভিমান ঢালিস না রোদ কমলে,
বাধাস না কামজ্বর আমি ছাড়া একলা বিকেলে।
১১. হায়রে গরম
শরীরটা করলি নরম
কারেন্টের যা ধরন
বলতে লাগে শরম
১২. ঝরছে ঘাম কমছে পানি
বৃষ্টি হবে কখন জানি
দিনের রোদে ধরলো মাথা
কেউ ছিলনা ধরতে ছাতা।
১৩. কষ্টের নেই শেষ
হায়রে ডিজিটাল দেশ,
ভালো নেই মনটা
I miss you ঠান্ডা।
১৪. সবকিছুকেই নিয়ে ছিলাম আমি বেশ,
গরম নামে রোগে আজ প্রায় শেষ।
১৫. বেশি গরম লাগলে অজ্ঞান হয়ে থাকার ভান ধরে পরে থাকুন
দেখবেন আশেপাশের সবাই বাতাস করতেছে।
১৬. উত্তাপ আগুনের শিখায় জ্বলছি আমি
চাইছি তোকে বৃষ্টি রূপে,
জ্বলছে অঙ্গ, পুড়ছে হৃদয়
তুই আছিস তোর আপন মনে।
তবুও বলবো ভালোবাসি সেই তুই টাকেই।
১৭. উত্তাপে গলে গেলো রাত,
ঘাম ভেজা বালিশে-
খুঁজেছি ঘুম সেই থেকে
সুপ্রভাত।
১৮. হে মেঘ -তরঙ্গ
যে সুখ – বাতাস তুমি ধরিয়েছ বুকে
মন জুড়ালো তার শীতল স্নেহে,
শুধু একটি কামনা বর্ষা ডাকো
বিছায়ে দাও আদর, এই কর্কশ মৃত্তিকার দেহে।
১৯. যা গরম, যখন দাড়িয়ে দাড়িয়ে বাষ্পীভূত হয়ে যাবো,
শুধু জানতে পারবে আবহাওয়া অফিস।
২০. গরমকাল is not গরমকাল without:
১. আম
২. গরমের ছুটি
যদি দেখেন সামাজিক যোগাযোগের মাধ্যমে গরম নিয়ে বিভিন্ন ধরনের লেখা লিখছে মানুষজন তাহলে হয়তো আপনারও এ ধরনের কোন একটা পোস্ট দিতে ইচ্ছা করবে। অথবা গরম সহ্য করতে না পেরে কেন এ বিষয়গুলো হচ্ছে তা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন অথবা আপনারা সেই সংক্রান্ত লেখা ফেসবুকে ছাড়তে যাচ্ছেন। আপনাদের সুবিধার কথা ভেবে এই পোষ্টের মাধ্যমে আমরা গরম সংক্রান্ত বিভিন্ন ধরনের ছন্দ অথবা ক্যাপশন প্রদান করলাম।
গরম নিয়ে বিভিন্ন ধরনের ছন্দ যখন আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করবেন তখন আপনার ফ্রেন্ডলিস্টের অনেক বন্ধুবান্ধব তা দেখার সুযোগ পাবে। এছাড়াও আপনারা যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে গরম নিয়ে বিভিন্ন ধরনের কবিতা শেয়ার করতে চান তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে এ সংক্রান্ত কবিতাগুলো অথবা ক্যাপশন গুলো সংগ্রহ করে নিতে পারেন।