গ্রাম বাংলার বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকলেও কিছু কিছু ফলের সঙ্গে আমাদের পরিচিতি একেবারে নেই। আবার কিছু কিছু ফলের গাছ বর্তমান সময়ে কেটে ফেলা হচ্ছে যেগুলো আমাদের সন্তানেরা অথবা জুনিয়ারেরা এগুলো চিনেই না। তবে আপনি যেহেতু এখানে গাব ফল দেখতে এসেছেন সেহেতু গাব ফলের ছবি প্রদান করা হলো এবং এই ছবির মাধ্যমে তা দেখে নিতে পারবেন। এই ফলের গাছ অনেক বড় আকৃতির হয়ে থাকে এবং এই ফল খেতে এক ধরনের গন্ধ রয়েছে যেটা অনেকেই গ্রহণ করতে পারেন না।
তবে যারা আবার গাব ফল খেতে পছন্দ করেন অথবা যাদের কাছে এই গন্ধটা সহ্য হয়ে যায় তারা এই ফল অত্যন্ত প্রিয় ফল হিসেবে বিবেচনা করেন। আপনারা যদি গাব ফল চিনতে চান তাহলে বলবো যে বড় আম গাছের মতো আকৃতির একটি বিশাল গাছে এই ফল ধরে থাকে। মাছ ধরার জালে গাবফলের বিভিন্ন জিনিস ব্যবহার করার ফলে বিভিন্ন উপকারিতা পাওয়া যায়। অতীতের কিছু কিছু ফল পাওয়া যেত যেগুলো বর্তমান সময়ে আর পাওয়া যায় না কিন্তু সেগুলো এখন অনেক মানুষ খুঁজলেও আর পান না। আর যদি পেয়েও থাকেন তাহলে শহর পর্যায়ে আপনাদেরকে সেগুলো বেশি দামে কিনতে হয়।
আগে গ্রামে অতিরিক্ত পরিমাণ জঙ্গল থাকত এবং সে সকল জঙ্গলের মধ্যে বিভিন্ন ধরনের ফলের গাছ জন্মাতো। বিশেষ করে আপনাদেরকে যদি বন কাঁঠালের কথা বলা হয় তাহলে হয়তো অনেকেই বুঝতে পারবেন না যে আসলে এটা কি ধরনের কাঁঠাল। অর্থাৎ কাঁঠাল সদৃশ এক ধরনের ফল যেটার মধ্যে আপনারা কাঁঠালের মত করে কোষ পেয়ে যাবেন এবং সেই কোষগুলো খেতে কিছুটা টক লাগবে। আবার গাব ফল হয়তো অনেকেই চিনেন না এবং আস্তে আস্তে এই গাছগুলো উদার হয়ে যাচ্ছে।
তবে যাই হোক আপনি যেহেতু গাব ফল চিনতে এসেছেন অথবা দেখতে এসেছেন সেহেতু এখানে আমরা গাব ফলের ছবি প্রদান করলাম। এখান থেকে আপনারা এই গাব ফল দেখে নিয়ে সেটা চিনতে সুবিধা করতে পারবেন এবং কোথাও যদি কিনতে চান তাহলে আসল গাব ফল কিনতে পারবেন। শহরের বিভিন্ন ফলের দোকানে বর্তমান সময়ে সকল ফল পাওয়া যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বর্তমান সময়ে গ্রামের ফলগুলো যেমন শহর থেকে কিনতে পাওয়া যায় তেমনি ভাবে বিদেশি ফল গুলো দেশের ভেতরে কিনতে পাওয়া যায়।
গাব ফল পিকচার
আপনি কি গাব ফলের পিকচার পেতে এখানে ভিজিট করেছেন? আপনাদের সুবিধার্থে গ্রাম বাংলার বিভিন্ন ফলের ছবি আমরা প্রদান করে থাকি যেগুলোর মাধ্যমে আপনারা এগুলো চিনতে পারেন। গাব ফলের নাম শুনে থাকলেও অনেকে হয়তো এটা এখন পর্যন্ত দেখেননি অথবা খাননি। তবে শহরে যে সফেদা ফল পাওয়া যায় ঠিক একই কোয়ালিটির কিছুটা এই ফলের সঙ্গে আমরা মিল পাই। তবে গাব ফলের গায়ের চামড়া একরকম এবং সফেদা ফলের গায়ের চামড়া অন্যরকম। তাই লিখিত তথ্যের চাইতে আপনারা পিকচারের মাধ্যমে এগুলো ভালোমতো বুঝে নেওয়ার চেষ্টা করেন।
গাব ফল খাওয়ার নিয়ম
গাব ফল খাওয়ার বিশেষ কোন নিয়ম নেই এবং এটা যদি পাকা ধরে তাহলেই আপনারা গাছ থেকে সংগ্রহ করে খেতে পারেন। কাঁচা গাব ফল শক্ত এবং প্রচুর পরিমাণে কস হবে যেটা আপনারা খেতে পারবেন না। কিন্তু যখন এটা পাকবে তখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং সেই সাথে তার ভেতরের কোষ গুলো খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। তাই যদি সুযোগ পান তাহলে অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এই ফল সংগ্রহ করে খেতে পারেন এবং নিচে গাব ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে জানিয়ে দেয়া হলো।
গাব ফল খাওয়ার উপকারিতা
গাব ফল খেলে বিভিন্ন ধরনের উপকারিতা পাবেন এবং এই গাবফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। শারীরিকভাবে দুর্বল এমন কোন ব্যক্তি যদি গ্রাফ ফল খেয়ে থাকেন তাহলে দ্রুত আপনার শরীরের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই গাব ফল খেলে আপনার শরীরের উচ্চ রক্তচাপ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাব ফল ভূমিকা রাখে। গাব ফলে ক্যালসিয়াম থাকার কারণে এটা আপনার হাড়ের ক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করে।