আপনি কি কম দামের মধ্যে কাউকে উপহার দিতে চান। বর্তমানে আমরা আমাদের প্রয়োজনীয় যে কোন ইনফরমেশন গুগোল এর থেকে নিয়ে থাকি এজন্য আপনার কম বাজেটের মধ্যে কি ধরনের উপহার দেওয়া ভালো হবে তারই সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের এই উপস্থাপনা।
১০০ থেকে ৫০০ টাকার মধ্যে ভালো উপহার কেনা সম্ভব।
আপনি কি কম দামে ভালো উপহার কেনার কথা ভাবছন? বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে প্রিয়জনকে খুশি করতে আমরা উপহার কিনে থাকি। তবে, কম দামে বিয়ের উপহার কোনটা ভালো হবে, প্রিয়জন খুশি হবে সেই ভাবনা আমাদের সকলকেই চিন্তিত করে। তাছাড়া, দামী উপহার কেনা সম্ভব না হলে কম দামে ভালো উপহার কি হতে পারে সেই আইডিয়া পাওয়াও গুরুত্বপূর্ণ।ৎআপনি আপনার বাবা, মা, ভাই, বোন, স্ত্রী অথবা অন্য যেকোন আত্মীয়কে উপহার দিয়ে খুশি করতে পারবেন এমন সব কম দামে ভালো উপহার নিয়েই সাজানো হয়েছে আজকের আর্টিকেল
যারা উপহার কেনার বাজেট নিয়ে চিন্তিত, কম দামে ভালো উপহার পাওয়া যাবে কি না ভাবছেন, তাহলে আপনাকে আশ্বস্ত করতে চাই, কম দামে অবশ্যই ভালো মানের উপহার ক্রয় করতে পারবেন। তবে, আপনাকে গিফট ক্রয় করার আগে কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, যেমন; বই পড়তে কে না পছন্দ করে আর তা যদি হয় প্রিয় লেখকের বই তো আর কোন কথাই নেই। শিশু থেকে বৃদ্ধ বয়সের সকল বয়সের লোকই প্রিয় লেখকের বই উপহার পেতে পছন্দ করেন।
বয়স ও ব্যক্তি ভেদে পছন্দের লেখক ও বই এর ধরণ আলাদা হয়ে থাকে যেমন; আপনি যদি কোন বাচ্চাকে তার পছন্দের রুপ কথার গল্প, ঠাকুরমার ঝুলির গল্পের মত মজাদার বই পেলে খুশি হবে। আবার আপনি যদি প্রাপ্ত বয়স্ক লোকের বই উপহার দিতে চান তবে আপনাকে রোমান্টিক উপন্যাস, ভ্রমণ বিষয়ক বই, থ্রিলার বই, রান্না শেখার বই, জীবনী, মনীষীদের জীবনী বিষয়ক বই ইত্যাদি পছন্দ করে থাকেন। কাউকে তার পছন্দের বই উপহার দেওয়ার কথা চিন্তা করলে তার প্রিয় লেখকের নাম শুনে নিবেন তাহলে আপনার বই বাছাই করতে সুবিধা হবে।
এখন প্রায় সব বয়সী মানুষ সানগ্লাস ব্যবহার করে থাকেন। এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও সানগ্লাস ব্যবহার করতে পছন্দ করছেন। তাই, আপনি যদি কোন মেয়ে বা ছেলেকে কম দামে ভালো উপহার দিতে চান তাহলে আপনি ভালো ডিজাইনের সানগ্লাস উপহার দিতে পারেন।
ছবি ফটোফ্রেমে বাঁধাই করে রাখতে সকলেই পছন্দ করি। আপনি যদি কম দামে কি ভালো উপহার দেওয়া যায় তা ভেবে থাকেন, তাহলে নিশ্চিন্তে প্রিয় মানুষকে ফটোফ্রেম উপহার দিতে পারেন। ফটোফ্রেম কিনতে কম টাকা খরচ হলেও এটা কোনভাবেই কম দামী উপহার নয়। তবে এজন্য আরেকটু কষ্ট করে নিজেদের স্মৃতিবিজরিত কোন ছবি, বা সুন্দর কোন প্রাকৃতিক দৃশ্য প্রিন্ট করে ফটোফ্রেমে বাঁধাই করে নিন।
কোন কিছু লিখে রাখার জন্য ডায়েরি ব্যবহার করা হয়। সাধারণত নিজের সাথে ঘটে যাওয়া কোন স্পেশাল মুহুর্ত ধরে রাখতেই মেয়েরা ডায়েরী ব্যবহার করে। এখন মোবাইলেই নোটপ্যাড রয়েছে, তাই ডায়েরী রাখার অভ্যাসও কমে যাচ্ছে। তবে এখনো অনেক মেয়ে আছে, যারা পার্সোনাল ডায়েরি লিখতে ভালবাসেন। তাই, আপনার প্রিয় মানুষকে কম দামে ভালো উপহার দিতে চাইলে খুব ভালো মানের একটি ডায়েরি উপহার দিতে পারেন।
বাচ্চারা সবচেয়ে বেশি চকলেট খেতে পছন্দ করে। তবে মেয়েদের খুশি করতেও উপহার হিসেবে চকলেট এর জুড়ি মেলা ভার। আপনি যদি আপনার ছোট ভাই বা বোনকে এক বক্স চকলেট উপহার দেন তাহলে তার চোখ নিঃসন্দেহে খুশিতে চকচক করে উঠবে। মেয়ে বান্ধবী বা স্ত্রীকে খুশি করতেও চকলেট খুবই কার্যকরী উপহার।
ফুলদানি কম দামে আরো একটি ভালো গিফট আইডিয়া। আপনার বাগানপ্রেমী প্রিয় মানুষ কিংবা ছোট ভাই-বোনদের খুশি করতে ফুলদানি উপহার দিতে পারেন।
বাজারে অনেক ধরনের ফুলদানি পাওয়া যায়। তবে গিফট দেওয়ার জন্য অবশ্যই ফুলদানিকে আকর্ষনীয় হওয়া চাই।
আমাদের আর্টিকেলটি পরে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কম দামের মধ্যে কি কি ধরনের উপহার দেওয়া সম্ভব।