গোল্ড প্লেটেড গয়নার ডিজাইন

যারা গহনা পছন্দ করেন অথবা যারা গহনা বানাতে চান তাদের উদ্দেশ্যে আমরা এখানে গোল্ড প্লেটেড গহনার ডিজাইন সম্পর্কে ধারণা প্রদান করলাম। মূলত গোল্ড প্লেটেড গহনার ডিজাইন আপনারা যখন ছবি আকারে পেতে চাইবেন তখন অবশ্যই সেটা ছবির মাধ্যমে প্রদান করা হবে যাতে করে আপনাদের তা বুঝতে সুবিধা হয় এবং দেখতে সুবিধা হয়। গোল্ড প্লেটেড গয়নার ডিজাইন যদি বুঝতে চান তাহলে এটা সম্পর্কে সর্বপ্রথমে ধারন অর্জন করতে হবে যে প্রকৃতপক্ষে এটা আসলে কি।

কারণ গোল্ড সম্পর্কে আমাদের ধারণা থেকে থাকলেও গোল্ড প্লেটেড বলতে আসলে কি বোঝানো হচ্ছে সেটা আমরা কিন্তু অনেকেই জানিনা। তবে দৈনন্দিন জীবনে আপনাদের চাহিদার সাথে নির্ভর করে অথবা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেগুলো চেয়ে থাকেন এবং সেগুলো যদি দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে লিখিতভাবে বা ছবি আকারে প্রদান করি। তাছাড়া বিভিন্ন স্বর্ণের অলংকারের ডিজাইন সম্পর্কে ধারণা প্রদান করা হয় ছবির মাধ্যমে। কখনো যদি একটা কানের দুল বানানোর ইচ্ছা হয় তাহলে স্বর্ণকারের দোকানের সেই সকল ডিজাইন অনুসরণ না করে নিজের মতো করে এখান থেকে ডিজাইন পছন্দ করে সেই অনুযায়ী কাস্টমাইজ করে বানিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যান যেগুলো আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আর সেই ক্ষেত্রে সোনার গহনার জন্য আপনারা বেশি বেশি এসব ডিজাইন অনুসরণ করতে পারেন এবং দৈনন্দিন জীবনে জামা কাপড় থেকে শুরু করে অন্যান্য বিষয়েও ডিজাইন অনুসরণ করার জন্য আমরা তা প্রদান করি। তবে যাই হোক এই পোষ্টের মাধ্যমে আপনারা যেহেতু গোল্ড প্লেটেড ডিজাইন পেতে এসেছেন সেহেতু আমরা এখানে তা প্রদান করার পাশাপাশি প্রকৃতপক্ষে গোল্ড প্লেটেড মানে কি বোঝানো হচ্ছে তা জানিয়ে দিব।

গোল্ড প্লেটেড জুয়েলারি কি

আপনি যখন গোল্ডেন কোন জুয়েলারি বানাবেন তখন অবশ্যই আপনাকে সেখানে সম্পূর্ণভাবে গোল্ড প্রদান করা হবে। কিন্তু আপনি যদি গোল্ড প্লেটেড জুয়েলারি বানাতে চান তাহলে সেখানে নির্দিষ্ট ধাতব বস্তুর উপরে সোনার প্রলেপ দেওয়া হবে। এক্ষেত্রে সিলভার অথবা রুপার উপরে যদি গোল্ডেন আবরণ বা আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয় এবং স্বর্ণের মত দেখতে লাগছে এমন লোক সৃষ্টি করা হয় তাহলে সেটাকে গোল্ড প্লেটেড জুয়েলারি বলা হবে।

অতীতের দিনে বিভিন্ন জায়গায় গোল্ড প্লেটেড জুয়েলারি তৈরি করে তা গিফট করা হতো। বিশেষ করে সোনার তৈরি বাসন কোসন অথবা সোনার তৈরি বিভিন্ন ধরনের বড় জিনিস এ সম্পূর্ণরূপে সোনা ব্যবহার না করে সেখানে অন্য ধাতব বস্তুর উপরে গোল্ডের প্রলেপ দেওয়া হতো। তাই গোল্ড প্লেটেড হল এমন এক ধরনের সিস্টেম যেটা অন্য কোন ধাতব বস্তুর উপরে প্রলেপ দেওয়ার মাধ্যমে সেটা গোল্ডের মতো লোক সৃষ্টি করা হয়।

গোল্ড প্লেটেড জুয়েলারি ছবি

তবে যাই হোক আপনারা যেহেতু গোল্ড প্লেটেড জুয়েলারি ছবি এখান থেকে দেখে নিতে এসেছেন সেহেতু আপনাদের জন্য আমরা অবশ্যই সেই ছবি দেখানোর ব্যবস্থা করলাম। গোল্ড প্লেটেড বিভিন্ন ধরনের জুয়েলারি ছবি দেখে নিয়ে আপনারা বুঝতেই পারবেন না যে এখানে আসলে সোনা এবং ভিতরে কি ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়ার কারণে এটা এমনটা দেখিয়ে থাকে এবং আমরাও কোন ভাবে তা বুঝতে পারি না। তবে আপনারা যেহেতু গোল্ড প্লেটেড জুয়েলারি ছবি দেখতে এসেছেন সেহেতু আপনাদের জন্য তা দেখিয়ে দেওয়া হলে এবং অন্যদেরকেও দেখাতে পারেন।

গোল্ড প্লেটেড জুয়েলারি দাম

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90

যেহেতু এখানে প্রলেপ ব্যবহার করা হয় সেহেতু জুয়েলারির দাম কম হবে। নির্দিষ্ট একটা জুয়েলারি এর উপরে কতটুকু গোল্ড ব্যবহার করা হচ্ছে অথবা কিভাবে ব্যবহার করা হচ্ছে তা পারিশ্রমিক এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। কিছুদিন আগেও রাজধানীর পাঁচ তারকা হোটেলে গোল্ডের প্রলেপ দিয়ে জিলাপি বিক্রি করা হচ্ছিল যেটার দাম ধরা হয়েছিল প্রতি কেজি ২০ হাজার টাকা। তাই গোল্ড কতটুকু দেয়া হচ্ছে অথবা কি ক্যারেটের গোল্ড দেওয়া হচ্ছে তার ওপরে নির্ভর করে এগুলোর দাম নির্ধারণ করা হয়।

Leave a Comment