ছেলের জন্মদিনে যে সকল পিতা অথবা মাতা শুভেচ্ছা জানাতে চান তারা খুব সুন্দরভাবে এখান থেকে শুভেচ্ছা বার্তা সংগ্রহ করে নিতে পারেন। অনেক সময় অভিভাবকেরা আমার ছেলের জন্মদিনের শুভেচ্ছা লিখে সার্চ করার ভিত্তিতে খুব সুন্দর সুন্দর শুভেচ্ছা সংগ্রহ করতে চান। তাই আপনাদের চাহিদার উপরে নির্ভর করে আমরা এখানে আপনাদের ছেলের
জন্মদিনের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে কোন কথাগুলো ব্যবহার করলে তারা খুশি হবে এবং তাদেরকে দোয়া করা হবে তা জেনে নিন। এখানে ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানানোর যে কথা বা উক্তি অথবা যে উইশ প্রদান করা হলো সেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে এবং সেগুলো ছেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারলেও তারা খুশি হবে।
মানুষের জীবনে বছরে একবার করে জন্মদিন আসে। জন্মদিন হলো এমন একটা বিশেষ দিন যে দিনে সেই ব্যক্তি পৃথিবীর বুকে আলো দেখতে পেয়েছেন। তাই জন্মদিন আমাদের দেশে বর্তমান সময়ে অনেক সময় পালন করা হয়ে থাকে। বিশেষ করে কেক কেটে আত্মীয়-স্বজনদের সঙ্গে একত্রে এই দিনটি পালন করার জন্য সকলের ভেতরেই এক ধরনের প্রচেষ্টা থাকে। তবে যারা ধর্মীয় অনুশাসন মেনে চলেন তারা এই ধরনের জন্মদিন পালন করার চাইতে ছেলেদের উদ্দেশ্যে দোয়া করতে চান অথবা সর্বোচ্চ উইশ করা পর্যন্তই থেমে থাকেন।
তবে আপনি যেভাবেই জন্মদিনের উইশ করে থাকুন না কেন ছেলের জন্মদিনে অবশ্যই ভালো কিছু কথা তাকে যদি শোনাতে পারেন অথবা অনুপ্রেরণামূলক কথা যদি শোনাতে পারেন তাহলে সেই বাধ্যগত সন্তান অবশ্যই সেই কথা দ্বারা অনুপ্রাণিত হবে। তাছাড়া সেটা অনুগত হোক অথবা না হোক একজন অভিভাবক হিসেবে আপনারা যখন সন্তানের জন্মদিনে তার উদ্দেশ্যে দোয়া করবেন অথবা তার যখন মঙ্গল কামনা করবেন তখন আপনাকে নিজের মতো করে খুব সুন্দর ভাবে এই কথাগুলো জানাতে হবে।
যদি সন্তানেরা দূরে অবস্থান করে এবং আপনি যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাতে চান তাহলে খুব সুন্দর শুভেচ্ছা অথবা উইশ এখান থেকে সংগ্রহ করে নিয়ে সেগুলো তাদের টাইমলাইনে পোস্ট করতে পারেন অথবা ট্যাগ দিয়ে জানাতে পারেন। বর্তমান সময়ে আমরা সামাজিকতা বেশি পছন্দ করি এবং কিভাবে অন্যকে বেশি সারপ্রাইজ দেওয়া যায় সেটাও করতে পছন্দ করি। তাই মনে মনে দোয়া ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি যখন আপনারা অনলাইনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করবেন তখন দেখা যাবে যে সন্তান দেখার পাশাপাশি তাদের বন্ধু-বান্ধবেরাও এগুলো দেখতে পাবে।
প্রত্যেকটি অভিভাবকের কাছে তাদের সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ। প্রত্যেকটি পিতামাতা চাই তাদের সন্তান ভালো পথে পরিচালিত হয়ে থাকুক এবং জীবনে ভালো হয়ে ভালো কিছু অর্জন করুক। কিন্তু বর্তমান সময়ের পরিস্থিতি একজন সন্তান ভালো থাকার চেষ্টা করলেও পারিপার্শ্বিক পরিবেশ তাকে ভালো থাকতে দেয় না অথবা বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে অনেক সময় নষ্ট হয়ে যায়। আবার কিছু সন্তান রয়েছে যারা পিতামাতাদের অনুগত এবং পিতা-মাতা যেটা বলে সেটা খুবই গুরুত্ব সহকারে মেনে চলে।
সাধারণত সন্তানদের কিছু হলে পিতা-মাতা পাগল প্রায় হয়ে যান। এখন যে সকল সন্তান এ বিষয়গুলো উপলব্ধি করতে পারছেন না অথবা বুঝতে পারছেন না যে আপনার পিতা-মাতা কেন আপনাদের প্রতি এতটা আবেগ ও উতলা হয়ে উঠছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি যখন পিতা মাতা হবেন তখন এই একই ফিলিংস আপনাদের ভেতরেও কাজ করবে। তাই পিতা মাতার প্রতি ভালবাসা আমাদেরও প্রদর্শন করতে হবে এবং সকলের প্রতি সকলে ভালোবাসা দেখালে জীবন সুন্দর হয়ে উঠবে।
শুভ জন্মদিন, আমার আদরের সন্তান! তোমাকে নিয়ে অনেক গর্ব করি। এবারের জন্মদিনে তুমি হয়তো এক বছরের বড় হয়ে গেলে আন্দাজ করতে পারছো কিনা জানি না। কিন্তু এটা মনে রেখো, তুমি কিন্তু এক বছরের চেয়ে বেশি বুদ্ধিমান হয়েছো।
আমার হাসি -খুশি ছেলেটিকে শুভ জন্মদিনের প্রাণ ঢালা শুভেচ্ছা। তুমি যতই বড় হও না কেন, আমি সবসময় তোমার পাশেই থাকব।
শুভ জন্মদিন। পুত্র, তোমার জন্য আমার জন্মদিনের শুভেচ্ছা হলঃ প্রতি বছর তোমাকে নিয়ে আসে: আরও জ্ঞান; আরো স্বপ্ন; আরো হাসি; এবং আরো শুভেচ্ছা।
শুভ জন্মদিন, পুত্র। আল্লাহ তোমার মংগল করুক। প্রতিটি জন্মদিনে তোমার জ্ঞান- বুদ্ধি বৃদ্ধি পাবে এই দোয়াই করছি।
আমার আদরের পুত্রকে শুভ জন্মদিন। তুমি আমার জীবনের আলো, যে আমাকে রোজ ভোরে তুলবে!
শুভ জন্মদিন। এই দিনটি তোমার জন্য খুব বিশেষ। এই দিন তুমি মায়ের গর্ভ থেকে জন্মলাভ করো। ভাবতেই পারছি না, সেই ছোট্ট সন্তান আমাদের আজ এত বড় হয়ে গেলো! আল্লাহর কাছে তোমার দীর্ঘায়ু ও মংগল কামনা করি।
শুভ জন্মদিন, পুত্র! তোমাকে শুভেচ্ছা জানাতে পেরে আমি খুব খুশি।
আমার সেরা পুত্রকে শুভ জন্মদিন! মনে রাখবে- আমরা তোমাকে অনেক ভালোবাসি!
শুভ জন্মদিন পুত্র। তোমার জীবন সর্বদা আনন্দে কাটুক। এই মহান, বড়, সুন্দর বিশ্বের যেখানেই বিচরণ কর না কেন , সর্বদা আমাদের ভালবাসা অনুভব করবে।
আমার লক্ষী পুত্রকে জানাই শুভ জন্মদিন। প্রতি বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে, তুমি যে পরিণত মানুষ হয়ে উঠছ, তাতে আমি বেশি বিস্মিত হচ্ছি। তুমি আমার জীবনের জন্য সবচেয়ে মূল্যবান আনন্দ।
সন্তানের জন্মদিনে তাকে বিশেষ কিছু গিফট দেওয়ার পাশাপাশি যদি ধর্মীয় অনুশাসনের শিক্ষা দিতে পারেন তাহলে সেটা সবচাইতে ভালো হয়। সেই সাথে তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ভালো ভালো বাণী উল্লেখ করা আছে। আপনারা এখানকার এই তথ্যের ভিত্তিতে আমার ছেলের সন্তানের জন্মদিনের শুভেচ্ছা সংগ্রহ করে নিয়ে সরাসরি তাদেরকে মুখে জানাতে পারেন অথবা টাইমলাইনে পোস্ট করতে পারেন।