এক ফুট সমান কত সেন্টিমিটার

কখনো যদি আপনাকে ফুট থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে বলা হয় অথবা cm থেকে ফুটে কনভার্ট করতে বলা হয় তাহলে আপনি কি করবেন? আপনি হয়তো সবচেয়ে সহজ উপায়টি খুঁজে নেবেন যার মধ্যে একটি হলো সরাসরি এমন কোন অ্যাপ ইন্সটল দেওয়া যার মাধ্যমে ফুট থেকে সেন্টিমিটারে কনভার্ট করার অপশন থাকবে। এছাড়াও আপনার ফোনে যদি সিস্টেমের সাথে এমন কোন অপশন চালু থাকে যেখানে একক থেকে অন্য এককে কনভার্ট করা যায় তাহলে সেটিও

ব্যবহার করতে পারেন। আপনার কাছে যদি এই দুটি উপায়ে একটিও না থাকে তাহলে করণীয় কি? আপনি হয়তো এ বিষয়ে কোনো উত্তর দিতে পারবেন না কারণ আপনার জানা নেই ফুটের সাথে সেন্টিমিটারের সম্পর্কটি কি এবং কিভাবে ফুট থেকে সেন্টিমিটারে কনভার্ট করা যায় হাতে-কলমে। আপনারা যেন খুব সহজভাবে কোন এপস অথবা সফটওয়্যার ছাড়াই ফুট থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারেন সে উপায়টি আজ আমরা দেখিয়ে দেব। আজ আমরা আপনাদের জানাবো এক ফুট সমান কত সেন্টিমিটার।

ফুট থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে আপনাকে জানতেই হবে এক ফুট সমান কত সেন্টিমিটার হয়। এই তথ্যটি যদি আপনার না জানা থাকে তাহলে কোন ভাবেই ফুট থেকে সেন্টিমিটারে কনভার্ট করা যাবে না। এই তথ্যটি জানা থাকলে আপনাকে যত ফুট থেকেই সেন্টিমিটারে কনভার্ট করতে বলা হোক না কেন আপনি শুধুমাত্র একটি হিসেবের মাধ্যমেই উত্তর বের করে ফেলতে পারবেন। ঠিক একইভাবে আপনাকে যদি সেন্টিমিটার থেকে ফুটে কনভার্ট করতে বলা হয় আপনি হিসাবটি উল্টে দিলেই উত্তর পেয়ে যাবেন।

এভাবে বললে আপনার অনেকে হয়তো বিষয়টি বুঝতে পারবেন না তাই আমরা উদাহরণের মাধ্যমে আপনাকে বিষয়টি বুঝিয়ে দেব। আমরা মোবাইল ফোনে অথবা কম্পিউটারের মাধ্যমে যেভাবে কনভার্টার অ্যাপ ব্যবহার করে হিসেব করি হাতে কলমেও ঠিক সেভাবেই হিসেব করা হয়। শুধু পার্থক্য হল কম্পিউটার ব্যবহার করে আমরা খুব অল্প সময়ের মধ্যে কাজটি করতে পারি এবং হাতে-কলমে করলে আমাদের একটু বেশি সময় লাগে। তো চলুন দেখে আসা যাক কিভাবে আমরা ফুট থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারি।

আমরা আগেই বলেছিলাম ফুট থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে ১ ফুট সমান কত সেন্টিমিটার তা জানতে হবে। চিন্তিত হওয়ার কোন কারণ নেই, ১ ফুট সমান কত সেন্টিমিটার হয় তা আমরা আপনাদের জানিয়ে দেবো। ১ ফুট সমান ৩০.৪৮ সেন্টিমিটার। cm সম্বন্ধে আপনারা অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদেরকে একটু সেন্টিমিটারের ধারণা দেওয়ার চেষ্টা করি। সেন্টিমিটার হলো মিটারের 100 ভাগের এক ভাগ।

অর্থাৎ মিটারকে ১০০ ভাগ করে সেখান থেকে একটি ভাগ নিলে cm পেয়ে যাবেন। আমরা সাধারণত খুব ছোট বস্তু পরিমাপের ক্ষেত্রে সেন্টিমিটার এককটির ব্যবহার দেখতে পাই। cm সম্বন্ধে তো আমরা জানলাম এখন যারা যারা ফুট সম্বন্ধে কিছু জানেন না তাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ফুট ও এমন একটি একক যার মাধ্যমে দূরত্ব অথবা উচ্চতা পরিমাপ করতে পারব। ১২ ইঞ্চিতে এক ফুট হয়।

এখন একটি উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক কিভাবে আমরা ফুট থেকে সেন্টিমিটারে কনভার্ট করব। ধরুন আপনাকে প্রশ্ন করা হলো ১০ ফুটে কত সেন্টিমিটার হয়। এখন হিসেবটি খুবই সহজ, আপনি শুধু ৩০.৪৮ এর সাথে ১০ গুণ করে দেবেন। এখন আপনি উত্তর পেয়ে যাবেন যে ১০ ফুট এ কত সেন্টিমিটার হয়। গুন করার ক্ষেত্রে আপনি চাইলে

সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। আবার ক্যালকুলেটর ব্যবহার না করে দশমিকের গুণ যেভাবে করতে হয় সেভাবে কাজ শেষ করতে পারেন। আশা করি ফুট থেকে সেন্টিমিটারে কনভার্ট করা আপনার কাছে এখন অনেক সহজ একটি কাজে পরিণত হবে। আপনারা চাইলে কমেন্ট বক্সে যে কোন একটি সংখ্যা নিয়ে কনভার্ট করে দেখাতে পারেন।

Leave a Comment