আমরা অনেক সময়ই মানুষের মুখে শুনে থাকি এখানে ২৫ শতক জমি রয়েছে অথবা ৩০ শতক জমি রয়েছে। এই শতক কথাটি শোনার পর আমাদের পক্ষে বোঝা অনেক কঠিন হয়ে যায় এক শতকবলতে কতটুকু জমি বোঝায় অথবা কত শতক জমিতে এক একর হয়। শতকের সাথে যেমন একরের একটি সম্পর্ক রয়েছে ঠিক তেমনি একরের সাথে আবার বিঘার সম্পর্ক রয়েছে। একইভাবে শতকের সাথে বিঘার ও সম্পর্ক রয়েছে। এ সম্পর্কগুলো আমরা যারা বুঝিনা তাদের জন্য বুঝে নেওয়াটা খুবই জরুরী। আমরা যেন কখনো জমির পরিমাপ করতে গেলে ভুল করে না বসি, সঠিকভাবে পরিমাপ করতে পারি তা নিশ্চিত করার জন্য হলেও এ সম্পর্ক গুলো আমাদের জানতে হবে।
একজন মানুষ প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ হবে না ঠিকই কিন্তু প্রায় প্রতিটি বিষয়েই স্বল্প হলেও ধারণা রাখা উচিত। জমি পরিমাপের বিষয়টি নিয়েও আমাদের সাধারণ ধারণাগুলো রাখতে হবে। জমি পরিমাপের সাধারণ জ্ঞান টুকু ভালোভাবে জানার জন্য হলেও একর, শতক ও বিঘার মধ্যকার সম্পর্ক খুব ভালোভাবে জানা আবশ্যক। শুধুমাত্র জমি পরিমাপ-ই নয়, বিভিন্ন ধরনের অংক করতে গেলে আমাদের এইসব গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রয়োজন হবে। হঠাৎ করে এই তথ্যগুলো কখনই খুঁজে পাওয়া যায় না।
তাই তথ্যগুলো আমাদের আশেপাশে এমন ভাবে রাখতে হবে যেন আমরা খোঁজার সাথে সাথেই পেয়ে যাই। যাইহোক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এই আর্টিকেলটি লিখছি তা কি হতে পারে তা অনেকেই হয়তো আন্দাজ করে ফেলেছেন। আজ আমরা একর ও শতক নিয়ে কথা বলব। একর ও শতকের মধ্যে সম্পর্কটা কেমন তা তুলে ধরা হবে আমাদের এই পোষ্টের মধ্যে। আপনারা যারা এখনো এখনো শতকের মধ্যকার সম্পর্কটা খুব ভালোভাবে জানেন না তারা নিশ্চয়ই আমাদের সাথে থেকে জেনে নিবেন। চলুন জেনে নেওয়া যাক।
এক একর হল এক শতকের সমান। সহজ ভাবে বলতে গেলে এক একর সমান ১০০ শতাংশ। আপনারা নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন যে এক একর বলতে ১০০% বোঝানো হচ্ছে। সুতরাং আমরা সহজভাবে বুঝতে পারছি যে ৩০ শতাংশ বলতে বোঝানো হয় এক একরকে ১০০ ভাগ করে তার ৩০ ভাগ। এতদিন যারা শতাংশের হিসাব বুঝছিলেন না তাদের কাছে বিষয়টি এখন খুবই সহজ। সামনের দিনগুলোতে যদি আপনার সামনে শতাংশ শব্দটি কোথাও দেখতে পান তাহলে নিশ্চয়ই মুহূর্তের মধ্যে বুঝে নিতে পারবেন এখানে ঠিক কতটুকু জমির কথা বলা হচ্ছে।
যদি একর সম্বন্ধে আপনার স্পষ্ট ধারণা থাকে তাহলে আপনি আরো সহজ ভাবে এই বিষয়গুলো বুঝে নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে আপনার সামনে যদি একর থেকে শতাংশে প্রকাশ করার মতো কোনো অংক আসে তাহলে সমাধান করাটা বেশ সহজ হয়ে পড়বে। গণিত ভীতি যাদের আছে তাদের জন্য একটি পরামর্শ হলো এই ধরনের তথ্য যেখানে পাবেন মুখস্ত করে নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো আপনাকে বিভিন্ন অংকের সমাধান করতে সাহায্য করবে।
অনেকে মনে করে আমি অমুক পেশার সাথে জড়িত তাই আমাকে এসব হিসাব-নিকাশ জানার প্রয়োজন হবে না। এ ধারণাটি মোটেও সঠিক নয় কারণ আপনি যে পেশার সাথে যুক্ত থাকেন না কেন জীবনের কোন একটি সময়ে গিয়ে জমি সংক্রান্ত জটিলতায় আপনাকে পড়তেই হবে। আর সেই সময় যদি আপনি সহজ ভাবে এই বিষয়গুলো সমাধান করতে চান তাহলে আগে থেকেই স্বল্প হলেও পড়াশোনা করতে হবে। এখন যেহেতু তথ্য সংগ্রহ করা আরও সহজ তাই দেরি না করে যে কোন সময় অযথা বসে না থেকে এই তথ্যগুলো দেখে নিতে পারেন। এই ধরনের তথ্যগুলো আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পোস্ট থেকে সংগ্রহ করে নিতে পারেন। আশা করি সামনের দিনগুলোতে আরো তথ্যবহুল লেখা দিয়ে আপনাদের সাহায্য করতে পারব।