কত ফুটে এক মিটার

আমাদের যখন কোন বিষয় পরিমাপ করার প্রয়োজন হয় তখন সেটা পরিমাপ করার জন্য একক সম্পর্কে ধারণা অর্জন করা লাগে। শিক্ষার্থী হিসেবে যখন আপনারা পাঠ্য বই পড়েছেন তখন গণিত বইয়ের বিভিন্ন ধরনের একক সম্পর্কে আমাদের ধারণা প্রদান করা হয়ে থাকলে বাস্তবিক জীবনে সেগুলোর ব্যবহার কম হওয়ার কারণে আমরা অনেক সময় ভুলে যাই। তাই নিয়মিত ভাবে আপনাদের উদ্দেশ্যে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করছি যে এটার মাধ্যমে আপনারা কত ফুটে কত কি হয় অথবা কত ফুটে এক মিটার হয় সে বেসন গুলো জানতে পারছেন। তাই এই পোষ্টের মাধ্যমে আপনাদের কাঙ্খিত প্রশ্নের উত্তর প্রদান করা হবে।

বর্তমান সময়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে কোন একটা বিষয় নিয়ে আপনি অজানা থেকে যাবেন এমনটা ভাবার কোন কারণ নেই। কারণ দৈনন্দিন জীবনে আমাদের এ টু জেড প্রশ্নের উত্তর গুগলের মাধ্যমে বিভিন্ন প্রাইভেট ওয়েবসাইট অথবা অফিশিয়াল ওয়েবসাইট প্রদান করে আসছেন। তাই তথ্য জানার ক্ষেত্রে কারো উপর যদি নির্ভরশীলতা রাখেন তাহলে সেই ক্ষেত্রে সময় আপনার নষ্ট হবে। আর যদি মনে করেন গুগল এর কাছে এসে সঠিকভাবে সার্চ করে বের করে নিব অথবা বিভিন্ন ধরনের কনভার্টার এপস ব্যবহার করার মাধ্যমে সঠিক হিসাব বের করব তাহলে খুব ভালো হবে।

আপনাদের সুবিধার জন্য যেহেতু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সেহেতু এই পোষ্টের মাধ্যমে কত ফুটে এক মিটার হয় সে প্রসঙ্গে আলোচনা করলে আশা করি আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। কারণ আমরা পরীক্ষার খাতায় যে স্কেল দিয়ে দাগ টানি সেই স্কেলের পরিমাপ হিসাবে সেখানে ১২ ইঞ্চি উল্লেখ থাকে এবং সেটা এক ফুটের সমান। কিন্তু দূরত্ব পরিমাপ করার ক্ষেত্রে যখন আমরা কিলোমিটার অথবা মিটারের হিসাব গুলো বের করে থাকে তখন সেই ফুটের হিসাব অনুযায়ী মিটারের হিসাবের পার্থক্য দেখতে পাই।

সেই প্রসঙ্গে আপনাদেরকে বলব যে আপনারা যখন কত ফুটে এক মিটার হয় এবং 1000 মিটারে যেহেতু এক কিলোমিটার হয় তখন এ বিষয়গুলো আমাদের জেনে নেওয়া প্রয়োজন। তাই আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করা প্রসঙ্গে আমরা বলতে চাই যে ৩.২৮ ফুটে এক মিটার হয়। এখান থেকে আপনারা যেহেতু সহজ ভাবে এটা বুঝে নিতে পারলেন এখন প্রতিটি ক্ষেত্রে সঠিকভাবে তা কাজে লাগাতে পারবেন।

এক মিটার সমান কত ফুট

১ মিটার সমান কত ফুট হয়ে থাকে এটা যদি জানার আগ্রহ নিয়ে এখানে এসে থাকেন তাহলে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর প্রস্তুত রয়েছে এবং আপনারা তা জানতে পারবেন। মিটার এবং ফুটের হিসাবের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে এখানকার এই তথ্যটি দেখলে আশা করি সকল কিছু বুঝতে পারব। কারণ ইঞ্চির চাইতে ফুট বড় এবং ফুট এর চাইতে মিটার বড় তা আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তবে ১ মিটার সমান কত ফুট হয়ে থাকে এটা জানার জন্য যারা এসেছেন তাদেরকে বলব যে , ৩.২৮ ফুট অনুযায়ী ১ মিটার হয়ে থাকে।

৬ ফুট সমান কত মিটার

আপনি কি ৬ ফুট সমান কত মিটার হয়ে থাকে এটা জানতে চান? তাহলে এই পোষ্টের মাধ্যমে ছয় ফুটের হিসাব অনুযায়ী আপনাদেরকে মিটারের হিসাব প্রদান করা হবে। তাছাড়া শারীরিক উচ্চতা অনুযায়ী আপনারা যদি সেটা মিটার আকারে বের করতে চান তাহলে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে ক্যালকুলেটর প্রদান করা আছে। সেখানকার এডিশনাল অপশনে গেলেই আপনাদের সামনে লেন্থ অপশন চলে আসবে এবং সেটার উপরে গিয়ে আপনারা কোন পরিমাপ থেকে কোন পরিমাপ বের করতে চান তা নির্বাচন করুন। তবে ৬ ফুট সমান ১.৮৩ মিটার হয়।

এক ফুট কত হাত

১ ফুট সমান কত হাত হয়ে থাকে সে প্রসঙ্গে যদি জানতে চান তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে এক হাত সমান ১৮ ইঞ্চি অথবা দেড় ফুট হিসাব করা হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে একটা স্কেল যদি আপনার হাতের উপরে ধরেন তাহলে দেখা যাবে যে সেটা এক স্কেলের চাইতে বেশি বড় হচ্ছে। তবে মানুষের শারীরিক উচ্চতার উপর নির্ভর করে এ বিষয়গুলো নির্ভর করে থাকে এবং সকলের হাত যে ১৮ ইঞ্চি হবে এমনটা নয় অথবা ১৮ ইঞ্চির চাইতে কম হয় বেশি হয়। তবে একটি হাতের পরিমাপ অধিকাংশ ক্ষেত্রে ১৮ ইঞ্চি ধরা হয় এবং সেই অনুযায়ী আপনারা বুঝে নিতে পারছেন। ধন্যবাদ।

Leave a Comment