পাউন্ড এর মাধ্যমে সাধারণত আমাদের দেশে কোন কিছু পরিমাপ করা হয় না। পাউন্ড এর মাধ্যমে পরিমাপ করা না হলেও পাউন্ড সম্বন্ধে আমাদের বেশ আগ্রহ রয়েছে। যারা ইউরোপ অথবা আমেরিকার কোন দেশে গিয়েছেন কিংবা সেখানে দীর্ঘদিন থেকেছেন তারা হয়তো খুব ভালোভাবে পাউন্ড সম্বন্ধে বলতে পারবেন এবং সে সব দেশে পাউন্ডের মাধ্যমে কিভাবে ওজন পরিমাপ করা হয় সে বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে। যেহেতু পাউন্ড এবং কিলোগ্রাম দুটি ওজন পরিমাপের একক তাই আমাদের এই দুটি একক সম্বন্ধে কৌতূহল থাকাটা খুবই স্বাভাবিক।
আমাদের মনে হতেই পারে পাউন্ডের সাথে কিলোগ্রামের তফাৎটা কোথায়। কিলো গ্রাম বড় নাকি পাউন্ড বড়? এসব প্রশ্নগুলো যাদের মাথায় ঘুরছে তারা হয়তো আজ সঠিক উত্তর পেয়ে যাবেন। আজ আমরা পাউন্ড সম্বন্ধে অজানা সকল কথাবার্তা নিয়ে আড্ডা দেবো। আশা করি আমাদের এই আর্টিকেল থেকে পাউন্ড ও কিলোগ্রামের কিছু ইন্টারেস্টিং বিষয় আপনারা জেনে ফেলবেন।
পাউন্ড কথাটি শোনার পর আমাদের বেশ কয়েকটি জিনিস মাথায় আসতে পারে। প্রথমত আমাদের মাথায় আসতে পারে যে পাউন্ড একটি মুদ্রার নাম, এরপর হঠাৎ করে আমাদের মনে হতে পারে পাউন্ডের মাধ্যমে ওজন পরিমাপ করা হয়। পাউন্ড এর মাধ্যমে যে ওজন পরিমাপ করা হয় এটি আমরা আরো ভালোভাবে মনে করতে পারি যখন আমরা জন্মদিনের জন্য কেক কেনার কথা ভাবি। কেক কিনতে গেলে আমরা পাউন্ড এর মাধ্যমে ওজন পরিমাপ করে থাকি।
সাধারণত বাংলাদেশের হাটে বাজারে যেখানেই যে কোন দ্রব্য কিনতে যান না কেন কিলোগ্রামের মাধ্যমে হিসেব করা হয়। বাংলাদেশের কোন অঞ্চলে পাউন্ড এর মাধ্যমে ওজন পরিমাপ করা হয় কিনা সে সম্বন্ধে আমার জানা নেই, আপনাদের কারো যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। তবে পাউন্ডের মাধ্যমে কোথাও হিসেব করা হোক বা না হোক পাউন্ড সম্বন্ধে জানাটা কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পাউন্ডের ব্যবহার না থাকলেও পৃথিবীর অনেক দেশে পাউন্ড এর ব্যবহার রয়েছে।
পাউন্ডের সাথে কেজির তফাৎ দেখে আমরা আসলে ধারণা করার চেষ্টা করি যে এক পাউন্ড বলতে আসলে কতটুকু ওজন বোঝানো হয়। যেহেতু কেজি আমাদের কাছে সবচেয়ে কমন ওজন পরিমাপের একক তাই কেজির সাথেই আমরা পাউন্ড কে তুলনা করে বোঝার চেষ্টা করি। আপনারা চাইলে গ্রামের সাথেও পাউন্ড এর সম্পর্ক দেখে পাউন্ড সম্বন্ধে ধারণা নিতে পারেন। যেহেতু কেজির সাথে গ্রামের খুব ভালো একটি সম্পর্ক রয়েছে তাই আমরা যদি কেজি থেকে পাউন্ড এ কনভার্ট করতে পারি তাহলে গ্রাম থেকেও পাউন্ড এ কনভার্ট করতে পারব।
কখনো যদি কেজি থেকে পাউন্ড এ কনভার্ট করার প্রয়োজন হয় তাহলে সরাসরি ছোট্ট একটি হিসেবের মাধ্যমে করে ফেলতে পারেন আবার চাইলে মোবাইল ফোনে কনভার্টার অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারেন। ক্যালকুলেটর এর মাধ্যমে কনভার্ট করলে হয়তো আপনার কাছে আজীবন অজানাই থেকে যাবে এক পাউন্ড সমান কত কেজি। চলুন দেখে আসা যাক এক পাউন্ড সমান কত কেজি হয়।
১ পাউন্ড সমান ০. ৪৫৩৬ কেজি। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এক পাউন্ড সমান কত কেজি তো জানলেন, বলুন তো এক পাউন্ড সমান কত গ্রাম হয়? এ প্রশ্নের উত্তরটিও খুবই সহজ। আপনার খুব ভালোভাবে জানেন যে ১০০০ গ্রামে এক কেজি হয়। সুতরাং এক পাউন্ড সমান হবে ৪৫৩.৬ গ্রাম। এখন আর পাউন্ড এবং কেজি অথবা পাউন্ড এবং গ্রামের মধ্যে কতটুকু তফাৎ তা বুঝতে আপনার আর কোন অসুবিধা হওয়ার কথা নয়। যারা বিভিন্ন দেশে পাউন্ডের মাধ্যমে ওজন পরিমাপ করতে দেখেছেন তারা অবশ্যই এ বিষয়ে আপনার অভিজ্ঞতা তুলে ধরবেন নিচের কমেন্ট বক্সে। যদি এর সাথে আরো কোন তথ্য সংযুক্ত করতে হয় তবে কোনগুলো জানার আগ্রহ আপনাদের সবচেয়ে বেশি সে বিষয়ে মতামত দেবেন।