এক মাইল সমান কত কিলোমিটার

কোথাও বেড়াতে গেলে আমরা একটু পরপর রাস্তার পাশে দেখতে পাই আমাদের গন্তব্য আর কত দূর অর্থাৎ কত কিলোমিটার। কিলোমিটার সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা রয়েছে কারণ বাংলাদেশের প্রতিটি হাইওয়েতে প্রায় এক কিলোমিটার পরপর মার্ক করা থাকে। এক কিলোমিটার কতটুকু রাস্তা তা বুঝে নিতে আমাদের খুব বেশি দেরি হয়না। এক কিলোমিটার বলতে কতটুকু রাস্তা বোঝায় তা বুঝতে পারলেও এক মাইল সমান কতটুকু রাস্তা বোঝায় তা বোঝা আমাদের

জন্য বেশ কঠিন কারণ মাইলের ক্ষেত্রে এমন কোন উপায় আমাদের জানা নেই। তবে আমরা কিভাবে বুঝব এক মাইল সমান কতটুকু দূরত্ব? এক মাইল সম্বন্ধে ধারণা পেতে গেলে আমাদের জানতে হবে এক মাইল কত কিলোমিটারের সমান। এক মাইল কত কিলোমিটারের সমান এই তথ্যটি যদি আমরা জানতে পারি তাহলে আমরা বুঝে নিতে পারব কতটুকু দূরত্ব অতিক্রম করলে এক মাইল যাওয়া হবে।

বিভিন্ন বই পত্রে মাইল শব্দটি শুনে থাকলেও এটি সম্বন্ধে আমাদের অনেকেরই ভালোভাবে জানা নেই। আমরা সব সময় কিলোমিটারের দূরত্ব হিসেব করে থাকি। যেহেতু কিলোমিটার হিসাব করলেই আমরা দূরত্ব বুঝে নিতে পারি তাই মাইলে হিসেব করার প্রয়োজন পড়ে না। কিছু নির্দিষ্ট মানুষ ছাড়া কেউ মাইলে দূরত্ব পরিমাপের কথা ভাবে না। তবে এমন হতে পারে অন্য কোন দেশে মাইলের অনেক বেশি ব্যবহার রয়েছে। মাইলের ব্যবহার না থাকলেও মাইল সম্বন্ধে আমাদের জানতে হবে না এমন কোন কথা নেই।

যেহেতু মাইল একটি দূরত্ব পরিমাপের একক তাই এটি সম্বন্ধে আমাদের ভালোভাবে জানতে হবে এবং মিটার ও কিলোমিটারের সাথে মাইলের কি সম্পর্ক সেটিও জেনে নিতে হবে। অনেকে হয়তো প্রয়োজনের তাগিদে মাইল সম্বন্ধে জানার চেষ্টা করে আবার কেউ কেউ শুধুমাত্র কৌতূহলের বসে জানতে চায় এক মাইল সমান কত কিলোমিটার হয়। প্রয়োজনের তাগিদে হোক কিংবা কৌতূহলের বসে হোক আপনি যদি জানতে চান তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমেই জানতে পারবেন।

যদি কখনো মাইল থেকে কিলোমিটারে কনভার্ট করার প্রয়োজন হয় তখন আমাদের সঠিক তথ্য খুব বেশি প্রয়োজন হবে কারণ মাইল থেকে কিলোমিটারে কনভার্ট করতে গেলে আমাদের জানতেই হবে এক মাইল সমান কত কিলোমিটার অথবা এক কিলোমিটার সমান কত মাইল। আপনি যদি মনে পড়ে থাকেন এই তথ্য না জানলেও চলবে তাহলে হয়তো জীবনের কোন একটা সময়ে আপনাকে আফসোস করতে হবে। কিছু কিছু তথ্য আছে যেগুলো হয়তো প্রতিদিন আমাদের কাজে

লাগে না কিন্তু এমন সময় কাজে লাগে যখন এটি ছাড়া আমরা এক ধাপ এগোতে পারবো না। আগে থেকেই এসব তথ্যগুলো না জানা থাকলে হঠাৎ করে আপনি কোথাও খুঁজে পাবেন না। গুরুত্বপূর্ণ এইসব তথ্য খুঁজে পেতে আমরা হয়তো ইন্টারনেটের সাহায্য নিতে পারি কিন্তু কখনো কখনো ইন্টারনেট ব্যবহার করার সুযোগ আমাদের সামনে থাকে না। যদি এসব সূত্রগুলো কোথাও সংগ্রহ করে রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় কারণ এক্ষেত্রে হারানোর কোন সম্ভাবনা থাকবে না আর আপনি যখন খুশি পাবেন।

মাইল এবং কিলোমিটারের মধ্যে দারুন একটি সম্পর্ক রয়েছে। এক মাইল সমান হলো ১.৬০৯ কিলোমিটার। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি মাইল কিলোমিটার এর চেয়ে অনেকটা বেশি। মাইল কিলোমিটারের প্রায়ই দেড়গুণের সমান কিংবা দেড়গুনের চেয়ে একটু বেশি। সহজ ভাবে বলতে গেলে আপনি যদি তিন কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন তাহলে প্রায় দুই মাইল দূরত্ব অতিক্রম করা হবে। এইবার মাইল সম্বন্ধে আপনার ধারণা অনেক পরিষ্কার হয়ে যাওয়ার কথা। দূরত্ব পরিমাপের প্রতিটি একক সম্বন্ধে আমাদের ধারণা একদম স্পষ্ট থাকা উচিত। আমরা যারা বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি তাদের হয়তো এই তথ্য গুলো অনেক কাজে আসবে। মানচিত্র বোঝার জন্যও এই তথ্যগুলো খুব বেশি জরুরী।

Leave a Comment