আপনি যদি ওয়াইফাই ব্যতীত মোবাইল ফোনে এমবি কিনে মোবাইল চালাতে পারেন তাহলে সেখানে কত এমবি অবশিষ্ট রয়েছে তা জেনে নেওয়ার জন্য সঠিক নিয়ম অনুসরণ করুন। বিভিন্ন সিমের অফার অথবা নেটওয়ার্ক ভিত্তিক কারণে একেক জন একেক অপারেটরের সিমকার্ড ব্যবহার করে থাকেন। তাই আপনার মোবাইলে কত এমবি রয়েছে সেটা সংক্রান্ত তথ্য গুলো জানার জন্য যারা এখানে ভিজিট করেছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই এমবি দেখার তথ্য বা নিয়ম জানিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আপনারা ডায়াল কোড ব্যবহার করার মাধ্যমে যেমন জানতে পারবেন তেমনি ভাবে ওই সিম অপারেটরের অ্যাপস লগইন করার মাধ্যমেও জেনে নিতে পারবেন।
বর্তমান সময়ে আমাদের ভেতরে এমন এক ধরনের অভ্যাস চলে এসেছে যে বাড়িতে ভাত না থাকলেও সমস্যা নেই বরং সমস্যা বেশি হয় যদি মোবাইল ফোনে এমবি না থাকে। কারণ কিছু কিছু মানুষ মোবাইল ফোনে এতটাই আসক্ত হয়ে গিয়েছে যে খাওয়া দাওয়া এবং গোসল ব্যতীত দিনের প্রতিটা সময় হাতে মোবাইল ফোন রাখে। তাই মোবাইল ফোনে যদি কোন কারণে এমবি না থাকে তাহলে আমাদের কাছে খুব খারাপ লাগে এবং আমরা ভাবতে থাকি যে কখন এমবি আসবে এবং কখন আমরা মনের মত করে মোবাইল ফোনটি ব্যবহার করতে পারব।
এক্ষেত্রে যারা একমাসের জন্য প্যাকেজ কিনে নেন তাদের জন্য খুবই সুবিধা হয় এবং এক মাসের আগে সাধারণত সেই প্যাকেজ ফুরায় না। কিন্তু আপনারা যারা অল্প করে এমবি কেনেন তাদের কাছে মাঝেমধ্যে চেক করে দেখা লাগে যে আর কত এমবি অবশিষ্ট রয়েছে। তাই এমবি দেখার ক্ষেত্রে আপনাদেরকে যদি আমরা এ বিষয়গুলো জানিয়ে দিতে পারি তাহলে ডায়াল প্যাড ডায়াল করার মাধ্যমে চেক করে দেখতে পারবেন আপনার সিমে কত এমবি রয়েছে।
আপনি যদি গ্রামীণফোন সিম ব্যবহার করে থাকেন এবং সেখানে যদি এমবি চেক করতে চান তাহলে অবশ্যই আপনাকে মোবাইল ফোনের ডায়ালপেটে গিয়ে ডায়াল করতে হবে *১২১*১*৪# । এটা ডায়াল করতে পারলে আপনাদের ফোনে একটা এসএমএস চলে আসবে এবং সেখান থেকে গ্রামীন সিমে কত এমবি রয়েছে তা চেক করে দেখে নেওয়া যাবে। তারপরে আপনি যদি রবি ইউজার হয়ে থাকেন এবং নিয়মিতভাবে রবি সিম ব্যবহার করে নেট চালিয়ে থাকেন তাহলে *৩# ডায়াল করার মাধ্যমে খুব সহজেই ফোনে কত এমবি রয়েছে তা চেক করে দেখতে পারবেন।
এয়ারটেল সিম ব্যবহারকারীরা চাইলেই খুব সহজে এমবি চেক করতে পারে এবং এমবি চেক করার জন্য যে কোড ডায়াল করতে হবে সেটা হল *৮৪৪৪*৮৮# । এটা ডায়াল করতে পারলেই আপনার এয়ারটেল সিমে কত এমবি রয়েছে তা দেখিয়ে দেওয়া হবে। যারা বাংলালিংক ইউজার রয়েছেন তাদেরকে এমবি চেক করার জন্য *৫০০০*৫০# ডায়াল করে এমবি চেক করে নিতে বলবো। তাছাড়া টেলিটক সিম ব্যবহারকারীদের সুবিধার জন্য আমরা এমবি চেক করার ডায়াল কোড হিসেবে *১৫২# ডায়াল করে এমবি চেক করতে বলছি।
বর্তমানে বাংলাদেশে এমবি চেক করার জন্য সিম অপারেটরের প্রত্যেকটি ডায়াল কোড জানিয়ে দেওয়া হল। তবে আপনি যে সিম কার্ড ব্যবহার করছেন সেই সিম কার্ডের অফিসিয়াল অ্যাপস রয়েছে যেটা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে লগইন করে রাখতে পারেন। আর যখন সেই সিম অপারেটরের অ্যাপস লগইন করা থাকবে তখন সেটার মধ্যে প্রবেশ করলেই এবং উপর থেকে স্ক্রল করে ধরে রাখলেই কত এমবি রয়েছে তা দেখিয়ে দেওয়া হবে।
তাই আপনার ফোনে এমবি কতটুকু রয়েছে তা দেখে নিয়ে সেই অনুযায়ী যদি আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি তাহলে ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে না। আর যদি কোন ভাবে আপনারা এমবি শেষ করে ফেলেন তাহলে ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে এবং এক্ষেত্রে বেশি পরিমাণ টাকা কেটে নেওয়া হয়। আমরা মনে করে যে উপরের আলোচনার ভিত্তিতে আপনারা প্রত্যেকটি সিমের এমবি চেক করার নিয়ম জানতে পেরেছেন।