ফুটের সাথে ইঞ্চির সম্পর্ক আমাদের সকলেরই জানা, মিটারের সাথে সেন্টিমিটারের কি সম্পর্ক তাও আমরা অনেকেই জানি কিন্তু ফুটের সাথে মিটারের কি সম্পর্ক রয়েছে সে বিষয়ে আমাদের অনেকেরই জ্ঞান একদম কম। আমরা যারা প্রতিনিয়ত দূরত্ব পরিমাপের কাজ করে থাকি অথবা আমাদের কাজের মধ্যে দূরত্ব ও উচ্চতা পরিমাপ বেশি করতে হয়
তাদের জন্য ফুট, ইঞ্চি, মিটার, সেন্টিমিটার, গজ এই একক গুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো জানার পাশাপাশি এদের মধ্যকার সম্পর্কটাও জানতে হবে। ধরুন আপনি গজ সম্বন্ধে জানেন কিন্তু মিটার সম্বন্ধে জানেন না তাহলে গজ এবং মিটারের মধ্যেকার কি সম্পর্ক রয়েছে তা বুঝতে পারবেন না। গজ এবং মিটার মধ্যে কি সম্পর্ক রয়েছে তা জানতে হলে দুটি এককের বিষয়ে ভালো ধারণা থাকতে হবে।
দূরত্ব ও উচ্চতা পরিমাপ করতে গিয়ে আপনারা যেন কোন ধরনের ভুল করে না বসেন তা নিশ্চিত করতেই আমরা বিভিন্ন একক সম্বন্ধে আপনাদের জানানোর জন্য দীর্ঘদিন থেকে আর্টিকেল নিয়ে আসছি। আর্টিকেলগুলোকে আমরা বিভিন্ন একক এবং এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সে বিষয়ে আলোচনা করছি। আপনারা যেন একটি এককের নাম শুনলেই বুঝতে পারেন এটি দ্বারা কি পরিমাপ করা হয় এবং কতটুকু পরিমান বোঝায়।
এই জ্ঞানটুকু রাখলে দূরত্ব ও উচ্চতা পরিমাপ করার ক্ষেত্রে আপনারা কোন ধরনের ভুল করবেন না। কখনো কখনো বড় ধরনের কাজগুলোতে ছোটখাটো ভুলগুলোই সবকিছু শেষ করে দেয়। বড় কোন প্রজেক্ট এর মধ্যে কোন ধরনের ভুল অ্যালাও করা হয় না। জেনে কাজ করছেন তিনিও চাইবেন না কোন ভাবে তার কাজের মধ্যে ভুল থেকে যাক। নির্ভুলভাবে কাজ করতে গেলে সঠিকভাবে পরিমাপ করা খুবই জরুরী। পরিমাপ করতে গেলে আবার পরিমাপের প্রক্রিয়া সম্বন্ধে ভালো জ্ঞান রাখতে হবে।
অনেক মানুষ ফুট অথবা মিটার সম্বন্ধে অনেক শুনে থাকলেও এগুলো কিভাবে পরিমাপ করতে হয় তা জানে না। যদি ফুট থেকে মিটারে কনভার্ট করতে বলা হয় অথবা মিটার থেকে ফুটে কনভার্ট করতে বলা হয় তাহলে তারা হয়তো কোন ভাবেই বুঝতে পারবে না কি করতে হবে। এই যে করতে না পারার কারণ হলো তারা জানেই না এক ফুট সমান কত মিটার হয় অথবা ১ মিটার সমান কত ফুট হয়।
এ ধরনের তথ্য গুলো না জানার কারণে আপনাকে কেউ কাজ দিতে না পারে অথবা আপনার উপর ভরসা করতে পারবে না। শুধুমাত্র কাজের ক্ষেত্রেই নয়, বাজারে এমন অনেক জিনিস আছে যা ফুট অথবা মিটারের মাধ্যমে পরিমাপ করে বিক্রি করা হয়। ফুট ও মিটার সম্বন্ধে যদি আপনার জানা না থাকে তাহলে এখানেও আপনি ঠকে যেতে পারেন।
আমরা আজ যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করার চেষ্টা করব তা হলেও ফুটের সাথে মিটারের সম্পর্ক। আজ আমরা গুরুত্বপূর্ণ যে তথ্যটি তুলে ধরব সেটি হলো ১ ফুট সমান কত মিটার। অনেকে হয়তো ভেবে থাকেন ফুট আর মিটার একই জিনিস। কেউ কেউ সারা জীবন এই ধারণা নিয়ে চলে আসছে তারা নিজের ভুল ভাঙানোর কোনরকম চেষ্টাই করেনি আবার কেউ তাদের ভুল ভাঙ্গানোর পরামর্শ দেয়নি। আপনি যদি নিজের ভুল ভাঙ্গাতে চান তাহলে অবশ্যই প্রতিদিন একবার হলেও আমাদের নতুন আর্টিকেলগুলো পড়ে দেখা উচিত।।
ফুট আর মিটার কে যারা একই জিনিস ভাবেন তাদের উদ্দেশ্যে আমরা একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এক ফুট সমান হল ০.৩০৪৮ মিটার। এখান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফুট আর মিটার এক জিনিস নয়। ফুট আর মিটারের মধ্যে বেশ বড়সড়ো একটি পার্থক্য রয়েছে। এই পার্থক্যটি যদি আপনি বুঝতে পারেন তাহলে পরিমাপের ক্ষেত্রে আপনি অন্য সবার থেকে এগিয়ে থাকবেন। আশা করি আপনি কখনোই পিছিয়ে যেতে চাইবেন না।