কেজি শব্দটির সাথে আমরা ঠিক যতটা পরিচিত ঠিক ততটাই অপরিচিত পাউন্ড শব্দটির সাথে। কথাটি হয়তো পুরোপুরি সঠিক নয় কারণ আমরা বিভিন্ন ইংরেজি মুভি অথবা গল্প উপন্যাসে পাউন্ড শব্দটি শুনেছি। বলতে আপনার অনেকে হয়তো কোন একটি মুদ্রার নাম বলতে পারেন। শুধুমাত্র মুদ্রার নামই না পাউন্ড নামে বলের একক ও রয়েছে। তাই আমরা কয়েকভাবে পাউন্ড নামটি শুনে থাকতে পারি তবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পাউন্ড নামটি ভিন্ন ভিন্ন জিনিস বুঝিয়ে থাকে। পাউন্ড শব্দটা আপনি যেভাবে শুনে থাকুন না কেন এটি কোন অর্থের ব্যবহার করছেন তা জানা খুবই জরুরী।
অন্যান্য ক্ষেত্রে পাউন্ড বলতে কী বোঝায় সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনায় না গেলাম, আজ আমরা আলোচনা করব ওজন অথবা ভর পরিমাপের একক পাউন্ড নিয়ে। কেউ কেউ হয়তো অভিযোগ করে বুঝতে পারেন এখানে কোন একটি ভুল হয়েছে। কারণ ভর পরিমাপের একক হচ্ছে কেজি, আবার ভর পরিমাপের একককে গ্রামও বলা যায় কিন্তু পাউন্ড কেন বলতে হবে। যাদের কাছে বিষয়টি স্পষ্ট নয় তারা হয়তো এ বিষয়ে অভিযোগ করতেই পারেন কিন্তু যারা ইতিমধ্যে জেনে গেছেন যে আসলেই ভর পরিমাপের জন্য পাউন্ড নামের একটি একক ব্যবহার করা হয় তারা হয়তো শুধুমাত্র পাউন্ড ও কেজির মধ্যকার সম্পর্ক জানতেই এই পোস্টে ভিজিট করছেন।
আমরা বাজারে কোন কিছু ক্রয় করার সময়ই সব সময় কেজিতে ক্রয় করে থাকি। সবজির বাজার থেকে শুরু করে মুদির দোকানে কেজি সবচেয়ে কার্যকরী ও জনপ্রিয় একক। কিন্তু পাউন্ড কোথায় ব্যবহার করা হয়? বাংলাদেশে তো অন্তত পাউন্ডের মাধ্যমে কোথাও বেচা কেনা করা হয় না। আবার বাংলাদেশের খুব মানুষ পাউন্ড যে ভর পরিমাপের একক সে বিষয়টি জানে এমনটা মনে হয় না। এ প্রশ্নের উত্তর মেলানোর জন্য আমাদের পাউন্ডের ইতিহাস সম্বন্ধে জানতে হবে।
অবশ্য পাউন্ডের ইতিহাস নয়, পাউন্ড সম্বন্ধে সাধারণ কিছু তথ্য জানলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আসলে এখানে কোন পাউন্ডের কথা বোঝানো হচ্ছে এবং এই পাউন্ড কোথায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আপনারা যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন অথবা বিভিন্ন ইংরেজি গল্প উপন্যাস পড়েছেন তারা হয়তো বেশ কয়েকবার ভর পরিমাপের ক্ষেত্রে পাউন্ড ব্যবহার করতে দেখেছেন।
হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইংরেজি মুভিতেও আপনারা এই কাজটি করতে দেখতে পারেন। এখান থেকে আমাদের কাছে একটি বিষয়ে স্পষ্ট হয়ে যায় যে ইংরেজরা কোন কিছু পরিমাপের ক্ষেত্রে পাউন্ড এককটি ব্যবহার করে। যেখানে আমরা আমাদের দেশে কোন কিছুর ওজন পরিমাপ করতে গেলে সাধারণত কেজিতেই পরিমাপ প্রকাশ করে থাকি। যাইহোক, পাউন্ড সম্বন্ধে কিছুটা হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি, এখন কেজির সাথে পাউন্ড এর সম্পর্ক এবং পাউন্ড সম্বন্ধে আরো কিছু তথ্য স্পষ্টভাবে তুলে ধরব।
পাউন্ড একটি ব্রিটিশ একক হলেও আমেরিকাতে এর অনেক বেশি ব্যবহার রয়েছে বলা যায় আমেরিকাতে ওজন পরিমাপের প্রচলিত একক হলো পাউন্ড। পাউন্ড সম্বন্ধে এত তথ্য জানার পর আমাদের আগ্রহ জাগতে পারে পারমাণ কেজির মধ্যকার সম্পর্ক কি তা জানতে। এই আর্টিকেলে শুরুতে আমরা আপনাদের জানিয়েছিলাম আর্টিকেলের শেষ ভাগে আমরা এই দুটি জনপ্রিয় এককের মধ্যকার সম্পর্ক তুলে ধরব।
যেহেতু পাউন্ড সম্বন্ধে আর বেশি কিছু বলার নেই তাই জেনে আসি এক কেজি সমান কত পাউন্ড। ১ কেজি সমান ২.২০৫ পাউন্ডস। যেহেতু আমাদের দেশে পাউন্ড এর ব্যবহার খুব একটা নেই তাই এটা নিয়ে আমাদের খুব বেশি জানা শোনার প্রয়োজন হবে বলে মনে হয় না। তবে যারা মনের মধ্যে এতদিন খুব বেশি আগ্রহ চেপে রেখেছিলেন পাউন্ড সম্বন্ধে জানার জন্য তারা হয়তো একটু হলেও স্বস্তি পেয়েছেন। এ ধরনের কিছু ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ আরও তথ্য যদি জানার আগ্রহ থাকে তাহলে নিয়মিতভাবে ভিজিট করতে থাকুন পরবর্তী পোস্টগুলোতে।