লাভ বার্ড পাখি গুলো অনেক চঞ্চল হয়ে থাকে, এ পাখিগুলোকে সবসময় দেখা যায় লাফালাফি ও দোয়া করি করতে। এ পাখিগুলো উচ্চস্বরে ডাকাডাকি করে এছাড়াও এ পাখি গড় আয়ু হল ২০ বছর, আপনারা হয়তো জেনে থাকবেন পাখির সাইজগুলো পাশ থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে। বাংলাদেশে বহু প্রজেক্টটির লাভবাড পাখি পাওয়া যায়। আমরা আজকে আর্টিকেলে আপনাদের জানাবো লাভ বার্ড পাখির বর্তমান দাম সম্পর্কে।আপনারা অনেকে আছেন যারা অনলাইনে এসে সার্চ করে থাকেন লাভ বার্ড পাখির দাম। বাংলাদেশের বিভিন্ন আনাচে-কানাচে এই পাখি কেনাবেচা হয়ে থাকে। স্থানভেদে এই পাখির দাম কম বেশি হয়ে থাকে তবে গ্রামের সাইডে এই পাখির দাম অনেকটাই কম। এই লাভ বার্ড পাখিগুলো মানুষ শখের বসে থাকে কারণ এই পাখিগুলো দেখতে খুবই সুন্দর, ডাক যে কোন মানুষের মন কেড়ে নেয় খুব সহজে।
লাভ বার্ড পাখির খাবার তালিকা
লাভ বার্ড পাখির দাম জানতে চান যারা তাদের অবশ্যই এ পাখি কেনার আগে লাভ বার্ড পাখি কোন খাবারগুলো খেয়ে থাকে আপনি এই খাবারগুলো সংগ্রহ করতে পারবেন কিনা সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনি যদি শখের বসে লাভ বার্ড পাখি কিনে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই পাখির খাবার সম্পর্কে, কিভাবে খাওয়াতে হবে কিভাবে এই পাখির যত্ন নিতে হবে সেই বিষয়ে আপনাদের জানতে হবে।
লাভ বার্ড পাখি সচরাচর আমাদের বাংলাদেশের যেগুলো লালন-পালন করা হয়। সেই পাখিগুলোকে বাংলাদেশী খামারি ভাই ও বোনেরা মিক্স খাবার দিয়ে থাকে যে মিক্স খাবারের মধ্যে থাকে সে তালিকা নিচে তুলে ধরা হলো: কাউন, চীনা, তিসি, বাজারা, সূর্যমুখী ফুলের বীজ, কুসুম ফুলের বীজ, ধান, সরিষা, সবুজ ঘাস, এছাড়াও নানা ধরনের ফল সবজি খেয়ে থাকে এই পাখি। আশা করা যায় আপনি যদি এই পাখি গুলো কিনে থাকেন তাহলে আপনি এই খাবারগুলো ম্যানেজ করতে পারবেন আর এই খাবারগুলো খাওয়ানোর মাধ্যমে এদের আপনি লালন, পালন করতে পারবেন।
লাভ বার্ড কত প্রকার
পৃথিবীতে লাভ বাকি মোট রয়েছে নয় প্রজাতির, এই পাখির অনেক উপজাতি আছে বলে আমরা সবাই জানি। এই উপজাতি বাংলাদেশসহ সারা পৃথিবীতে অনেক অসংখ্য ছড়িয়ে ছিটে রয়েছে। তবে সবচাইতে যেগুলো বেশি দেখা যায় সেগুলো হলো লুটিনো, রোজি ফেসড, গ্রিন ফিসার,লুটিনো ফিসার, ইয়োলো ফিসার, চিক মাক্স, ব্ল্যাক মাক্স, এছাড়াও আরো বিভিন্ন রকমের অপালিন পাখি রয়েছে বাংলাদেশে।
লাভ বার্ড পাখির রোগ বালাই
এই পাঠের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তাই আপনাকে খুব যত্ন সহকারে এদের লালন পালন করতে হবে। বিশেষ করে এই পাখির বিভিন্ন সময় ঠান্ডা লেগে থাকার কারণে, পাখির চোখের ইনফেকশন দেখা দেয়, এছাড়াও এ পাখির পেটে সমস্যা ও গায়ে বিভিন্ন রকম লালচে দাগ হয়ে থাকে। তাই এই বাকি পালন করে আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে তাহলে আপনি এ পাখি পালন করে স্বস্তিতে থাকতে পারবেন।
লাভ বার্ড পাখির দাম বা মূল্য
আপনারা সবাই জানেন বাংলাদেশে এই পাখি অনেক বেশি জনপ্রিয়। বর্তমানে এই পাখি আপনি 1000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের মধ্যে কিনতে পারবেন, কিছু বাকি আছে যে পাখিগুলো আপনি ৬০০ টাকা থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে কিনতে পারবেন। আবার কিছু বোঝাতে পাখি রয়েছে যেগুলো প্রায় ১৬০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকার মধ্যে বিক্রি করা হয়। স্থান ভেজে এই পাখির দাম কম বেশি হতে পারে তবে ৬০০ টাকা জোড়া থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যে ভাল জাতের লাভ বার্ড পাখি কেনা যায়। যেই পাখিগুলো অনেক ছোট থাকে মানে বাচ্চা হওয়ার পর কিছুদিন লালন পালন করার পর অনেকেই আছেন যারা বিক্রি করে থাকে টাকার জন্য সে পাখিগুলো আপনি ৪০০ থেকে ৫০০ টাকা জোড়া কিনতে পারবেন।
আমরা আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের লাভ বার্ড পাখি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি সেই সাথে আপনাদের জানানোর চেষ্টা করেছি লাভ বার্ড পাখির দাম কত টাকা আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে।