সোনা কেনার সময় আমরা যে একক গুলোর সাথে পরিচিত হই বাজে একক গুলো আমাদের বারবার শুনতে হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভরি। ঘড়ি ছাড়াও সোনা পরিমাপের আরো কয়েকটি একক রয়েছে যেমন আনা, রতি ইত্যাদি। সোনা কিনুন কিংবা নাই কিনুন, সোনা পরিমাপের এই একক গুলো জানতে হবে। ঠিক যেমনভাবে আপনি এক কেজি সোনা কিনবেন না কিন্তু জানতে এসেছেন কত ভরিতে এক কেজি হয়।
প্রথমত এই বিষয়ে আপনাদের আগ্রহ দেখে আমরা একটু বিস্মিত হয়েছি কিন্তু পরবর্তীতে আমাদের কাছে মনে হয়েছে এই বিষয়ে আগ্রহ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। যেহেতু সোনা বিরল প্রজাতির ধাতু তাই এটি বেশ দামী। ঠিক এ কারণেই সোনা পরিমাপের ক্ষেত্রে এমন কিছু একক ব্যবহার করা হয় যেগুলোতে স্বল্প পরিমাণের বস্তু ও পরিমাপ করা যাবে।
একটি বিষয় আমাদের কাছে পরিষ্কার যে সাধারণত সোনা পরিমাপের সাথে কেজির খুব একটা সম্পর্ক দেখা যায় না কারণ এক কেজি সোনা এখনকার যুগে আর ক্রয়-বিক্রয় করা হয় না। আর একসাথে এতগুলো সোনা কিনতে গেলে বেশকিছু নিয়ম-কানুন সামনে চলে আসে। একজন সোনার দোকানদার না হলে একসাথে এত সোনা কখনোই কোন সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব নয়।
তবে একথা সত্যি আমাদের অনেকের মধ্যেই এই আগ্রহটি রয়েছে, ১ কেজি সোনা কত ভরিতে হয়। খুব বেশি সময় এই আগ্রহ আর মনে বসে রাখতে হবে না কারণ এই বিষয়ে যুক্তিযুক্ত কারণ সহ সকল তথ্য আপনাদের সামনে প্রকাশ করা হবে। তাই এখন একটু নড়েচড়ে বসুন, আড়মোড়া ভাঙুন, চোখে মুখে একটু পানি দিয়ে এই আর্টিকেলটি আরো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।
অনেকে এক কেজি সোনার দাম জানতে চেয়ে কমেন্ট করেন। তাদের এই কমেন্টের উত্তর এককথায় দেওয়া সম্ভব হয় না। তাদের আগ্রহ দেখার পর আমরা সিদ্ধান্ত নিই ১ কেজি সোনার দাম সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরতে। কিন্তু এক্ষেত্রে আরও একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন না করলে আপনার বুঝতে পারবেন না এক কেজি সোনার দাম কত। আর সেই গুরুত্বপূর্ণ তথ্যটি হল কত ভরিতে এক কেজি হয়। এই তথ্যটি কেন এত গুরুত্বপূর্ণ সে বিষয়ে একটু খোলাসা করা যাক। প্রথমত বাজারে আমরা সোনার যে দাম দেখতে পাই তা সাধারণত ভরিতে হিসাব করা হয়।
সুতরাং আমরা যদি এক কেজি সোনার দাম জানতে চাই তাহলে এক কেজি সমান কত ভরি সোনা হয় সে বিষয়টি জানা জরুরী। এরপর আমরা গাণিতিক হিসাবের মাধ্যমে বের করে ফেলতে পারব এক কেজি সোনার দাম কত। বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছে এখন পানির মত পরিষ্কার। এখন প্রশ্ন আসে এক কেজি স্বর্ণ কত ভরি হয় তা বুঝব কিভাবে। এ বিষয়টি হিসাব করে দেখানোর আগে আপনাদের বলে রাখি এক ভরি হলো প্রায় ১১ গ্রামের সমান। আর এক কেজি সমান 85.73 ভরি।
১ কেজি সোনা কত ভরিতে হয় এই তথ্যটি জানার জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলেন কিন্তু কোন উপায় খুঁজে পাচ্ছি না তারা হয়তো আজকে একটু হলেও উপকৃত হয়েছেন বলে আমার ধারণা। আমরা সোনা নিয়ে কোন কথা বলতে গেলে একটি কথা সব সময় জানানোর চেষ্টা করি তা হল বাজারে বেশ কয়েক ধরনের সোনা পাওয়া যায়। কিছু ক্ষেত্রে এসব সোনার ওজনের তারতম্য লক্ষ্য করা যেতে পারে।
সুতরাং আপনারা যদি নিজে নিজে সোনার ওজন করে দেখতে চান যে এক কেজিতে কত ভরি হয় তাহলে ওজনের কিছুটা তারতম্য দেখলে বিস্মিত হওয়ার কোন কারণ নেই। এ বিষয়ে আপনার যদি কোন ব্যক্তিগত মতামত থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।