এক মিলিয়ন সমান কত টাকা

মিলিয়ন অথবা বিলিয়নের কথা আসলেই আমাদের অনেকের মাথা এলোমেলো হয়ে যায়। আমরা লক্ষ ,কোটি খুব ভালোভাবে বুঝলেও মিলিয়ন অথবা বিলিয়ন সম্বন্ধে তেমন কিছু বুঝতে পারিনা এবং এই দুইটির মধ্যে কি পার্থক্য রয়েছে তাও আমাদের কাছে পরিষ্কার হয় না। আমাদের দেশে টাকা গণণার ক্ষেত্রে সাধারণত লক্ষ এবং কোটি ব্যবহার করা হয় কিন্তু ইউরোপ অথবা আমেরিকার বিভিন্ন দেশে টাকা গণনার ক্ষেত্রে মিলিয়ন অথবা বিলিয়ন দিয়ে হিসাব করা হয়। শুধু টাকা গণনার ক্ষেত্রেই নয়,

টাকা ছাড়াও যে কোন বস্তু গণনার ক্ষেত্রে মিলিয়ন কিংবা বিলিয়ন দিয়ে হিসাব করতে হয়। যেহেতু বাংলাদেশের মিলিয়ন অথবা বিলিয়নের ব্যবহার খুব কম তাই বাংলাদেশের মানুষ এই বিষয়টি সম্বন্ধে খুব বেশি জানেনা। যারা দীর্ঘদিন ধরে মিলিয়ন এবং বিলিয়ন সম্বন্ধে জানার চেষ্টা করে আসছেন কিন্তু কোনভাবেই এই দুটির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে পারছেন না তাদের জন্যই আমাদের এই পোস্টটি নিয়ে আসা হয়েছে। আশা করি এই পোস্টটির মাধ্যমে আপনারা মিলিয়ন ও বিলিয়ন সম্বন্ধে পরিষ্কার ধারণা লাভ করতে পারবেন।

এমন অনেক মানুষ আছে যারা মিলিয়ন ও বিলিয়নকে একই রকম মনে করে। মিলিয়ন ও বিলিয়ন কখনোই একরকম নয়। মিলিয়ন ও বিলিয়নের দুটি আলাদা অর্থ রয়েছে এবং এই দুইটির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। আমরা চেষ্টা করব মিলিয়ন ও বিলিয়ন দুটি কথার অর্থ আপনাদের সামনে তুলে ধরতে এবং এই দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে সেটিও প্রমাণ করে দিতে। আমরা সবচেয়ে বেশি যে প্রশ্নটি সম্মুখীন হয়েছি তা হল ১ মিলিয়ন সমান কত টাকা। যেহেতু টাকা সবচেয়ে বেশি গণনা করা হয় তাই সাধারণ মানুষের মনে এই প্রশ্নটি সবচেয়ে বেশি আসে। আমরা সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব এক মিলিয়ন সমান কত টাকা হয় এবং কত মিলিয়নে এক লক্ষ অথবা কত মিলিয়নে এক কোটি টাকা হয়। চলুন জেনে আসি এক মিলিয়ন সমান কত টাকা।

এক মিলিয়ন শব্দটি দ্বারা ১০ লক্ষ বোঝানো হয়ে থাকে। অর্থাৎ আপনি টাকা গণনা করুন অথবা অন্য কিছু গণনা করুন না কেন এখানে 10 লক্ষ বোঝানো হবে। এখান থেকে খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এক মিলিয়ন টাকা সমান হলো ১০ লক্ষ টাকা। কেউ কি আবার ভেবে বসতে পারে না এক মিলিয়ন শব্দটির অর্থই হলো ১০ লক্ষ টাকা কিন্তু বাস্তবে এমনটা নয়। এক মিলিয়ন বলতে একটি সংখ্যাকে বোঝানো হয়ে থাকে এবং সেই সংখ্যাটি হচ্ছে ১০ লক্ষ।

এখানে যদি বলা হয় ১ মিলিয়ন টাকা তাহলে আপনারা ধরে নিতে পারবেন যে এখানে ১০ লক্ষ টাকার কথা বলা হচ্ছে। এ বিষয়টি নিশ্চয়ই এখন আপনাদের কাছে খুবই পরিষ্কার। এখন যদি কারো মুখে এক মিলিয়ন শব্দটি শুনতে পান অথবা কোথাও এক মিলিয়ন শব্দটি লেখা দেখতে পান তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত লাখের কথা বলা হচ্ছে। এখন যদি আপনাদের মাঝে প্রশ্ন থাকে যে কত মিলিয়নে এক কোটি হয় বা এক কোটি হতে কত মিলিয়ন লাগে তাহলে সেই প্রশ্নটির উত্তর আমরা দেওয়ার চেষ্টা করছি।

আমরা উপরে উল্লেখ করেছি যে এক মিলিয়ন সমান ১০ লক্ষ হয় অর্থাৎ এক মিলিয়ন টাকা বললে ১০ লক্ষ টাকা হবে। এখন আপনাদের যদি প্রশ্ন করি কত লাখে এক কোটি হয় তাহলে নিশ্চয়ই এর উত্তর আপনারা দিতে পারবেন। আমি জানি আপনাদের উত্তর হবে ১০০ লাখে হয় এক কোটি। ১০০ লাখে যদি এক কোটি হয়ে থাকে তাহলে কত মিলিয়নে এক কোটি হবে? নিশ্চয়ই ১০ মিলিয়নে, কারণ হলো দশ গুন ১০ সমান ১০০ হয়। এভাবে আপনারা নিজেরাও হিসাব করে দেখতে পারেন। আজ আমরা মিলিয়ন নিয়ে কথা বললাম আমাদের ওয়েবসাইটে অন্য কোন পোস্টে বিলিয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে ভিজিট করে আপনারা দেখে নেবেন।

Leave a Comment