কিভাবে লাইভ ফুটবল খেলা দেখব

বর্তমানে সারা দেশব্যাপী ফুটবলের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে যখন ফুটবল খেলা হয় তখন মানুষ আনন্দে মেতে ওঠে। ফুটবল খেলার সময় মানুষ একবেলার খাওয়া-দাওয়া ভুলে যেতে পারে কিন্তু ফুটবল খেলা মিস হয়ে গেলে চলবে না কারোরই। ছেলে এবং মেয়ে, শিশু এবং বৃদ্ধ সব বয়সের মানুষই ফুটবল খেলাকে এতটা এনজয় করে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সকল সদস্যরা একসঙ্গে বসে লাইভ ফুটবল খেলা দেখে টেলিভিশনে। কাজের ক্ষেত্রে অথবা পড়াশোনা ক্ষেত্রে কেউ যদি বাইরে থাকে তাহলে সবাই নিজের মোবাইল ফোনটা ব্যবহার করে লাইভ খেলা দেখে নিতে পারেন।

আমাদের কাছে সব সময় টেলিভিশন থাকে না। বিভিন্ন কারণে আমাদের বাইরে থাকতে হয়। টেলিভিশনের বিভিন্ন স্পোর্টস এবং নিউজ ( sports and news ) চ্যানেল গুলোতে সরাসরি খেলা সম্প্রচার করা হয়। ফুটবল এবং ক্রিকেট খেলা আমরা টেলিভিশনের লাইভ দেখতে পারি। কিন্তু অনেকে যাদের কাছে টেলিভিশন থাকেনা তারা, জিজ্ঞেস করে যে তারা কিভাবে লাইভ খেলা দেখবে?

এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে ফুটবল খেলার বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। প্রতিনিয়ত আরো অনেক অ্যাপ আবিষ্কৃত হচ্ছে। আমার প্লে স্টোর থেকে এরকম ফুটবল খেলা দেখার হাজার হাজার অ্যাপ ডাউনলোড করে নিতে পারি। সবচাইতে বেশি ডাউনলোডকৃত অর্থাৎ জনপ্রিয় অ্যাপটি ডাউনলোড করবেন। তারপর সেখানে আপনারা চাইলে যেকোনো সময়, মানে যখন লাইভ খেলা শুরু হবে তখন সেই অ্যাপ ব্যবহার করে কিন্তু আপনারা যে কোন জায়গাতে বসে লাইভ ফুটবল খেলা দেখে নিতে পারেন।

ওয়েবসাইট রয়েছে যেগুলোতে সরাসরি খেলা সম্প্রচার করা হয়। সেই ওয়েবসাইট থেকেও আপনারা চাইলে লাইভ ফুটবল খেলা দেখে নিতে পারবেন।দেখুন যদি আপনার নিকট একটি স্মার্ট ফোন কিংবা কম্পিউটার থাকে। তাহলে আপনি সরাসরি ফুটবল লাইভ দেখার ওয়েবসাইটের মাধ্যমে। সকল খেলা গুলো কোন প্রকার ঝামেলা ছাড়াই দেখতে পারবেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে, সরাসরি ফুটবল লাইভ দেখার ওয়েবসাইট গুলো কি। আর যারা এই বিষয় টি সম্পর্কে জানে না। তাদের উদ্দেশ্যেই এবার আমি বেশ কিছু ওয়েবসাইট নিয়ে কথা বলব। যে ওয়েবসাইট গুলোর সাহায্য খুব সহজেই সরাসরি ফুটবল লাইভ খেলা দেখা যায়।

লাইভ ফুটবল দেখার জন্য আপনার হাতে থাকা প্রথম বিকল্পগুলির মধ্যে একটি হল আপনার মোবাইলে টেলিভিশন চ্যানেল দেখার সাধারণ অ্যাপ্লিকেশন। তাদের সাথে আপনি সরাসরি সম্প্রচারিত বিষয়বস্তুর একটি বড় অংশ অ্যাক্সেস করতে পারেন। তবুও, সব খেলা খোলা হয় না এবং এমন কিছু থাকবে যা এত সহজে আমাদের নাগালের মধ্যে নেই। এখানে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যার সাহায্যে আপনি যখনই চান ফুটবল দেখতে পারেন।

সব খেলাই জনপ্রিয়, তবে ফুটবলের একটু বেশি সুবিধা। মাত্র ৯০ মিনিটের খেলা। এর মধ্যেই হার-জিত।কম সময়ে প্রবল উত্তেজনা সবাইকে আবিষ্ট করে রাখে। হকি খেলাও কম সময়ের, কিন্তু ফুটবলের আছে নানা বৈচিত্র্য। আপনি হেড করে, পায়ের সামনে-পেছনে, ডানে-বাঁয়ে, পিঠে, হাঁটুতে, মাঠে হঠাৎ শুয়ে-পড়ে ব্যাক শট, কত ভাবেই না খেলতে পারেন।প্রতি মুহূর্তে আপনার প্রিয় খেলোয়াড় নতুন কিছু কারুকার্য দেখাতে পারেন।এত বৈচিত্র্য অন্য খেলায় প্রায় নেই। সেজন্যই টেনিস, বাস্কেটবল, পিংপং প্রভৃতি খেলার তুলনায় ফুটবলের স্টেডিয়াম অনেক বড়। ক্রিকেট খেলাও কম জন প্রিয় নয়। তবে অনেক বেশি সময় নেয়। ফুটবলের মজা হলো মাত্র দেড় ঘণ্টায় এসপার-ওসপার হয়ে গেল। আরেকটি বড় ব্যাপার হলো, খেলার নিয়ম কানুন খুব সহজ।

ওয়ার্ল্ড কাপের সময় চারিদিকে ফুটবলপ্রেমীদের উত্তেজনা দেখলেই বুঝতে পারা যায় যে ফুটবলের জনপ্রিয়তা কতখানি। বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশ ভারত এই দেশগুলোতে ফুটবল খেলার সময় দেশের আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। যেমন চারিদিকে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার এবং পতাকা টাঙ্গানো হয়। প্রিয় টিমকে সাপোর্ট করতে সবার মনে উৎসবমুখর উত্তেজনার সৃষ্টি হয়। লাইভ ফুটবল খেলা দেখে সবাই অনেক আনন্দ উপভোগ করে।

আমরা চাইলে মোবাইল ফোন ব্যবহার করে লাইভ ফুটবল খেলা দেখে নিতে পারি। কিন্তু বড় টেলিভিশন পর্দায় পরিবারের সবার সঙ্গে বসে খেলা দেখার যে মজা সেটা কিন্তু মোবাইলে নেই।

Leave a Comment