নাম হল কোন ব্যক্তি বস্তু প্রাণীর আসলে পরিচয় গ্রহণ করে। কোন মানুষ প্রাণী অথবা কোন কিছুর নাম দিলে সেটি সম্পর্কে যদি সবাই অবগত থাকে তাহলে বিষয়টি বুঝতে পারে। আর এই জন্য সকলের উচিত যে একটি নাম দেওয়া। বিশেষ করে মানুষের নাম থাকবে কারণ মানুষ অনেক উন্নত প্রাণী। মানুষ একজন অপরজনের সঙ্গে পরিচয় হওয়ার জন্য এবং তার একটি আইডেন্টিটি রাখার জন্যই অবশ্যই প্রতিটি মানুষের বা প্রতিটি ব্যক্তির অবশ্যই নামের প্রয়োজন রয়েছে। নামবিহীন মানুষ এই পৃথিবীতে রয়েছে বলে মনে করা হয় না।
সৃষ্টির প্রথম দিকে হয়তো মানুষের এরকম নাম ছিল না বা নাম দেওয়ার প্রচলন ছিল না। তাহলে আপনারা চিন্তা করে দেখতে পারেন সেই সময়কার অসুবিধাটা। সেই অসুবিধা থেকেই মানুষ একজনের পরিচয় করানোর জন্য বা ডাকার জন্য তার একটি নাম ঠিক করে রাখা হয়। বর্তমান সময়ে এই নাম জন্মের পরেই দিয়ে দেওয়া হয়। বিশেষ করে বাবা-মা আত্মীয়-স্বজন শিশুর নাম দিয়ে থাকেন। পরবর্তী জীবনে সেই নামেই তিনি বা ঐ ব্যক্তি পরিচিত হন।
জ দিয়ে নাম
বর্গীয় জ অক্ষরটি অবশ্যই সুন্দর একটি অক্ষর। বাংলা বর্ণমালার জবর কেউ একটি ব্যঞ্জনবর্ণ হল বর্গীয় জ। জ অক্ষরটি নিজেই অনেকটা সুন্দর। আর এই সুন্দর অক্ষরটি দিয়ে যদি কারো নাম রাখা হয় তাহলে অবশ্যই সে নামটি অনেক সুন্দর হবে বলেই আশা করি। তাই আপনারা যারা আপনাদের সন্তানের বিশেষ করে কন্যা সন্তানের নাম বর্গীয় জ দিয়ে রাখতে চান তারা অবশ্যই অনেক সুন্দর সুন্দর নাম এই বর্গীয় জ অক্ষরটি দিয়ে রাখতে পারবেন। আর যদি আপনারা শিশুদের বিশেষ করে কন্যা শিশুদের নাম রাখার কথা চিন্তাভাবনা করেন তাহলে অবশ্যই বিভিন্ন আঙ্গিকে নাম রাখতে হয়।
তার মধ্যে রয়েছে নামটি ছোট দুই অক্ষরের হতে হবে। নাম ঠিক যেন ভালো একটি অর্থ থাকে এবং নামটি উচ্চারণে যেন শ্রুতি মধুর হয়ে থাকে। এসব দিক বিবেচনা করে যদি নাম রাখা যায় তাহলে নাম অবশ্যই অনেকটা সুন্দর হয়। আমরা এখন আমাদের এই পোস্ট থেকে দেখাবো যে বর্গীয় জ অক্ষরটি দিয়ে ইসলামিক মেয়েদের দুই অক্ষরের নামগুলো। এবং এই নামগুলোর অবশ্যই অর্থ দেওয়া থাকবে। তাহলে আমরা এখন বর্গীয় জ অক্ষরটি দিয়ে দুই অক্ষরের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইসলামিক মেয়েদের নাম গুলো দেখে নিই।
জ অক্ষর দিয়ে মেয়েদের ইসলামিক নাম
অনেক সুন্দর সুন্দর স্মৃতি মধুর এবং সুন্দর অর্থওয়ালা বর্গীয় জ অক্ষরটি দিয়ে নাম রয়েছে। এখন আমরা আপনাদের সামনে এই বর্গীয় জ অক্ষরটি দিয়ে দুই অক্ষরের অনেক নাম আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা সেই নামগুলি থেকে অবশ্যই আপনাদের কন্যা সন্তানের জন্য সুন্দর অর্থ দেখে একটি দুটি নাম অবশ্যই নির্বাচন করতে পারেন
প্রাথমিকভাবে। পরবর্তীতে আরো বিচার বিশ্লেষণ করে আপনার সন্তানের জন্য অর্থাৎ সদ্য যতো কন্যা সন্তানের জন্য এই নাম রেখে দিতে পারেন বলেই মনে করি। তাহলে চলুন আমরা এখন দেখব যে বর্গীয় জ অক্ষরটি দিয়ে দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম সমূহ এবং তাদের অর্থগুলো।
জহুরা নামটির বাংলা অর্থ হলো সাহায্যকারিণী ভাগ্যবতী। আবার জহুরুন্নিসা এই নামের অর্থ হল প্রকাশিত মহিলা,
জহেরা নামটির অর্থ জুয়েল; মণি, জাইকা। এ ধরনের আরো নামের তালিকা আমরা অর্থসহ তুলে ধরছি। আপনারা নাম গুলো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং অর্থগুলোও দেখবেন।
০১. জাদা – Jada (আরবি লেখা: جادة) নামের অর্থ: “উপহার, উপস্থাপন“।
০২. জবা – Jabaa (আরবি লেখা: جبا) নামের অর্থ: “পাতলা, ছিপছিপে, সরু“।
০৩. জান – Jaan (আরবি লেখা: جان) নামের অর্থ: “জীবন, আত্মা“।
০৪. জালা – Jala (আরবি লেখা: جعل) নামের অর্থ: “চকচকে, “আলোতে নিয়ে আসা“।
০৫. জানা – Jana (আরবি লেখা: جانا) নামের অর্থ: “ফসল“।
০৬. জান্না – Janna (আরবি লেখা: جنة) নামের অর্থ: “বাগান, স্বর্গ“।
০৭. জুনি – Juni (আরবি লেখা: جوني) নামের অর্থ: “প্রেমময়, প্রীতিজনক“।
০৮. জুরি – Juri (আরবি লেখা: جوري) নামের অর্থ: “দামেস্কের গোলাপ” (সিরিয়া)।
০৯. জুহি – Johi (আরবি লেখা: ) নামের অর্থ: ‘জুঁই“।
১০. জয়া – Joya (আরবি লেখা: جوية) নামের অর্থ: “অনুসন্ধানকারী বা অন্বেষী“।
১১. জাযিবা – Jazeba (আরবি লেখা: ) নামের অর্থ “আকর্ষণীয়“।
১২. জাবীন -Jabin (আরবি লেখা: ) নামের অর্থ “কপাল, ললাট“।
১৩. জাসীমা – Jasima (আরবি লেখা: ) নামের অর্থ “মোটা, বিরাটকায়“।
১৪. জালীলা – Jalila (আরবি লেখা: ) নামের অর্থ “মহতী“।
১৫. জামীলা – Jamila (আরবি লেখা: ) নামের অর্থ “সুন্দরী, রূপবতী“।
১৫. জান্নাত – Jannat (আরবি লেখা: ) নামের অর্থ “বেহেশত, স্বর্গ“।
১৬. জিবলা – Zibla নামের অর্থ “প্রকৃতি, নিসর্গ“।
১৭. জুমানা (Zumana) নামের অর্থ “মুক্তা, সাহাবীয়ার নাম”।
১৮. জামীমা – Zameema (আরবি লেখা: ) নামের অর্থ “এক ধরণের লতার নাম”।
১৯. জাহিয়া – Zahia (আরবি লেখা: ) নামের অর্থ “দৃশ্যমান“।
২০. জাফেরা – Zafera (আরবি লেখা: ) নামের অর্থ “সাহায্যকারিণী“।
২১. জামেরা – Zamera (আরবি লেখা: ) নামের অর্থ “কৃশকায়া, পাতলা“।
২২. জাইফা – Zayfa (আরবি লেখা: ) নামের অর্থ “অতিথিনী“।
২৩. জাহেকা – Zeheka (আরবি লেখা: ) নামের অর্থ “হাসিন“।
২৪. যারীয – Zarim (আরবি লেখা: ) নামের অর্থ “অগ্নিদগ্ধ, প্রেমিক“।
২৫. জাহিরা – Zahera (আরবি লেখা: ) নামের অর্থ “প্রকাশিত, প্রভাবশালী“।
২৬. জাবিয়া – Zabia (আরবি লেখা: ) নামের অর্থ “হরিণ“।
২৭. জরিফা – Zarifa (আরবি লেখা: ) নামের অর্থ “বুদ্ধিমতী, চালাক“।
২৮. জলীলা – Zalila (আরবি লেখা: ) নামের অর্থ “আশ্রয়স্থান, বৃক্ষে ঢাকা উদ্যান“।
২৯. জায়ীনা – Zayena (আরবি লেখা: ) নামের অর্থ “সাহায্যকারী“।
৩০. জফিরা – Zafira (আরবি লেখা: ) নামের অর্থ “উটের পিঠের ওপর“।
৩১. জিন্নাত – Zinnat (আরবি লেখা: ) নামের অর্থ “পাগলামী“।
৩২. জায়েল্লা – Jaella (আরবি লেখা: جالا) নামের অর্থ: “বিশিষ্ট; লক্ষণীয়“।
৩৩. জালীসা – Jaleesa (আরবি লেখা: ) নামের অর্থ “সাহায্যকারী, স্বজন“।
৩৪. জুনুন – Junun (আরবি লেখা: ) নামের অর্থ “বান্ধবী, সহকর্মী“।
৩৫. জাদিদা – Jadida (আরবি লেখা: جديدة) নামের অর্থ: “নতুন, তাজা“।
৩৬. জাবালা – Jabala (আরবি লেখা: جبلة) নামের অর্থ: “শক্তিশালী ভদ্রমহিলা“।
৩৭. জাবিরা – Jabira (আরবি লেখা: جابرة) নামের অর্থ: “সম্মতি, ইচ্ছুক“।
৩৮. জাহান – Janan (আরবি লেখা: جهان) নামের অর্থ: “বিশ্ব জগৎ বা পৃথিবী“।
৩৯. জাবরা – Jabraa (আরবি লেখা: جَبْراء) নামের অর্থ: “সংযোজনকারী“।
৪০. জাহান– Jahaan (আরবি লেখা: جهان) নামের অর্থ: “ভূমি, জমি বা স্থল“।
৪১. জাহদা – Jahdaa (আরবি লেখা: جَهْدَاء) নামের অর্থ: “প্রচেষ্টা, যে সংগ্রাম করে”।
৪২. জামিলা – Jamilaa (আরবি লেখা: جَمِيلَا) নামের অর্থ: “সুন্দর, রূপবতী“।
৪৩. জামলা – Jamlaa (আরবি লেখা: جَمْلَاء) নামের অর্থ: “সুন্দর“।
৪৪. জনিনা – Janina (আরবি লেখা: جنينة) নামের অর্থ: “বাগান“।
৪৫. জিদাহ – Jidah (আরবি লেখা: جِيدَة) নামের অর্থ: “উদারতা, নিঃস্বার্থতা“।
৪৬. জিনান – Jinan (আরবি লেখা: جِنَان) নামের অর্থ: “বাগান, বেহেশত“।
৪৭. জিনানি – Jinani (আরবি লেখা: جِنَاني ) নামের অর্থ: “স্বর্গীয়, জান্নাত থেকে”।
৪৮. জুমালা – Jumalaa (আরবি লেখা: جُمَلَاء) নামের অর্থ: “সুন্দর“।
৪৯. জাহিদা – Jahida (আরবি লেখা: جاهدا) নামের অর্থ: “যে অসহায়দের সাহায্য করে“।
৫০. জাইশা – Jaisha (আরবি লেখা: جيشا) নামের অর্থ: “পান ভোজনবিলাসী ব্যক্তি“।
দেখার পর আপনার সদ্য যত কন্যা সন্তানের নাম গুলো পছন্দ করে নিতে পারেন এখান থেকেই। তাই আপনারা যদি এ ধরনের আরো অন্য কিছু পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে এসে থাকেন তাহলে অবশ্যই সেগুলোও পাবেন বলে আশা করি। কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে সবসময় সবার আগে সব ধরনের তথ্যগুলো আপনাদের সামনে সবার আগে উপস্থিত করার।