মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি ও স্ট্যাটাস

আমাদের ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আমাদের ধর্মে পরিষ্কারভাবে এটা বলা হয়েছে যে মানুষ মৃত্যুবরণ করবে অর্থাৎ যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু আছে। এই পৃথিবীর জীবন হচ্ছে মায়ার জীবন এবং আল্লাহ তা’আলা এই পৃথিবীতে তাদের বান্দাদের পাঠিয়েছেন একটি পরীক্ষা নেওয়ার জন্য। মৃত্যুবরণ করার পরেও একটি জীবন আছে। যারা পৃথিবীর জীবনের পরীক্ষায় পাস করে যাবে তারা সেই জীবনে সুখে থাকবে আর যারা এই পরীক্ষায় ভুল করবে পাস করতে পারে না তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। মৃত্যু সম্পর্কে মানুষের মনে সঠিক তথ্য এবং পরকালের জীবনের ভয় জাগ্রত করার জন্য কোরআন এবং হাদিসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা উল্লেখ করা হয়েছে।

কোন কোন সময় মহান আল্লাহ তায়ালার বান্দাদের সতর্ক করার জন্য তিনি কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের জানিয়েছেন যে মৃত্যুর পরে কতটা ভয়ানক শাস্তি অপেক্ষা করছে যদি কিনা সে পৃথিবীর জীবনে ভালো কাজ না করে। পাশাপাশি মহান আল্লাহ তা’আলা আবার এটাও জানিয়েছেন যে যারা ভাল কাজ করবে তাদের জন্য এমন কিছু অপেক্ষা করছে যেটা কোন মানব কল্পনাও করতে পারে না। অর্থাৎ আপনি যেটা কল্পনা করেন সেই কল্পনার সীমানা অনেক বেশি অর্থাৎ আমাদের কাছে সেটা সীমানাহীন কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কল্পনারস সীমা আছে অর্থাৎ যে সীমা ছাড়িয়ে গেলে আমরা কোন কিছু কল্পনা করতে পারবো না তেমন কিছু অপেক্ষা করছে আমাদের জন্য।

মৃত্যুর পরবর্তী জীবন এবং মৃত্যু নিয়ে ইসলাম ধর্মে যে স্ট্যাটাস বা ইসলাম ধর্মে বিভিন্ন ধরনের হাদিস আছে সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা থাকছে এই প্রতিবেদনে। অবশ্যই আপনার আমাদের পাশে থাকবেন আশা করছি আপনারা আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই সংগ্রহ করতে পারবেন।

মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনে কি বলা আছে

“প্রত্যেক প্রাণই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি । আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে ।”
— সূরা আম্বিয়া, আয়াতঃ ৩৫

উপরে উল্লেখ করা আয়াত সম্পর্কে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মহান আল্লাহতালা এখানে আরও বুঝিয়েছেন যে এই পৃথিবীর জীবন হচ্ছে একটি পরীক্ষা এখানে তিনি আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় ফেলতে পারেন যেমন ভাল দিনের মাধ্যমে আমাদের পরীক্ষায় করতে পারেন এবং আমাদের খারাপ দিনে বিভিন্ন কষ্টে রেখেও পরীক্ষা করতে পারেন। আপনার পৃথিবীর জীবন যতটাই খারাপ যাক না কেন আপনাকে মনে রাখতে হবে যে আপনি মৃত্যুবরণ করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবেন যার কারণে কখনোই আপনার দ্বারা কোন খারাপ কাজ হবে না এটাই মূলত এই আয়াতের মাধ্যমে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারছি। যদিও এই আয়াতের গুরুত্ব ও ফজিলত একটা অনুচ্ছেদ অথবা এরকম 50 টা অনুচ্ছেদেও বলে শেষ করা যাবে না তাই আমরা এখানে সাধারণ ধারণা দিয়ে রাখছি মাত্র।

আল্লাহই তোমাদের জীবন দান করেছেন। তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন। তারপরও মানুষ অতি-অকৃতজ্ঞ ।”— সূরা হাজ্জ, আয়াতঃ ৬৬”

এখানেও খুব সুন্দর ভাবে উল্লেখ করা মানুষের মৃত্যু সম্পর্কে। মহান সৃষ্টিকর্তা যে আমাদের রব তিনি আমাদের জীবন দিয়েছেন এবং তিনি আমাদের মৃত্যু ঘটাবেন সেটা পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে। তিনি আমাদের রিজিকদাতা তিনি আমাদের পালনকর্তা এত কিছুর শর্তেও আমরা যদি তার কথা ভুলে যায় তাহলে কিভাবে হবে এই আয়াতের মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে। প্রত্যেকটা কোরআনের আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং সেটা মেনে চলার চেষ্টা করব যাতে করে আমরা মৃত্যুর পরবর্তী জীবনে ভালো থাকতে পারি। যারা মৃত্যুর ভয় মনে নিয়ে চলাচল করেন তারা সবসময় আল্লাহকে স্মরণ করেন এবং আল্লাহকে স্মরণ করা ব্যক্তি কখনোই কোন খারাপ কাজ করতে পারে না।

 

 

Leave a Comment