আমাদের সবার কাছেই কচুরিপানা বেশ পরিচিত। কচুরিপানা হল জলজ একটি উদ্ভিদ। এই জলজ উদ্ভিত্তি বদ্ধ জলাশয়ে জন্ম নেয় এবং জলে ভেসে বেড়ায়। তবে ভদ্র জলাশয়ে এরা থাকতে পারে এবং সেখানে বংশবিস্তার করে। কিন্তু কখনো কখনো দেখা যায় এই কচুরিপানাগুলো জলের স্রোতে ভেসে বেড়ায় বিভিন্ন এলাকায়। তবে নদী-নালা খাল বিল পুকুর ছোট
ছোট ডোবা এ সকল জায়গায় প্রচুর পরিমাণে কচুরিপানা হতে দেখা যায়। আজকে আমরা এই কচুরিপানা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। আপনারা জেনে নিতে পারবেন কচুরিপানার সকল বিষয় এবং দেখতে পাবেন কচুরিপানার ফুলের ছবি। কচুরিপানার ফুল এক অবর্ণনীয় সৌন্দর্য। যখন এক জায়গায় থাকা ভদ্র জলাশয় অনেক কচুরিপানার ফুল একসঙ্গে ফুটে তখন সেই এলাকার সৌন্দর্য অনেক বেশি হয় ভালো লাগে।
তাই আপনারা যেহেতু আজকে কচুরিপানা ফুলের ছবি আমাদের এখানে দেখতে এসেছেন আমরাও আপনাদেরকে সুন্দর কচুরিপানার ফুলের ছবি এখান থেকেই উপভোগ করাবো। আপনারা একথা আগেই জেনেছেন যে, কচুরিপানা জলজ উদ্ভি। এই উদ্ভিদের ইংরেজি নাম হলো water hyacinths। এবং এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম:Eichhornia crassipes । এ জলজ উদ্ভিদের সাতটি প্রজাতি আছে এবং এরা মিলে আয় করনীয় ঘনটি গঠন করেছে। আমাদের দেশে প্রচুর পরিমাণে এই কচুরিপানা দেখতে পাওয়া গেলেও আসলে এই কচুরিপানা উদ্ভিদের আসল নিবাস বা আদি নিবাস হলো দক্ষিণ আমেরিকা।
এই উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এরা মুক্তভাবে ভাসমান অবস্থায় থাকা বহুবর্ষজীবী একটি জলজ উদ্ভিদ। এদের পাতা বেশ পুরু হয়ে থাকে এবং ভাষার জন্য অর্থাৎ জলের ওপর ভেসে থাকার জন্য তাদের কিছু স্ফিত মোটা ডাটা রয়েছে। এবং এর মধ্যে বায়ু থাকে বায় পূর্ণ থাকার কারণে এরা জলের উপর ভাসতে পারে। এর ফুল আকর্ষণীয় অঙ্গের অর্থাৎ সাদা বেগুনি রংয়ের হয়ে থাকে। একটি পুষ্পবৃন্দ থেকে 8 থেকে 15 টি আকর্ষণীয় ছয়টি পাপড়ি বিশিষ্ট ফুলের থোকা তৈরি হয়। এই ফুলগুলো দেখতে অনেক আকর্ষণীয় হয়ে থাকে।
বিশেষ করে শরৎকালে এবং বসন্তকালে এই ফুল প্রচুর পরিমাণে ফুটে থাকে। তবে কচুরিপানার ফুল বছরের অন্যান্য সময় দুই একটা করে দেখা যেতে পারে বা দেখা যায়। বর্ষার সময় যখন চারিদিকে জলে ভরে যায় তখন এই কচুরিপানাগুলো সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ে জলের স্রোতে। তারপর যখন বর্ষা নেমে যায় তখন বিভিন্ন ডুবাই এই কচুরিপানাগুলো স্থান পায়। তখন এখানে এক জায়গায় গোত্র সরকারি বংশবিস্তার হয় এবং এই ফুলগুলো কাজগুলো একেবারে সুন্দর হয়ে থাকে।
অর্থাৎ তখন আর তারা ভেসে বেড়াতে পারে না এক জায়গায় মোটামুটি ভাবে স্থিত হয় তখন তারা জল কমে যাওয়ার কারণে অনেক সময় মাটিতে উপরে যায়। শেকড় গুলো মাটিতে আটকে যায় তখন সুন্দর চেহারার বা অতি সুন্দর দেখতে হয় সবুজ রঙের মোটা পুরো পাতাগুলো। কিছুদিনের মধ্যেই ওই এলাকাটি অর্থাৎ সমস্ত কচুরিপানার গাছেই দেখা যায় একটি করে ফুল ফুটেছে। যখন এই গাছগুলোতে অর্থাৎ কচুরিপানার সমস্ত গাছগুলোতে ফুলে সরে যায় তখন সেই এলাকাটি একেবারে অন্যরকম ভাবে প্রদর্শিত হয় আমাদের কাছে।
তাই আপনারা যারা আজকে আমাদের এখান থেকে কচুরিপানার ফুল দেখার জন্য এসেছেন আপনারা অবশ্যই এখন কচুরিপানার ফুল গুলো দেখে নিবেন। আমরা জানি প্রকৃতির সকল ফুলগুলো অত্যন্ত সুন্দর হয়ে থাকে। তারপরেও কচুরিপানার গন্ধহীন ফুলগুলো একসঙ্গে দেখতে বড়ই মজার হয়ে থাকে। আকর্ষণ করে মানুষকে অন্যান্য কীটপতঙ্গ পশুপাখিকে। তাহলে এখন আপনারা আমাদের এখান থেকে দেওয়া কচুরিপানা ছবিগুলো দেখতে থাকেন মনোযোগ
সহকারে। আর যদি আপনার এই ফুলগুলো নিতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কচুরিপানার ফুল গুলোর ছবি আপনারা ডাউনলোড করেন নিয়ে নিতে পারবেন। আর যদি সোনার ফুলের ছবিগুলো ডাউনলোড করে নিতে চান তাহলে কোন ধরনের অসুবিধা আপনাদের হবে না। কারণ আমাদের এখান থেকে যে কোন তথ্য ছবি আপনারা ডাউনলোড করে নিতে পারেন অনায়াসেই। তাই এ ধরনের যেকোন তথ্য পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন বলে আমরা আশা করি।