আমরা আমাদের সমাজে অনেক ধরনের মেয়ে দেখি। সেই মেয়েগুলো হতে পারে আমাদের বোন ভগ্নি অথবা কখনো কখনো কারোর মা অথবা স্ত্রী। তাই বলা যায় যে একজন মেয়ে আসলে এদিক থেকে দেখলেই অনেকগুলো ছবি তার মধ্যে ধরা পড়ে। একজন মেয়ে কোন বাবার কন্যা একজন মেয়ে কোন ভাইয়ের বোন একজন মেয়ে কোন স্বামীর স্ত্রী একজন মেয়ে কোন সন্তানের মা আবার একজন মেয়ে কোন সন্তানের দাদী অথবা নানী হতে পারে।
তাই একজন মেয়ের অনেকগুলো ছবি আমরা এখানে দেখতে পাই। আপনারাও আমাদের এখানে দেখতে এসেছেন একজন মেয়ের অনেকগুলো ছবি। তাই আমরাও অনেকখানি রাগ ঢাক না রেখেই আপনাদেরকে প্রথমেই বলে দিতে পারলাম যে একজন মেয়ের অনেকগুলো ছবি হতে পারে এবং সেই ছবিগুলো কি কি হতে পারে সেই সম্পর্কেও আপনাদেরকে ধারণা দিলাম বা দিতে পারলাম।
আরো বিস্তারিতভাবে জানতে হলে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখে নিলেই বুঝে নিতে পারবেন যে একজন মেয়ের বিভিন্ন ধরনের ছবি কেমন হতে পারে। একজন মেয়ে সমাজে অবশ্যই গুরুত্ব পূর্ণ। কারণ হলো একজন মেয়ে বা মেয়েরা সমাজের অর্ধেক। আর অর্ধেক জনগোষ্ঠী অবশ্যই যদি পরিপূর্ণ না হয়ে ওঠে তাহলে কখনোই সেই জাতি সমাজকে ভালো রাখা যায় না উন্নত করা যায় না। তাই অবশ্যই একজন মেয়েকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সমাজের সংসারের দেশের
হাল ধরতে হয়। একজন মেয়ে সব সময় ঘরে অনেক পরিমান পরিশ্রম করে থাকে। আমার একজন মেয়ে চাকরি ক্ষেত্রে গিয়েও অনেক ধরনের পরিশ্রম করে আবার মেয়েরাই পরবর্তী প্রজন্মকে ধারণ করে থাকে। পরবর্তী প্রজন্মকে মাতৃস্নেহে তারাই গড়ে তোলে। এজন্য মেয়েদের ছবি আসলে দেখতে হলে মায়ের ছবি মনে পড়ে যায়। একজন মেয়ের অনেকগুলো ছবির মধ্যে সবচাইতে আলোড়ন তোলা এবং মায়া ভরা সেই মায়ের ছবি সকলের মধ্যেই মনে পড়া উচিত মনে রাখা উচিত।
একজন মেয়ে সব সময় জাতিকে দেশকে সমাজকে পরিবারকে উন্নতির স্বর্ণশে করে তুলে ধরতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একজন মেয়ে একটি সংসারকে একটি সমাজকে একেবারে অতল গহ্ব করে তলিয়েও দিতে পারে। এ ধরনের একজন মেয়ের আলাদা আলাদা ছবি। অর্থাৎ একজন কন্যা সন্তান বাবার কাছে কত রকমের আদরের হতে পারে। একজন কন্যা যখন ভূমিষ্ঠ হয় তখন তার বাবার কাছে আসলে সেই কন্যা সাত রাজার ধন হিসেবে বিবেচিত হয়ে থাকে। অনেক আদর যত্ন করে সেই মেয়েকে বড় করে একজন সৎপাত্রের হাতে কন্যাদান করে থাকেন।
তারপর সেই কন্যাই অর্থাৎ সেই মেয়েই স্বামীর ঘরে অন্যকে পরকে আপন করে নেয়। নিজের আত্মীয়-স্বজন বাবা মা ভাই বোন ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে অন্য বংশের সকল মানুষজনকে আত্মীয়-স্বজনকে আপন করে নেয়। এ যেন একজন মেয়ের আরেকটি নতুন ছবি। এতদিন যে মেয়ে ছিল বাবার একমাত্র রাজকন্যা সেই মেয়ে গিয়ে অন্যের বাড়িতে অন্য বাড়ির বউ অথবা ঘরের লক্ষী হিসেবে দেখা হয় কখনো কখনো। কিন্তু আমার ভাগ্য খারাপ হলে সেই মেয়েই হয়ে ওঠে সেই বাড়ির দাসী বান্দিতে।
কিন্তু তারপর আবার সেই মেয়ে যখন সন্তান প্রসব করে তখন হয়ে ওঠে কারণ আশ্রয়স্থল। অর্থাৎ জগতের সবকিছুর বিনিময়েও সেই সন্তান তার সেই মাকে অর্থাৎ ওই মেয়েকে চায়। কারণ আশা ভরসা সকল জায়গা পৃথিবীর সর্ব সুখ থেকে বঞ্চিত হলেও মায়ের কোল থেকে বঞ্চিত হতে চায় না কোন সন্তান। তাই আপনারা বলতে পারেন এটি মেয়ের আরেকটি ছবি। আপন বৃদ্ধ বয়সে আবার সেই মেয়েই হয়ে যাচ্ছে কারো দাদী অথবা নানী।
এটিও মেয়ের আরেকটি ছবি। তাই দেখা যায় যে একটি মেয়ের বিভিন্ন সময়কার বিভিন্ন ধরনের ছবি আমরা আমাদের সমাজে দেখতে পাই। আপনারাও দেখে নিতে পারেন এই ছবিগুলো। অর্থাৎ একটি মেয়ের অনেকগুলো ছবি। এ ধরনের যেকোন তথ্য অথবা ছবি অথবা অন্য বিষয় যেগুলো দৈনন্দিন জীবনে প্রয়োজন হতে পারে সেগুলি দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করতে পারেন।