আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি। কিন্তু অধিকাংশ লোকই নয় থেকে 10000 টাকার মধ্যে স্মার্ট ফোন কিনতে চাই। কারণ ৩০ হাজার টাকা, ৫০ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কেনার সামর্থ্য সবার থাকে না। অনেকে আছে যারা মোবাইলের জন্য এত টাকা ব্যয় করতে চান না। বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ কম দামে স্মার্টফোন ব্যবহার করে। আপনিও যদি একটি স্মার্ট ফোন কিনতে চান তাহলে খুব সহজেই নয় থেকে 10 হাজার টাকার মধ্যে একটি স্মার্ট ফোন পেয়ে যাবেন।
আজকে আমরা আমাদের এই আর্টিকেলের মধ্যে আপনাকে সকল ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব যে, ৯০০০ টাকা যদি আপনার বাজেট হয় তাহলে আপনি নয় হাজার টাকার মধ্যে কি ধরনের স্মার্ট ফোন পেতে পারেন। কম দামে স্মার্টফোনে যেসব ফেসিলিটিস রয়েছে সেগুলো একই ফ্যাসিলিটিক্স বেশি দামে মোবাইলেতে রয়েছে। কিন্তু অবশ্যই বেশি দামে স্মার্টফোনগুলো ভালো হবে। কিন্তু কম দামেও একটি স্মার্ট ফোন কেনা সম্ভব।একটি স্মার্টফোন থাকলেই পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে! ইন্টারনেট ব্যবহারের সুবিধা বাড়ায় স্মার্টফোন এখন সবার হাতে হাতে। এ সময় স্মার্টফোন না থাকলে নিজেকে ব্যাকডেটেডও মনে হতে পারে!
তবে যাই হোক, প্রয়োজনের খাতিরেই কিন্তু এখন সবাই স্মার্টফোন ব্যবহার করেন। একটা সময় ছিল, যখন মানুষ শুধু কথা বলার জন্যই মোবাইল ফোন ব্যবহার করত। এখন এ ধারণা বদলে গেছে। স্মার্টফোন দিয়ে শুধু কথা নয়, বলতে গেলে প্রায় সব কাজই করা যায়! তবে সাধ্যের মধ্যে হলে তবেই তো স্মার্টফোনটি কিনবেন, তাই না? অনেক সময় বাজেটের কারণে ভালো ফিচারের স্মার্টফোনটি হাত ছাড়া করতে হয়।
তাই প্রথমে নিজের বাজেট জেনে তার মধ্যে ভালো ফিচারের ফোনটি খুঁজে নিতে হবে। তেমনই কয়েকটি স্মার্টফোন সম্পর্কে জেনে নিন, যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ৯ হাজার টাকার মধ্যে-
ওয়ালটন প্রিমো জিএইচ-৯
কম বাজেটের মধ্যে আরও একটি ভালো স্মার্টফোন ওয়ালটন প্রিমো জিএইচ-৯। ফোনটিতে রয়েছে ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে, যার রেজুলেশন ১৫৬০*৭২০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১০ আপারেটিং সিস্টেমের ফোনটিতে থাকছে ১.৮ গিগাহার্টজ কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও এ-২০ চিপসেট।
এতে জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার ভিআর (জিই৮৩০০)। জেনে নিন ওয়ালটন প্রিমো জিএইচ-৯ এর স্পেসিফিকেশন-
* ৬.১ ইঞ্চি এইচডি+ডিসপ্লে* ১.৮ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও এ-২০ চিপসেট* ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ভী ইন্টারনাল স্টোরেজ* অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম* ৫ এমপি ফ্রন্ট এবং ১৩+০.৩ এমপি রিয়ার ক্যামেরা* ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি* মূল্য- ৬, ৭৯৯ টাকা।
ওয়ালটন, ভিভো ,আইটেল, রেডমি ,হওয়ায়, realme ইত্যাদি ফোনগুলো ৮ হাজার টাকা থেকে শুরু হয়েছে। চাইলে এই ব্যান্ডের ফোনগুলো কিনতে পারেন। এবার চলুন দেখে নিন নয় হাজার টাকার মধ্যে আরো কিছু ফোনের বিস্তারিত তথ্য।
আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব বাজারে কোন কোন স্মার্টফোনগুলো কম দামের মডেল ইনভেন্ট করেছে। কোন কোন ব্র্যান্ডের ফোন ৯০০০ টাকা থেকে শুরু হয় সেগুলো দেখে নিন।
আইটেল ভিশন
এ ফোনটি আপনারা কিনতে পারবেন মাত্র ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যেই। বাজেট যদি কম হয়, সেইসঙ্গে ভালো ফিচারের ফোনটি যদি কিনতে চান তাহলে কিনে ফেলুন আইটেল ভিশন-১।
* ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ* অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম* ৫ এমপি ফ্রন্ট এবং ৮+০.৩ এমপি রিয়ার ক্যামেরা* ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি* অটিজি, ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক ফিচার* মূল্য- ৬, ৯৯০ টাকা।
হুয়াওয়ে ওয়াই-৬
কম বাজেটের স্মার্টফোনের তালিকায় রয়েছে হুয়াওয়ের ফোনও। হুয়াওয়ে ওয়াই-৬ ফোনটি পেয়ে যাবেন মাত্র ৮ হাজার টাকায়। জেনে নিন এ ফোনটির স্পেসিফিকেশন-
মূল্য- ৮,০০০ টাকা।
রিয়েলমি সি-১১
কম বাজেটের অন্যতম একটি ফোন রিয়েলমি সি১১।
* ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি* মূল্য- ৮,৯৯০ টাকা।
এই সকল ব্যান্ডের ফোন আপনি কিনতে পারেন 9000 টাকার মধ্যে। আপনি যদি কম বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চান তাহলে আমাদের আর্টিকেলে উল্লেখিত ফোন গুলোর মধ্যে যেকোনো একটি কিনে ফেলতে পারেন।