বর্তমানে সোনার দাম দিন দিন বেড়েই চলেছে। আগে সোনা ভরি দিয়ে পরিমাপ করা হতো। কিন্তু এখন বড় বড় জুয়েলারি সবগুলোতে গ্রাম হিসেবে পরিমাপ করা হয়। আমরা অধিকাংশ মানুষ কিন্তু স্বর্ণের এই গ্রামের পরিমাপ সম্পর্কে একদম জানিনা । তাই আমরা যখন সোনা কিনতে বা ভেস্তে যাব তখন কিন্তু আমাদের আগেকার সেই ভরি আনার পরিমাপ হিসাব করলে চলবে না। গ্রামের এই হিসাবকে কিন্তু আমাদের নিশ্চয় জেনে নিতে হবে। নইলে আমরা প্রতারণার শিকার হতে পারি। সবচেয়ে মূল্যবান ধাতু স্বর্ণের ব্যবসায় কিন্তু অনেক দুর্নীতি থাকে। বর্তমানে সোনার ব্যবসায়ীরা অনেক লাভবান। সোনার গয়না বানানো বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। কারণ যে কোন সময় আপনি ঠকে যেতে পারবেন কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না।
সেজন্য আধুনিক এই বিশ্বে আপনি নিজে সতর্ক হোন। সব তথ্য জেনে সতর্কভাবে সোনার গয়না বানানোর চিন্তাভাবনা করুন। আপনার হাতের মোবাইল ফোনটি ব্যবহার করে আপনি এই সকল তথ্য বের করে নিতে পারবেন খুব সহজে। আজকে আমরা এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের সাথে স্বর্ণের পরিমাপ সম্পর্কে অনেক আলোচনা করব। গ্রাম হিসাবে স্বর্ণের পরিমাপটি আপনাদের পরিষ্কার বুঝিয়ে দেব। তাই মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ এই আলোচনাটি আপনাদের ফলো করার অনুরোধ রইলো।
সঠিক পরিমাপ জেনে তারপর জুয়েলার্সে যাবেন। আপনি যদি সচেতন হন তাহলে আপনি কোনদিনও ঠকবেন না।
অনেকে রয়েছেন যারা এক আনা সমান কত গ্রাম সেটি সম্পর্কে জানেন না। তবে, তারা এই বিষয়টি সম্পর্কে জানতে অনলাইনে সার্চ করে থাকেন। যারা জানেন না তাদের জন্য বলছি, ১ আনা সমান ০.৭২৯ গ্রাম।বিভিন্ন বিয়ে, অনুষ্ঠানে স্বর্ণের প্রয়োজন হয় । তাই স্বর্ণের দাম জানা আপনাদের জন্য খুবই জরুরী । আপনারা জানেন যে , বিশ্ব বাজারে স্বর্ণের দাম এর উপর অভ্যন্তরীণ বাজারগুলোতেও স্বর্ণের দাম পরিবর্তন হয়।
তাই আজকে আমরা এর মাধ্যমে 22, 21 এবং 18 ক্যারেটের স্বর্ণের দাম কত সে সম্পর্কে জানব। বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সর্বশেষ ২০২৩ সালে স্বর্ণের দাম কত সামনে জানাবো। আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন। এবং স্বর্ণের দাম কত সেটা জেনে নিবেন। আমরা হয়তো অনেকেই স্বর্ণের মাপ সম্পর্কে তেমন ভাল জানিনা বা বুঝিনা। কিন্তু আমরা সচরাচর শুনে থাকি এক ভরি, এক রতি ও এক আনা সহ অনন্য মাপের কথা। আজকে আমরা স্বর্ণের দাম জানার আগে জেনে নিব স্বর্ণের মাপ সম্পর্কে।
মেয়েরা সবাই সোনার গয়না পছন্দ করে। কিন্তু এই সোনার পরিমাপ সম্পর্কে মেয়েরা কি জানে। সোনার বাজারের বেশিরভাগ ক্রেতারা কিন্তু মেয়েরা। তাই সব মেয়েদের কিন্তু জানা উচিত স্বর্ণের পরিমাপ সম্পর্কে। আগে ভরি এবং আনাতে স্বর্ণের পরিমাপ করা হতো। কিন্তু এখন গ্রাম হিসাবে স্বর্ণের পরিমাপ করা হয়। তাই কত গ্রামে এক ভরি সোনা সেটা আমাদের জানতে হবে। সোনার সঠিক ওজন এবং সঠিক দাম যদি না জানেন তাহলে কিন্তু যে কোন সময় প্রতারণার শিকার হতে পারেন। তাই আধুনিক যুগে যেকোনো তথ্য গুগল থেকে জেনে নিন। সব সময় সতর্ক এবং সাবধান থাকুন।
৬ রতি = ১ আনা
১৬ আনা = ১ ভরি
১ ভরি = ১১ দশমিক ৬৬ গ্রাম প্রায়
তাহলে বন্ধুরা আমরা জানলাম ছয় রতি স্বর্ণ সমান এক আনা, ষোল আনা সমান হচ্ছে এক ভরি । এবং এক ভরি স্বর্ণ সমান হচ্ছে 11.66 গ্রাম প্রায়। এবং 1 কেজি স্বর্ণ সমান 85 দশমিক 73 ভরি। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাক।
আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বর্তমান বাজারমূল্য অনুযায়ী 22 ক্যারেট স্বর্ণের দাম কত । আজকে আমরা এর মাধ্যমে সকল তথ্য উপস্থাপন করব । ২২ ক্যারেট ১ আনা স্বর্ণের দাম ৫৬৯৩ টাকা।দুই আনা স্বর্ণের দাম ১১ হাজার ২৯৩ টাকা। এবং ২১ ক্যারেট স্বর্ণের দাম ৫৪৩৮ টাকা এবং দুই আনা স্বর্ণের দাম ১০৮৩৮ টাকা। ১৮ ক্যারেট ১ আনা স্বর্ণের দাম ৪৬৬১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি। সোনার এই বাড়তি দামে আমাদের সবাইকে স্বর্ণের বাজার সম্পর্কে যাবতীয় তথ্য জানা প্রয়োজন।