বর্তমান সময়ে বাংলাদেশে এক টাকার নোট খুব একটা দেখা যায় না। একটা সময় ছিল যখন এক টাকা দিয়ে অনেক কিছু কেনা যেত। এক টাকার মূল্য এখন অনেকটা কমে গেছে, বর্তমান সময়ে এক টাকায় একটি চকলেট কেনাও বেশ কঠিন কাজ। যদিও এখন এক টাকার কয়েন অনেক বেশি দেখা যায় কিন্তু এক টাকার নোট খুব একটা বেশি কারো কাছে দেখা যায় না। এমনটা নয় যে পূর্বে এক টাকার নোট অনেক বেশি ছিল, অতীতেও এক টাকার নোট খুব একটা বেশি দেখা যায়নি তবে স্বল্প পরিমাণে অনেকের হাতে দেখা গিয়েছে।
এক টাকার কয়েন যেমন অ্যাভেইলেবল, এক টাকার নোট ঠিক ততটা নয়। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি শেষ বার কবে এক টাকার নোট দেখেছেন তাহলে হয়তো সঠিকভাবে বলতে পারবেন না। আবার হয়তো দেখেও থাকতে পারেন কারণ এক টাকার নোট যে দেখা যায় না এমনটা নয়। আপনি যদি এক টাকার নোট দেখে থাকেন তাহলে খুবই ভালো আর যদি এক টাকার নোট না দেখে থাকেন তাহলে অনেক বুদ্ধিমানের কাজ করেছেন এই পোস্টটি ভিজিট করতে এসে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এক টাকার নোটের সাথে এই পোস্টে ভিজিট করা সম্পর্ক কি। এই প্রশ্নের উত্তর আপনিও খুব ভালোভাবে জানেন তবে হয়তো বিশ্বাস করতে পারছেন না যে এখন এক টাকার নোট দেখতে পাবেন।
এক টাকার নোট দেখতে না পেলেও আপনি যেন এক টাকার নোটের ছবি দেখতে পান সে ব্যবস্থা আমরা করব। এখনকার সময়ে ইন্টারনেটের মাধ্যমে অনেক অসম্ভবকেই সম্ভব করা যায়। তাই আপনি যদি ভেবে থাকেন কখনোই এক টাকার নোট দেখতে পাবেন না তাহলে হয়তো এখন আপনার ভুল ভেঙ্গে যাবে এবং আপনার সামনে একটি চকচকে এক টাকার নোট
চলে আসবে। আসলে এক টাকার নোট নয়, এক টাকার নোটের ছবি চলে আসবে। এই পোস্টে আমরা এক টাকার নোটের ছবি ছাড়াও এক টাকার নোট সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। এক টাকার নোটের বিশেষত্ব কি, এটি কেন সহজলভ্য নয় এবং এটির কি কি বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়ে কথাবার্তা বলা হবে পোস্টের বাকি অংশে।
বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে এবং ১৯৭২ সাল থেকে দেশের সব রকম রাষ্ট্রীয় কার্যক্রম শুরু হয়েছে। সেই ১৯৭২ সাল থেকে বাংলাদেশে নতুন মুদ্রার প্রচলন শুরু হয়েছে। এক টাকার নোট ও যাত্রা শুরু করে ১৯৭২ সাল থেকে। ১৯৭২ সালে হয়তো এক টাকার নোটের অনেক দাম ছিল কারণ তখন এক টাকায় অনেক কিছু পাওয়া যেত। এখনকার সময়ে এক টাকার নোট প্রায় মূল্যহীন বলা যায় কারণ এটি আর কেউ কেনাবেচা ব্যবহার করে না বরং শোকেসে সাজিয়ে রাখে।
এ কথাটি যদি আপনার পছন্দ না হয় তাহলে হয়তো কিছুদিন পরেই কোন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আপনি এক টাকার নোট দেখতে পাবেন সুন্দরভাবে সাজানো অথবা কোন বড় ভাইয়ের অফিসে গিয়ে টেবিলের কাঁচের নিচে এক টাকার নোট দেখতে পাবেন। অনেকে আবার মানিব্যাগে এক টাকার নোট খুব যত্ন করে রেখে দেয়। অবশ্য এ কাজটিকে আমরাও এপ্রিসিয়েট করছি কারণ যেহেতু এক টাকার নোট বিলুপ্ত প্রায় তাই এটিকে যত্ন করে রেখে দিলে আমরা আরো অনেক দিন দেখতে পাবো।
বাংলাদেশের ইতিহাসের সাথে খুব ভালোভাবে জড়িয়ে আছে এক টাকার নোট। এক টাকার নোট যতদিন থাকবে ততদিন আমাদের বাংলাদেশ সৃষ্টির কথাগুলো মনে পড়বে। এক টাকার নোটের উপর এমন কিছু চিত্র দেওয়া আছে যা দেখলে আমরা বাংলাদেশের সংস্কৃতি সম্বন্ধে একটি হলেও ধারণাপ পাব। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না কারণ এক টাকার নোটে ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন এটির বৈশিষ্ট্য কি কি। হয়তো এক সময় আপনার হাতেও একটি এক টাকার নোট আসলে যত্ন করে রেখে দেবেন, আপনার কাছে থেকে যাবে বছরের পর বছর।