মন ভালো করার কবিতা

আপনি কি কবিতা পড়তে খুব ভালোবাসেন বা কবিতা আপনার অনেক বেশি পছন্দ? বিভিন্ন বিষয় নিয়ে কবিতা পড়তে আপনার খুব ভালো লাগে, এজন্য আপনি বিভিন্ন বিষয় নিয়ে কবিতা সার্চ করেন বা কবিতা পড়তে চান? তাহলে আপনি আমাদের ওয়েবসাইটটি দেখতে পারেন এবং আমাদের ওয়েবসাইটের আর্টিকেলগুলো দেখতে পারেন। কারণ আমাদের ওয়েবসাইটের বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সুন্দর সুন্দর কবিতা তুলে ধরা হয় বা উপস্থাপন করার চেষ্টা করা হয়। তাই আপনি যদি বিভিন্ন বিষয়ে কবিতা পড়তে চান বা বিভিন্ন বিষয়ে কবিতা সংগ্রহ করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটের আর্টিকেলগুলো আপনার অনেক ভালো লাগবে বলে আশা করছি। এখান থেকে আপনি অনেক বিষয়ে সুন্দর সুন্দর কবিতা সংগ্রহ করে দিতে পারবেন খুব সহজেই।

তবে আমাদের আজকের এই আর্টিকেলটিতে মন ভালো করার জন্য বিভিন্ন ধরনের কবিতা উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনার যদি কোন কারনে মন খারাপ থাকে তাহলে আপনি এই কবিতা গুলো পড়ার মাধ্যমে মন ভালো হয়ে যাবে বলে আশা করছি। যদি কোনো ব্যক্তির কোনো কারণে মন খারাপ থাকে তাহলে সেই ব্যক্তি বিভিন্ন ধরনের আচরণ করতে থাকে এবং সে কোন কাজই শান্তি মতো করতে পারেনা। আবার কোনো কাজেই সে মনোযোগ দিয়ে করতে পারে না। কারণ তার মন খারাপের সময় বিভিন্ন কাজ করতে গেলে সে মন খারাপের বিষয়টি বারবার মনে হতে থাকে এবং সেই কাজে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। তাই যেকোনো কাজ করতে হলে অবশ্যই মনকে ভালো রাখতে হবে বা মনকে ভালো রাখার দিকে নজর দিতে হবে।

অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে আমাদের মন খারাপ থাকে। আর আমরা অন্যান্য কাজ করতে গেলে সেই কাজটি ঠিকভাবে করতে পারি না এবং সেই কাজটি কেন ঠিকভাবে করতে পারি না তা বুঝতে পারিনা। কারণ আমাদের মন খারাপের সময় কোন কাজই সঠিকভাবে করা সম্ভব হয় না। মন খারাপ হলে মন ভালো করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা যেতে পারে। যেমন মন খারাপ থাকলে বিভিন্ন মুভি দেখা যেতে পারে। মুভি দেখলে অনেক সময় মন ভালো হয়ে যায় বা বিভিন্ন পছন্দের গান শোনা যেতে পারে। পছন্দের গান শুনলেও মন ভালো হয়ে যায়। তবে যেই ব্যক্তি যা পছন্দ করে সেই কাজ করা উচিত। যেমন অনেকে দেখা যায় যে ঘুরতে বা বেড়াতে অনেক বেশি পছন্দ করে। তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো প্রয়োজন।

তাহলে দেখা যাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর মাধ্যমে তাদের মন ভালো হয়ে যেতে পারে। তাই যাদের ঘুরতে খুব ভালো লাগে বা বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ভালো লাগে তারা মন খারাপ হলে তাদের পছন্দের জায়গায় ভ্রমণ করতে পারে। আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন বিষয়ে কবিতা পড়তে অনেক বেশি পছন্দ করে। তাই আপনার যদি কবিতা পড়তে অনেক বেশি ভালো লাগে বা আপনিও যদি কবিতা পড়তে খুব পছন্দ করেন, তাহলে আপনার মন খারাপ হলে আপনি বিভিন্ন ধরনের কবিতা পড়তে পারেন। তাহলে আশা করি আপনার মন ভালো হয়ে যাবে। কারণ বিভিন্ন কবিতা পড়ার মাধ্যমে বিস্তারিত জানা যায়। তাছাড়া সে কবিতাগুলোর অর্থ বোঝার মাধ্যমে অনেক সময় মন ভালো হয়ে যেতে পারে।

সকাল বেলা বিদায় ক্ষনে বউটি আমায় বলে,
আজকে তুমি একটু আগে বাসায় এসো চলে ।

জিজ্ঞেস করি ব্যাপারটা কি বায়না কেন এমন,
বউটি বলে আসো আগে তুমি যেন কেমন ?

অফিস শেষে ২টা বিশে ফিরে আসি বাসায়,
মিষ্টি বউয়ের বিশেষ চমক চোখে দেখার আশায় ।

নানান রকম তরকারীতে খাবার টেবিল ঠাসা,
নতুন বউয়ের কান্ড দেখে হারিয়ে ফেলি ভাষা ।

ভাল- ভাল খাবার দেখে করিনাকো লেট,
জলদি করে টেবিলে এসে টেনে নিলাম প্লেট ।

হঠাৎ দেখি বউটি আমার মাথায় দিয়ে হাত,
আস্তে বলে “একটু বসো রাধিনি যে ভাত ।

অপেক্ষাতে সময় কাটে মিনিট বিশেক হলো,
রাইস কুকারে রান্না ভাত বউটি নিয়ে এলো ।

খুশী মনে দুজন মিলে করি খাওয়া শেষ,
ভাতের কথা পড়তে মনেই চলে হাসির রেশ ।

মনের মত কবিতা 

 

তুমি কতো ভালোবাস
তাইতো তোমার এত অভিমান
আমি অবুঝ ব্যস্ততায় সারাবেলা
আমার ভালোবাসা খুবই ম্লান।

তুমি কতো প্রতীক্ষায় থাকো
মোবাইল রিংটোন বাজবে কখন
আমার কর্মব্যস্ত অসহায় জীবন
ব্যর্থ করে তোমায় প্রতীক্ষা সারাক্ষণ।

তুমি আমি দুইদিকে বহুদূরে
তবু ভালোবাসা ক্ত অমলিন
তুমি শতভাগ আমি কিঞ্চিত
তবু প্রতীক্ষা কাছাকাছি ক্লান্তিহীন।

তুমি আমি দুটি প্রাণ এক আত্না
অভিমান তোমার অমূলক নয়
ভালোবাসা যার বুকেতে রয়
অভিমান তো হায় তাকেই মানায়।

ওগো প্রাণপ্রিয়া ওগো বধুঁয়া
তোমার লাগিয়া আমার হিয়া
পুড়ে- পুড়ে যায় সারাক্ষণ সারাবেলা
রে অভিমানি তুমিও রাখ জানিয়া।

তাই মন খারাপের সময় মন ভালো করার বিভিন্ন উপায় হিসেবে বিভিন্ন ধরনের কবিতা আবৃতিকে বেছে নেওয়াও যেতে পারে। তাহলে আশা করি মন ভালো হয়ে যাবে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে পছন্দের বিভিন্ন ধরনের কবিতা পড়লে অনেক বেশি ভালো লাগে বা আনন্দ পাওয়া যায়। তাই মন ভালো করার জন্য যে সকল কবিতা গুলো পড়া উচিত বা যে কবিতা গুলো পড়লে মন ভালো হয়ে যায় সেই ধরনের কবিতা আমাদের এই আর্টিকেলটিতে তুলে ধরা হয়েছে।

Leave a Comment