একটি মানুষ পৃথিবীতে জন্ম গ্রহণ করার পর তার সুস্থতা অসুস্থতা দুটি আল্লাহর নেয়ামত। আল্লাহ বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন রকমের সমস্যায় ফেলে তার বান্দাকে পরীক্ষা করে থাকে। তাই আপনারা যদি সুস্থ থাকাকালীন অসুস্থ হয়ে যান সেটা আপনি ধরে নিতে পারেন আল্লাহ তায়ালার এটি একটি পরীক্ষা। সৃষ্টিকর্তা তার বান্দাদের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে যে তার বান্দা তাকে কতটুকু ভালোবাসে তাকে কতটুকু মর্যাদা করে। আপনি যদি অসুস্থ হন বা কোন রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইবেন সেই সাথে আপনার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করবেন।
আপনারা যদি বড় কোন কঠিন রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে যে দোয়াটি পড়বেন । দোয়া করার আগে অবশ্যই আপনাকে ওযু করতে হবে আপনি পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলার কাছে আপনার কঠিন রোগের জন্য দোয়া চাইতে পারেন। রোগ থেকে মুক্তি দেওয়া টি হল:
আরবি :
اللَّهمَّ إنِّي أسألُكَ وأتوجَّهُ إليكَ بنبيِّكَ محمدٍ صَلَّى اللَّهُ عليْ وعلى آلهِ وسلَّمَ نبيِّ الرحمةِ ، يا محمدُ إنِّي أتوجَّهُ بكَ إلى ربِّي في حاجَتي هذه فتَقضى، وتُشفعُني فيه وتشفعُهُ فيَّ
বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যিকা মুহাম্মাদিন নাবিয়্যির রহমাতি ইন্নি তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি ফি হাজাতি হাজিহি লিতুকদ্বা লি, আল্লাহুম্মা ফাশাফফি’হু ফিয়্যা।
অর্থ : হে আল্লাহ! তোমার কাছে আমি প্রার্থনা করি এবং তোমার প্রতি মনোনিবেশ করি তোমার নবী, দয়ার নবী মুহাম্মদ (সা.) এর (দোয়ার) মাধ্যমে। আমি তোমার দিকে ঝুঁকে পড়লাম, আমার প্রয়োজনের জন্য আমার প্রভুর দিকে ধাবিত হলাম, যাতে আমার এ প্রয়োজন পূর্ণ করে দেওয়া হয়। হে আল্লাহ! আমার প্রসঙ্গে তুমি তাঁর সুপারিশ কবুল করো।
এইতো কিছুদিন আগে যে বড় একটি মহামারী পুরো পৃথিবীর উপর দিয়ে গেল সেটা তো সবারই জানা আছে। এ মহামারিতে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে আল্লাহ যদি চায় তো তাহলে আরো অনেক মানুষ মারা যেত আল্লাহ আমাদের উপর রহম করার কারণে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি।
আল্লাহতালাতো পবিত্র কোরান শরীফে উল্লেখ করেছেন মানবজাতির কল্যাণে, ও প্রয়োজনে সবকিছু কোরান শরীফের উল্লেখ রয়েছে, তিনি কুরআন হাদিসের এমন কিছু কথা উল্লেখ করেছেন যে আমি এমন কিছু কোরআন শরীফে প্রকাশ করিনি যা বাস্তবে ঘটবে। কোরআন হাদিস ঘেটে আমরা জানতে পারি এমন কিছু দোয়া ও বাণী আছে যেগুলো পড়লে মানুষ ছোট ,বড় সব রোগ থেকে মুক্তি পেতে পারে। তাই আল্লাহ তায়ালার উপর ভরসা রেখে অবশ্যই আপনাদের আল্লাহর ইবাদত করে দিতে হবে। বিপদ আপদে আল্লাহ তায়ালার কাছে বিপদ থেকে রক্ষা চেয়ে দোয়া করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেবে।
একটি মানুষ যখন একটি রোগে আক্রান্ত হয় সে যদি দীর্ঘদিন ওই রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকে তাহলে সে আস্তে আস্তে মানসিক রোগীতে আক্রান্ত হয়ে যায়। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন পরিবারের সবাই তাকে দেখতে পারেনা তার অসুস্থতা তার ভালোমন্দ কয়জন বা দেখে। আমাদের দেশের মানুষ কোন রোগে আক্রান্ত হলে নানা ভাবে তার চিকিৎসা করার চেষ্টা করে।
একটি পরিবারের যদি একজন মানুষ অসুস্থ হয়ে থাকে তাহলে সেই পরিবারের অন্যান্য সদস্যরাও নানা ধরনের সমস্যায় ভুগতে থাকে। আর্থিক সমস্যা মানসিক সমস্যা সহ নানা রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে অন্যান্য সদস্য গুলো। তাই সবাইকে নিজের শরীরের প্রতি যত্নশীল হতে হবে। নিজের শরীরকে সুস্থ রাখতে হলে যা যা করা প্রয়োজন সেই কাজগুলো করতে হবে। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহতালার কাছে দোয়া করতে হবে সুস্থ থাকার জন্য। সেই সাথে খাদ্যাভাস ঠিক করতে হবে যে খাদ্যগুলো খেলে আমাদের শরীরের জন্য ক্ষতির সেই খাবারগুলো না খাওয়ার চেষ্টা করতে হবে।
নিজেকে যে কোন কাজে ব্যস্ত রাখতে হবে শারীরিক শ্রম,বা শারীরিক ব্যায়াম করতে হবে নিয়মিত এতে করে শরীর স্বাস্থ্য দুটাই আমাদের ভালো থাকবে। একমাত্র সৃষ্টিকর্তায় পারে আমাদের সুস্থ রাখতে তাই সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করতে হবে আমাদের।