সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আপনি যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবেন সেটা নিয়ে আপনাকে শুকরিয়া আদায় করা উচিত। সাধারণত আমরা যতটা ভালো থাকি আমরা চাই তার থেকে বেশি ভালো থাকতে কিন্তু আপনি যদি একটা জিনিস পরিষ্কারভাবে খেয়াল করেন আপনার থেকে যারা কষ্টে আছে বা আপনার থেকে যারা দুঃখে আছে তাদের পরিস্থিতি কেমন তাহলে হয়তো আপনার মনে এই কল্পনা আর আসবেনা। আল্লাহতালা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে মানবজাতির জন্য এবং মানব জাতিকে তার সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছে। কোন মানুষের জন্য কোনটা উত্তম তিনি ভেবে রেখেছেন এবং তিনি তাকে সেটা দেবেন।
এক্ষেত্রে কন্যা সন্তান ছেলে অথবা মেয়ে হওয়াটা আপনার জন্য জরুরি নয় আপনার জন্য জরুরি হচ্ছে আপনার যদি একটি সন্তান থাকে তাহলে আপনি বুঝতে পারবেন সন্তান থাকার গুরুত্ব বা ফজিলত। কিন্তু যাদের সন্তান নেই যারা বহু চেষ্টা করে একটি সন্তান পাচ্ছে না তাদের কাছে সন্তান কন্যা হোক বা ছেলে হোক যে কোন একটি সন্তান হলেই তারা একেবারে খুশি এবং আল্লাহ তায়ালা তাদের মনের আশা ইনশাল্লাহ পূরণ করবেন।
তবে যারা সত্যিই কন্যা সন্তান পেতে চান এবং এর জন্য আলাদা কিছু আমল করতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এমন কোন আমলের কথা আমাদের হাদিস এবং আমাদের কোরআনে উল্লেখ করা আছে কিনা সে সম্পর্কে অবশ্যই আমাদের এই প্রতিবেদনে যথেষ্ট পরিমাণ দিকনির্দেশনা থাকবে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থেকে এ বিষয়ে জানবেন এবং বিস্তারিত পড়ে নিবেন।
নেক সন্তান লাভের দোয়া
বাবা মা মৃত্যুবরণ করার পর যখন তারা পৃথিবী থেকে চলে যায় তখন শুরু হয় তাদের আখিরাতে জীবন এবং এই আখিরাতে জীবনে মূলত পৃথিবীর করে আসা ভুল এবং ভালো কাজের হিসাব হয়। তখন সব থেকে বেশি যেই আমল বেশি কাজে আসে সেটা হচ্ছে নেক সন্তান তৈরি করা অর্থাৎ নেক সন্তান যদি কেউ পৃথিবীতে তৈরি করে যেতে পারে সেই সন্তানের দোয়া সবথেকে বেশি কার্যকর হয় আর আপনিও যদি তাদের মধ্যে একজন হতে চান তাহলে সন্তান জন্মগ্রহণের আগে থেকে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান লাভের জন্য বিভিন্ন ধরনের আমল করতে পারেন।
নেক সন্তান অথবা কন্যা সন্তান লাভের জন্য সাধারণত আপনাকে যে আমলগুলো করতে হবে তার মধ্যে একটি আমল হচ্ছে রাতের অন্ধকারে দোয়া করা। আপনারা তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এখানে বোঝানো হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দোয়ার কথা। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব আমরা সকলেই জানি এবং এমন একটি সময় আল্লাহ তায়ালার কাছে দুই হাত তুলে চোখের পানি ফেলে যদি কিছু চাওয়া যায় তাহলে আল্লাহ তায়ালা তাদের খালি হাতে ফেরার না এটাও আমরা সকলে জানি।তাই যারা এখন পর্যন্ত সন্তান এর বাবা-মা হতে পারেননি তারা অবশ্যই তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়বেন এবং নামাজ পড়ার পরে সে সময় আল্লাহ তায়ালার কাছে দুহাত তুলে মনের কথা প্রকাশ করবেন এবং অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে নেক সন্তান চেয়ে নেবেন।
নেককার সন্তান লাভের দোয়া
সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সেই সন্তান হতে হবে নেককার আলাদাভাবে মেয়ে সন্তান লাভের তেমন কোন দোয়া উল্লেখ করা নেই তবে সন্তান লাভের জন্য বিভিন্ন দোয়া আমরা আপনাদের জানাতে পারি। এক্ষেত্রে কোরআনের একটি আয়াতের উদাহরণ আমরা তুলতে পারি যে আয়াতের অর্থ পরিস্কার ভাবে বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন সবকিছু।
আল্লাহ তাআলা বলেন”আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে-মেয়ে উভয় দান করেন । আবার যাকে ইচ্ছে বন্ধ করেন” । সূরা আশ-শুরা আয়াত নম্বর ৫০ ।
উপরের ছোট্ট আয়াত থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি পরিষ্কারভাবে আমরা শিক্ষার্থী যে সন্তান ছেলে অথবা মেয়ে হবে এটা নির্ভর করছে আল্লাহ তাআলার উপর তিনি যাকে পছন্দ করবেন তার মনের আশা পূরণ করবেন তাই আমাদের আল্লাহ তাআলার পছন্দের বান্দা হতে হবে যদি মনের মতন সন্তান পেতে চাই।