গর্ব নিয়ে উক্তি

বিভিন্ন ধরনের জীবনমুখী উক্তি আমাদের ওয়েবসাইটে প্রদান করা হয়ে থাকে বলে সেই উক্তি আপনারা দেখে নিতে পারেন এবং যদি মনে করেন সেগুলো ডাউনলোড করে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে সকলকে মূল্যবান কথা জানতে সুবিধা প্রদান করবেন তাহলে তাও করতে পারেন। তাই এখানকার আলোচ্য বিষয়বস্তু হলো গর্ব নিয়ে উক্তি এবং যারা গর্বে মাটিতে পা ফেলেন না তারা এই পোষ্টের মাধ্যমে গর্ভ নিয়ে বেশ কিছু উক্তি পড়লে আশা করি আপনাদের ধ্যান-ধারণা পরিবর্তন হবে।

কোন একটা কষ্টের মধ্য দিয়ে আপনি যদি ভাল অবস্থানে যেতে পারেন তাহলে সে অবস্থান থেকে আপনার নিজেকে নিয়ে গর্ব করা উচিত অথবা আপনার পরিবারের সদস্য আপনাকে নিয়ে গর্ব করতেই পারে। কিন্তু এই গর্ভ যেন বেশি পরিমাণে না হয়ে যায় অথবা গর্ভ যেন অহংকারে পরিণত না হয় সেটা অবশ্যই মানুষ হিসেবে আমাদের বিবেক দিয়ে বিবেচনা করতে হবে। কারণ কিছু কিছু মানুষ রয়েছে যারা গর্ব করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যেটাকে অহংকার বলা হয়ে থাকে এবং এই অহংকারের জায়গা থেকে আপনি যখন অন্য মানুষের প্রতি তা দেখাবেন তখন সেটা খুবই খারাপ বিষয় হবে।

তাই গর্ভ বিষয়ে আমাদেরকে অতিরিক্ত ভাবা উচিত নয় এবং কেউ যদি কষ্ট করে ভালো একটা পজিশনে যেতে পারে তাহলে অবশ্যই সেই জন্য ধর্ম অনুযায়ী শুকরিয়া আদায় করা উচিত। অর্থাৎ আপনি এই অবস্থানে আছেন বলে যে একেবারে বিশাল কিছু হয়ে গিয়েছেন অথবা আপনার পরিবারের সদস্য গুলো যে আপনাকে নিয়ে গর্ব করতে করতে একেবারেই মাথায় তুলে রাখবে এমনটা করার কোন প্রয়োজন নেই।

মানুষ হিসেবে এই পৃথিবীতে আমরা এসেছি এবং একটা সময় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে।তাই এই পৃথিবীর বুকে আপনি কতটা মানুষের কল্যাণে কাজে আসতে পেরেছেন অথবা কতটা নিজেকে অন্যের উপকার করার জন্য নিয়োজিত করতে পেরেছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি অভাবে হয়ে থাকেন অথবা দিন এনে দিন খাওয়া লোক হয়ে থাকেন তারপরও আপনারা নিজ জায়গা থেকে অন্য কয়জন মানুষকে সাহায্য করছেন সেটার মাধ্যমে আপনার মনুষ্যত্ব নির্ভর করবে। সে ক্ষেত্রে আপনার অবস্থান যদি ভালো হয় তাহলে আপনার প্রতি অনেক মানুষের দায়িত্ব রয়েছে এবং আপনি নিজের কর্তব্যের জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব গুলো পূরণ করার চেষ্টা করবেন।

নিজেকে নিয়ে গর্ব করা উক্তি

নিজেকে নিয়ে অতিরিক্ত গর্ব করার চাইতে নিজে যে কাজে নিয়োজিত আছেন সেই কাজে মনোযোগ দেওয়াটা জরুরী। কারণ আপনি যখন নির্দিষ্ট কাজে মনোযোগ দিতে পারবেন তখন সেটা আপনার জন্য ভালো হবে এবং সেই অনুযায়ী আপনারা সেই কাজে আরও ভাল কিছু করতে পারবেন। কিন্তু কিছু একটা অর্জন করার পরেই যে একবারে নিজে উপরে উঠে গিয়েছেন অথবা আপনি সবচাইতে জ্ঞানী ব্যক্তি এমনটা ভাবার কোন প্রয়োজন নেই। তাই নিজেকে নিয়ে গর্ব করার চাইতে অন্য মানুষের প্রতি মনোযোগী হতে হবে এবং উপকার করার চেষ্টা করতে হবে।

বংশ নিয়ে গর্ব করা উক্তি

আমাদের ভেতরে অনেক মানুষ রয়েছেন যারা নিজেদেরকে অতি উচ্চ বংশ বলে দাবি করেন অথবা তাদের বংশের মানুষজনের সংখ্যা অনেক বেশি বলে তাদেরকে কেউ যেন ভয় না করে এমনটা কথা আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে। প্রকৃতপক্ষে এই পৃথিবীতে আপনি এসেছেন একলা এবং যেতে হবে একলা এবং মৃত্যু পরবর্তী জীবনে আপনাকে আপনার দুনিয়ার জীবনের কাজের হিসেবে একলাই প্রদান করতে হবে। সুতরাং দুই দিনের এই দুনিয়ায় অতিরিক্ত দাম্ভিকতা না দেখিয়ে আপনারা যদি অন্যের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না অথবা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে সেটাই মনুষ্যত্বের পরিচয় হবে।

৫. ঈশ্বর আমাকে আমার মত করে তৈরি করেছেন, এবং আমি নিজেকে গ্রহণ করি। আমি যে আমি তা মেনে নিতে আমার কোনো অসুবিধা নেই এবং আমি নিজেকে নিয়ে গর্বিত।
— ক্যাস্টার সামনেইয়া।

৬. আমি যা, আমি তার জন্যই পরিচিত হতে চাই। আমি সাদা কালোতে গড়ে ওঠা একজন মানুষ। আর তা নিয়ে আমি গর্বিত। রঙিন হওয়ার বাসনা আমার নেই।
— লজিক।

৭. সৌন্দর্য একটি উপহার, যেমন সুস্বাস্থ্য বা বুদ্ধিমত্তা। শুধু সুন্দর বলে অহংকার করতে হবে না। কারণ আপনি কিছুই করেননি – এটি আপনাকে দেওয়া হয়েছিল।
— মনিকা বেলুচ্চি।

৮. আমাদের এই বিশ্ব… অবশ্যই ভয়ঙ্কর ভয় ও ঘৃণার সম্প্রদায়ে পরিণত হওয়া এড়াতে হবে এবং এর পরিবর্তে, পারস্পরিক বিশ্বাস এবং সম্মানের একটি গর্বিত সমাজ গড়ে তুলতে হবে।
— ডিউইট ডি. ইশেনহাওয়ার।

৯. আমি আমার ক্যারিয়ারের দিকে ফিরে তাকাতে চাই এবং কাজের জন্য গর্বিত হতে চাই এবং গর্বিত হতে চাই যে আমি সবকিছু চেষ্টা করেছি।
— জন স্টেওয়ার্ট।

১০. আমার কাছে সাফল্য বলতে নিজের পছন্দের কাজটা করতে পারা, নিজের আনন্দে জায়গাটা ঠিক রাখতে পারা এবং নিজের কাজ নিয়ে গর্ববোধ করা।
— ডুয়া লিপা।

১১. আমি কখনো আমার শেকড়কে লুকাতে চাই না, তা প্রকাশ করতে কুণ্ঠিত হই না। বরং আমার শেকড়ের জায়গা টা নিয়ে আমি গর্বিত। আমি কখনোই নিজেকে “অন্য কেউ” হিসেবে প্রকাশ করতে চাই নি।

১২. লোকেরা ল্যাটিনা মহিলাদেরকে জ্বলন্ত এবং উগ্র বলে মনে করে, যা সাধারণত সত্য। কিন্তু আমি মনে করি অনেক ল্যাটিনাদের যে গুণটি আছে তা হল শক্তি। আমি ল্যাটিন রক্ত ​​পেয়ে খুব গর্বিত।

তাই গর্ব নিয়ে উক্তি অথবা গর্ব নিয়ে যারা বাণী পেতে এসেছেন তাদের জন্য আমরা এখানে বিভিন্ন বাণী প্রদান করলাম যেগুলো আপনাদের জীবন পরিবর্তন করতে অথবা নিজেকে নিয়ন্ত্রিত জীবন যাপনের মধ্যে পরিচালিত করতে সাহায্য করবে। তাই এখানকার আলোচনার ভিত্তিতে আপনারা গর্ব নিয়ে বিভিন্ন ধরনের বাণী পড়তে পারেন এবং যেগুলো মনে হবে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করলে মানুষ সংশোধন হবে সেগুলো শেয়ার করতে পারেন।

Leave a Comment