জীবনে সফল হওয়ার উপায় উক্তি

জীবনে সফল কে না হতে চাই? সফলতায় যেহেতু জীবনের মূল কথা অথবা সফলতা পাওয়ার জন্য যেহেতু আমরা সকল ধরনের চেষ্টা চালিয়ে থাকি সেহেতু আমাদেরকে প্রত্যেকটি কাজ সঠিকভাবে করতে হবে। কারণ আপনি যদি সফল না হতে পারেন তাহলে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবেন না অথবা সফল না হতে পারার কারণে পরিবেশ ও সমাজ আপনাদেরকে অনেক সময় খারাপ চোখে দেখবেন। তবে সফলতার মানে সেটা নয় যেটার মাধ্যমে আপনার মনুষত্ব ও বিবেক লোপ পেয়ে যাবে সফলতা হলো সেটাই যেটার মাধ্যমে আপনি পৃথিবীতে এসেছেন এবং পৃথিবীতে আসার পর যে সকল দায়িত্ব ধর্মীয় নীতিকান অনুযায়ী পালন করছেন।

সাধারণত আপনারা যদি সফলতা বলতে গেলে আর্থিক সফলতা ভেবে থাকেন তাহলে এটাও মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি ক্ষণস্থায়ী জীবন যাপন করছেন। দুই দিনের এই দুনিয়ায় যাবতীয় কাজ শেষ করে একসময় ফিরে যেতে হবে সেখানে যেখান থেকে আপনি এসেছেন। তাই দুনিয়ার এই রঙ্গমঞ্চে আপনি কিভাবে কাজ করে গেলেন অথবা কিভাবে আপনার জীবনকে পরিচালিত করেছেন সেটার উপরে নির্ভর করে আপনাকে পরবর্তী জীবনের প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে।

তাই যদি সফলতার প্রকৃত অর্থ জানতে চান তাহলে বুঝতে হবে যে আপনি পরবর্তী জীবনে এগিয়ে যাতে সঠিকভাবে বাঁচতে পারেন অথবা সঠিকভাবে প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে পারেন সেভাবে কাজ করা। তাছাড়া আর্থিক সফলতা অথবা পজিশনের সফলতা বলতে গেলে যা বুঝে থাকেন সেটা করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এবং সেটা আপনাকে অবশ্যই ভালোভাবে করতে হবে। অর্থাৎ অসৎ পথ অবলম্বন করে যদি এ সফলতা পেয়ে থাকেন তাহলে এটার কোন মূল্যায়ন হয় না এবং এর মাধ্যমে আপনি যে প্রকৃত মানুষ তা কখনোই প্রমাণ হয় না।

তাই আপনি যে পেশার সঙ্গে নিয়োজিত রয়েছেন সেই পেশার দিক থেকে যেন সফল হতে পারেন সেই জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। দুনিয়ার জীবনকে সঠিকভাবে ব্যবহার করার পাশাপাশি পরবর্তী জীবনকে মূল্যায়ন করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার যেসকল ভালো গুণাবলী থাকা উচিত সেগুলো অবশ্যই পালন করার চেষ্টা করতে হবে যাতে করে আপনি একজন মানুষ হয়ে অন্য মানুষের উপকারে এগিয়ে যেতে পারেন। তাই আপনাদের জন্য আমরা জীবনে সফল হওয়া নিয়ে বিভিন্ন ধরনের উক্তি প্রদান করলাম।

কর্মজীবনে সাফল্য হওয়ার উপায়

কর্মজীবনে যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকেন অথবা চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার সফলতা তখন আসবে যখন আপনি সেখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। তবে এই ইনকাম করতে গিয়ে গিয়ে যেন অন্য মানুষের অসুবিধা না হয় অথবা এই ইনকামের পেছনে যেন কোন অসৎ কোন উদ্দেশ্য না থাকে সে বিষয়টা মাথায় রাখতে হবে। চাকরি করতে হলে অবশ্যই বেতন পাওয়ার পাশাপাশি সেই প্রতিষ্ঠানের উন্নতির দিকে আপনাকে যেমন তাকাতে হবে তেমনি ভাবে ব্যবসা করে থাকলে সকলের সুযোগ-সুবিধা অনুযায়ী ব্যবসা করতে হবে।

ছাত্র জীবনের সফল হওয়ার উপায়

ছাত্রজীবনের সফলতা হলো আপনি যদি সঠিকভাবে পড়াশোনা করতে পারেন এবং ভালো রেজাল্ট করতে পারেন। ভালো রেজাল্ট যখন করতে চাইবেন তখন অবশ্যই আপনাকে পড়ালেখার বিষয়ে সিরিয়াস ভূমিকা পালন করতে হবে এবং না বুঝতে পারলে সে বিষয়ে হেজিটেশন না করে কারো সাহায্য নিয়ে বোঝার চেষ্টা করতে হবে। ছাত্র জীবন এমন একটা সময় যেটার মাধ্যমে আপনি ভবিষ্যতের বীজ বপন করতে পারবেন এবং পরবর্তীতে সেই ফল ভোগ করতে পারবেন। তাই আপনাদের উদ্দেশ্যে আমরা সফলতা বিষয়ে যে সকল উক্তি বা উপায় জানিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে পালন করার চেষ্টা করুন।

জীবনের সফল হওয়ার ইসলামিক উক্তি

০১. “সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।”
– ফ্র্যাঙ্ক লয়েড (আমেরিকান লেখক ও শিল্পী)

০২. “যার মাঝে সীমাহীন উ‌ৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি”
– ডেল কার্নেগী (বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর)

০৩. “তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো। তাহলেই সফল হবে।”
– কিম গ্রাস্ট (বিশ্বখ্যাত মার্কেটিং এক্সপার্ট)

০৪. “সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।”
– ভিন্স লম্বারডি (আমেরিকান ফুটবলার ও কোচ)

০৫. “একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ, যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। ”
– ব্রুস লী (বিশ্বখ্যাত মার্শাল আর্টিস্ট)

০৬. “একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ্ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী, রক্তনালী – পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ।”
– স্বামী বিবেকানন্দ (ভারতীয় পন্ডিত, সাধক, ও লেখক)

০৭. “একজন মানুষ এখন কতটা উপরে আছে, তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা ওপরে তুলতে পারে – সেটাই আসল কথা।”
– জর্জ এস, প্যাটন (২য় বিশ্বযুদ্ধে আমেরিকান সেনাবাহিনীর জেনারেল)

০৮. “সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না; তুমি যা করতে ভালোবাসো, সেটাই করতে থাক। সাফল্য নিজেই ধরা দেবে।”
– ডেভিড ফ্রস্ট (বৃটিশ সাংবাদিক ও লেখক)

০৯. “সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে। অনেককে জোর করে সফল বানানো হয়। কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় – সেই প্রকৃত সাফল্য অর্জন করে”
– সংগৃহীত

১০. “সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম। সেইসাথে, জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ বিলিয়ে দেয়া।”
– ভিন্স লম্বারডি (আমেরিকান ফুটবলার ও কোচ)

১১. “সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে, ততক্ষণ কাজ করে। আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয়, ততক্ষণ কাজ বন্ধ করে না”
– ব্রায়ান ট্রেসি (বিশ্বখ্যাত সেলফ ডেভেলপমেন্ট কোচ ও লেখক)

১২. “জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস”
– মার্ক টোয়েন (বিশ্বখ্যাত লেখক ও ঔপন্যাসিক)

১৩. “ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি”
– ডেল কার্নেগী (বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর)

১৪. “কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি”
– পাবলো পিকাসো (বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী)

১৫. “সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে”
– অস্কার ওয়াইল্ড (বিশ্বখ্যাত আইরিশ কবি, লেখক ও নাট্যকার)

ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি জীবন যাপন করে থাকেন তাহলে আপনার জীবনের সফল হওয়ার জন্য অবশ্যই সকল দৃষ্টিকোণ থেকে আপনাকে কাজ করে যেতে হবে এবং ধর্মীয় নিয়ম-কানুন মেনে চলতে হবে। দুনিয়ার জীবনে কত টাকার মালিক হলে অথবা কিভাবে কাউকে অপদস্ত করে নিলেন এ সকল বিষয়ে মাথায় না রেখে মহান সৃষ্টিকর্তার জন্য আপনি কতটা সময় ব্যয় করতে পারছেন অথবা তাঁকে কতটা স্মরণ করতে পারছেন অথবা দিন পরিচালনা করার ক্ষেত্রে ইসলামিক দ্বীন কতটা মেনে চলছেন সেগুলো মাথায় রেখে কাজ করতে হবে।

Leave a Comment