বর্তমান সময়ের জনপ্রিয় কবি এবং উপন্যাসিক হলেন রুদ্র গোস্বামী। তিনি অনেক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, বর্তমান সময়ে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশ ভারতেও সাহিত্য ভাষার পরিবর্তনের ধারা শুরু হয়েছে। আমি বেশ কয়েকটি জনপ্রিয় গল্প কবিতা বই লিখে সবার নজরে এসেছিলেন। রুদ্র গো স্বামীকে বাংলাদেশের অনেক মানুষ অনেক পছন্দ করে থাকেন তার লেখা এত সুন্দর যে তার জন্য সবাই বছরের ফেব্রুয়ারি মাসে অপেক্ষা করে সে কখন বাংলাদেশে আসবে বইমেলায়।
রুদ্র গোস্বামী প্রত্যেকবার ই বড় কোন বই মেলাতে তার বই বের করে। কিন্তু সে এর বই ব্যবসায়িক উদ্দেশ্যে বের করে না ভালোলাগা ও ভালোবাসা থেকে সে লেখালেখি করে। বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশের বইমেলা অনেক জনপ্রিয় হয়েছে। এই বছর রুদ্র গোস্বামীর একটি উপন্যাস বের হয় সেই উপন্যাসের নামটি হল অন্তবর্তী তদন্তের পরে। এই উপন্যাস টি এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে। এ উপন্যাসে সে চারটি আলাদা গল্প আছে প্রত্যেকের প্রেম প্রেমের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ঘটনা অবলম্বনে তিনি এই উপন্যাসটি লিখেছেন।
রুদ্র গোস্বামীর নতুন বই যেমন বইমেলায় পাওয়া যায় তেমনি তার পুরাতন বইগুলো বইমেলায় অনেক জনপ্রিয়। রুদ্র গোস্বামী সবচেয়ে প্রেমের কবিতা বেশি লিখে থাকে। বর্তমান সময়ে রূপে গৌউ স্বামীকে অনেক মানুষ পছন্দ করে তার কোন খারাপ নিদর্শন এখনো কারো চোখে পড়েনি তাই তাকে মানুষ বন্ধুর মতো ভালোবাসে। রুদ্র গোস্বামী সবচেয়ে প্রেমের কবিতা উপন্যাস বেশি লিখেছেন।
এর পাশাপাশি সে কয়েকটি গল্প ছোটদের কবিতা লিখেছেন যা বেশি আলোচনায় আসেনি তার সবচেয়ে বেশি আলোচনা এসেছে তিনি যেই প্রেমের উপন্যাস ও কবিতাগুলো লিখেছে। রুদ্র গউসামী অনেক সাবলীল ভাবে তার গল্প বা উপন্যাসের প্রেমে কথাগুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করে ফেলতে পারে। রুদ্র কৌশানি উপন্যাস পড়ে আমরা এটা জানতে পারি ভালোবাসায় কোনো অশ্লীলতা নেই কোন পাপ নেই এটা স্বর্গ থেকে আসে। তাই ভালোবাসাকে ভালোবাসার মত আমাদের ভালবাসতে হবে।
আমরা এই মুহূর্তে রুদ্র গোস্বামীর বিভিন্ন প্রেমের উক্তি ও কবিতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই উক্তিগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে
রুদ্র গোস্বামীর প্রেমের উক্তি
১#
আঁকড়ে থেকো না কিছু।
যে যাবার তাকে যেতে দাও
যে ফেরার সেতো ফিরবেই..
২#
এমন কি ভালোবাসাও
ইদানীং আমাকে আর
ভালোবাসে না।
৩#
চলে যাওয়া মানেই প্রস্থান নয় ,
বিচ্ছেদ নয় ,
চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্নকরা আর্দ্র রজনী ।
চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে…
____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
৪#
যোগাযোগ বিচ্ছিন্ন্য হতে পারে,,
সম্পর্ক বিচ্ছিন্ন্য হতে পারে,,
তবুও ভালোবাসা থেকে যায়,,
হয়তো আক্ষেপে
নয়তো অপেক্ষায়।
—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
৫#
আমি একা
এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মত আমি একা।
৬#
কে থাকে এমন একলা থাকায়
কে ডাকে অমন নিরব ডাকায়।
৭#
যুবতী বুক থেকে ঝলমলে তলপেট উলঙ্গ কোরে
বিনিময়ে দুখানা ঝলসানো রুটি নিলো।
৮#
বাড়াই তৃষ্ণার হাত ফিরে আসে শূন্যতাকে ছুঁয়ে।
৯#
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন – সুতো ধ ’রে ,
আমি শুধু যাই দূরে।
১০#
নিদ্রার বুকে মাথা রেখে জেগে আছি আজো
অনিদ্রা মিশে গেছে বুকের রক্তে।
১১#
দূরত্ব জানে শুধু একদিন খুব বেশী নিকটে ছিলাম,
১২#
না-পাওয়া ব্যথার আছে উদ্ধার,
পাওয়ার বেদনা প্রতিকারহীন ।
১৩#
এমন কি ভালোবাসাও
ইদানীং আমাকে আর
ভালোবাসে না।
১৪#
কী ভয়ংকর এই একাকীত্ব!
কী নির্মম এই বান্ধবহীনতা!
কী বেদনাময় এই বিশ্বাসহীনতা!
১৫#
এবং জন্ম মানেই মৃত্যুর প্রতি অমােঘ যাত্রা
১৬#
প্রেম দুর্বোধ্য, নারী দুর্বোধ্য
এবং তুমিও তোমার
প্রেমের মতোই দুর্বোধ্য।
১৭#
মাঝে মাঝে ভুল হয়ে যায় । আগে হতোনা
ভুলবশত অনেক ভুল হয় ইদানিং আমার ।
১৮#
দিচ্ছো ভীষন যন্ত্রনা
বুঝতে কেন পাচ্ছ না ছাই
মানুষ আমি, যন্ত্র না।
১৯#
নীলাকে কখনো নীল শাড়ি পরতে দেখিনি।
২০#
হয়েছো গোপন ঘুন, শাঁস কাটো লুকায়ে ভেতরে –
পুড়ে মরি, কেমনে গো আমি তারে বাইরে দ্যাখাবো!
২১#
নিজের কাছে নিজেই আমি
প্রশ্নবোধক রেখা !
২২#
প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো ,
কিছু অসম্পূর্ণ নির্মান , ভাংগাচোরা গেরস্হালি ঘরদোর ,
প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে
যাকে চিরদিন নষ্ট নোখের মতো রেখে দিতে হয় কোমল অনিচ্ছার বাগানে
যাকে শুধু লুকিয়ে রাখাতেই সুখ , নিজের নিভৃতে রেখে
গোপনে পোড়াতেই একান্ত পাওয়া ।
২৩#
দুটি চোখ মনে আছে, আর কিছু নেই…
২৪#
আমার বয়স যেন সভ্যতার সমান
২৫#
নিদ্রার সম্মোহনে ফিরে গেলে তুমি খুলবে পোশাক
স্নানঘরে জলের শব্দ হবে, ভেজা চুলে খেলবে এক
বাতাশের দারুন কিশোরী।
২৬#
এলবামে স্মৃতি নেই বলে
আদৌ দুঃখ করিনা,
সোনালি নিসঙ্গতায় আমার
বিচিত্র দুঃখের সমাবেশ সঞ্চয় – ।
২৭#
শেষমেশ যে যার সন্ধার কাছে ফিরে যায়,
যে যার অন্ধকারের কাছে।
২৮#
কেন এলে বলো বেশতো ছিলাম
শুধু শুধু করাঘাত করলে চেতনায়
বড়ো অবেলায় এলে – বড়ো অবেলায় ।
২৯#
আমি একা
এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মত আমি একা
৩০#
নিজেকে নিয়ে আছি, নিজে নিজে আছিনা-পাওয়া ব্যথার আছে উদ্ধার,
পাওয়ার বেদনা প্রতিকারহীন।