চোখের মায়া নিয়ে উক্তি

প্রতিটা মানুষের আসল সৌন্দর্য হলো তার চোখ, এই চোখের মায়ায় যারা পড়ে খুব সহজে এই মায়া কাটিয়ে উঠতে পারে না। আমরা ছেলেরা সবসময় মেয়েদের চোখের মায়ায় পরি, মেয়েরা বোরখা বা, হিজাব পড়ে থাকলেও শুধুমাত্র তাদের চোখ দেখে আমরা তাদের প্রেমে পড়ে যাই।তাইতো পৃথিবীর বিভিন্ন কবি সাহিত্যিকরা এই চোখ নিয়ে অনেক ছড়া কবিতা গল্প লিখে গেছে, বিভিন্ন গানে কবিতায় আমরা দেখেছি কালো মেয়েকে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে কারণ তার চোখ অনেক সুন্দর এবং মায়াবী।

শুধু চোখের মায়ায় পড়লেই হবে না এই চোখকে ভালবাসতে হবে এবং যত্ন নিতে হবে, কারণ এই পুরো পৃথিবীটা আমরা দেখতে পাই আমাদের এই সৌন্দর চোখের মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদের চোখ করে বানিয়েছে। চোখ নিয়ে উক্তি এবং ক্যাপশন নিয়ে আমাদের এই পোস্টটি আপনি নিচের দিকে গেলে আমাদের এই পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন। এই পোস্টটি পড়ার পর আপনি চোখের মায়া নিয়ে অনেক কিছু জেনে যাবেন।

বেশিরভাগ সময় আমরা দেখি আমাদের প্রেম শুরু হয় এই চোখে চোখে চোখ পড়ার কারণেই, তাই এই পোস্টে আমরা এমন কিছু উক্তি বা ক্যাপশন আপনাদের মাঝে তুলে ধরব যা দেখে আপনি খুবই খুশি হবেন। আমাদের সবাররই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের একাউন্ট রয়েছে, আমরা বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি facebook, instagram ব্যবহার করি,

ফেসবুকে আমরা আমাদের মনের ভাবগুলো অনেক সময় প্রকাশ করে থাকি, সেই মনের ভাব প্রকাশ করতে গিয়ে আমাদের বিভিন্ন ফেসবুক পোস্ট করতে হয়। সেই মনের ভাব যদি আপনারা ঠিকভাবে প্রকাশ করতে চান তাহলে আজকের এই চোখের মায়া নিয়ে পোস্টটি আপনার জন্য। আমাদের পুরো পোস্টটি পড়লে আপনি আপনার মনের ভাব কি ভাবি প্রকাশ করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়ায়।

এই পৃথিবীটা মায়ায় ভরা, মায়া মহব্বত আছে বলেই পৃথিবীতে ভালোবাসা টিকে আছে। আপনি যদি একজনের ওপর মায়াই বা ভালোবাসায় আটকে যান তাহলে আপনি সে জায়গা থেকে খুব সহজে ফিরে আসতে পারবেন না। তাই সব সময় কাউকে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে সেদিকে আগাতে হবে। একবার যদি মায়ায় পড়ে যান আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি সফল আর যদি আপনার ভাগ্য খারাপ হয় এই ভালোবাসা না পান তাহলে আপনার সারাটা জীবন দুঃখে কষ্টে জীবনযাপন করতে হবে।

বড় বড় গুণী ব্যক্তিরা বিভিন্ন সময়ে বিভিন্ন যায়গায়, বই এ লিখে গেছেন এই মায়া সম্পর্কে নেগেটিভ দিকগুলোই বেশি তুলে ধরেছে তারা। এই মায়ার কারণে আপনি হুটহাট করে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না, আপনি চাইলে আপনার বাবা মাকে, স্ত্রী সন্তানকে ত্যাগ করে, বা তাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কাজ করতে পারবেন না।

মায়া নিয়ে উক্তি

১. চোখের দিকে তাকিয়েই আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না। এটা করার জন্য আপনাকে অবশ্যই অন্যদিকে তাকাতে হবে।
— হূমায়ুন আহমেদ
২. অল্প স্বল্প বিষয়েই যে চোখ হয় অভিমানে সিক্ত, সে চোখ ভালোবাসতে পারে মাত্রাতিরিক্ত।
— সংগৃহীত
৩. সকলেরই দুটো চোখ রয়েছে তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয়।
— উইলিয়াম শেক্সপিয়ার
৪. চোখ হলো আত্মার প্রতিচ্ছবি যা ফুটিয়ে তোলে আপনার আত্মার শক্তি কতটুকু।
— প্রবাদ
৫. চোখ কখনো শব্দের চেয়েও বেশি কিছু বলে ফেলে।
— মাইকেল ব্লিস
৬. আমরা আমাদের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে চাই তবে এটা ভুলে যাই যে চোখও কথা বলতে পারে।
— সংগৃহীত
৭. প্রত্যেক মহান ব্যক্তির পিছনেই একজন নারী সর্বদাই নজড় রেখে চলেছেন।
— জিম ক্যারি
৮. নিজের অন্তরের চোখ খোলো এবং দেখো আদৌ তুমি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট কি না!!
— বব মারলেই
৯. চোখ সেটাই বলে ঠোট যেটা বলতে ভয় পায়।
— উইলিয়াম হেনরি

জা নিয়ে উক্তি

১০. সৌন্দর্য চোখকে মুগ্ধ করে তবে ব্যক্তিসত্তা সন্তুষ্ট করে হৃদয়কে।
— সংগৃহীত
১১. চোখের যে ভাষা রয়েছে তা কখনো পরিবর্তন হয় না কেননা তা সর্বত্রই একই।
— জর্জ হার্বার্ট
১২. অনেক পরিচিত এবং হাস্যকর একটি মতবাদ হলো ছেলেরা চোখ দিয়ে ভালোবাসে আর মেয়েরা কান দিয়ে।
— জেসা গাবর
১৩. চোখ কখনোই চুপ কিংবা স্থির থাকে না।
— সংগৃহীত
১৪. চোখের বদলায় চোখ দাবি করলে এক সময় এই পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে।
— মহাত্মা গান্ধী
১৫. আপনার চোখ তাই দেখে যা আপনার মন দেখতে বলে। তাই তো একই জিনিস একেক জনের কাছে একেক রকম হয়।
— সংগৃহীত
১৬. প্রকৃতি যা অস্বীকার করে মানুষের চোখ তা প্রকাশ করে দেয়।
— অভিড
১৭. জীবন আপনার চোখের পলকের চেয়েও দ্রুতগামী। তাই সময় থাকতে সব ঠিক করুন।
— জিমি হেন্ড্রিক্স

আপনাদের মাঝে মায়া নিয়ে কিছু উক্তি তুলে ধরলাম। এই উক্তিগুলো দেখেবা পড়ে আপনি আপনার মনের ভাব আপনার সোশ্যাল মিডিয়ায়।

Leave a Comment