আপনারা অনেকে আছেন যারা শালিক পাখির ছবি ডাউনলোড করতে চান, আপনারা আমাদের পুরো আর্টিকেলটি আজকে পড়ার মাধ্যমে শালিক পাখির ছবি ডাউনলোড করে নিতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন প্রযুক্তি শালিক পাখি দেখা যায় সেইসাথে এই শালিক পাখি গ্রামের শহরের সব জায়গায় আমরা দেখতে পাই। শালিক পাখিগুলো বন জঙ্গল বাসা বাড়ি গ্রামের বাড়ি সব জায়গায় দেখা যায়। শালিক পাখি কে আমরা প্রায় সময় দেখি আমাদের বাড়ির আঙিনা বা বাড়ির টিন বা ছাদের উপর খাবারের খোঁজে আসতে। বাংলাদেশ বেশ কিছু বোঝাতে শালিক পাখি দেখা যায়।
আমাদের অতি পরিচিত এই শালিক পাখি শালিক পাখির ইংরেজি নাম হলো স্টার্লিং এই পাখির বিভিন্ন জাত রয়েছে, শালিক পাখি দেখতে ছোট আকৃতির হয়ে থাকে বড় আকৃতির শালিক পাখিগুলো ময়না নামে বেশ পরিচিত, শালিক পাখির শিল্পী হিসেবে খেতে রয়েছে এরা মধুর সুরে শব্দ করতে পারে, তাই এই পাখিদেরকে সুরের রাজা বলা হয়ে থাকে। এই পাখিগুলো মানুষের কথা ও সুর নকল করতে পারে বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায় এ স্বাধীন পাখি মানুষের মতো করে হুবহু কথা বলে।
এশিয়া আফ্রিকা ইউরোপ এছাড়া বাংলাদেশ অস্ট্রেলিয়া সহ বিভিন্ন ডিপ ও বনাঞ্চলে এই শালিক পাখির দেখা মেলে, শালিক পাখির বাসা বাড়ি বনাঞ্চল ও ফসলের ক্ষেতে বেশিরভাগ বাসা বেধে বসবাস করে। পৃথিবীতে মোট একশো তার বোঝাতে শালিক পাখি রয়েছে এর মধ্যে দক্ষিণ এশিয়ায় রয়েছে 18 বাংলাদেশের, বাংলাদেশের যে শালিক পাখি গুলো দেখা যায় সেই শালিক পাখির নাম গুলো এখন আমরা প্রকাশ করব। শালিক পাখির নাম গুলো হল:ভাত শালিক, কালো শালিক, গাং শালিক, চিত্রা শালিক, কাঠ শালিক, ঝুটি শালিক, গো শালিক, বামন শালিক এবং ব্রাহ্মণী ময়না।
শালিক পাখির বৈশিষ্ট্য
বিশ্বে অনেক ধরনের প্রজাতে শালিক পাখি রয়েছে এর মধ্যে যে প্রজাতি রয়েছে শারীরিক বৈশিষ্ট্য কোনটা আকারে ছোট কোনোটা আবার আকারে অনেক বড় হয়ে থাকে, এদের দেহের রঙের ও তারতম্য রয়েছে কোনটা কালো হয় কোনটা আবার বাদামী হয়ে থাকে। শালিক পাখি মানুষের মতো শব্দ করতে পারে, বিশ্বে অনেক প্রজাতির শালিকে রয়েছে যে শালিকগুলো হুবহু মানুষের মতো শব্দ করে থাকে বিশ্বে একশো চার প্রকার শারীরিক রয়েছে সেজন্য সকল প্রজাতির বৈশিষ্ট্য সম্পর্কে আলাদাভাবে আলোচনা করা খুবই কঠিন তবু আমরা আমাদের আর্টিকেল এর মাধ্যমে চেষ্টা করছি আপনাদের শালিক পাখির ছবি দেখানোর যে এই শালিক পাখি গুলো বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা যায়।
শালিক পাখির খাদ্যাভ্যাস
শালী পাখি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে তারা জীবন যাপন খুব সুন্দর ভাবে করতে পারে।শালিক পাখির পোকামাকড় সহ বিভিন্ন ফলের বীজ ও ফল খেয়ে থাকে, এছাড়াও বিভিন্ন শালিক রয়েছে যেই শালিকগুলো গরু মহিষ ও বিভিন্ন পশু পাখির গোবর খেতে পছন্দ করে থাকে তাই এদের গো শালিক বলা হয়ে থাকে।
যাইহোক আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোতে পেরেছি শালিক পাখি দেখতে কেমন হয় কয় প্রকারের হয়ে থাকে সেই সাথে শালিক পাখির কোন খাবারগুলো খেয়ে থাকে। বর্তমান সময়ে শালিক পাখি খুব কম দেখা যায় কারণ, বাংলাদেশে এখন আবাদ করতে অনেক খরচ হয়ে থাকে কম টাকায় আবার বেশি করার জন্য কৃষকেরা এখন বন জঙ্গলে ও তাদের আবাদের বিষ প্রয়োগ করে থাকে। এর কারণে শালিক পাখি দিন দিন অনেক হারিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে।
আমরা যদি শালিক পাখির এই প্রজাতির বাংলাদেশে বিলুপ্ত না করতে চায় তাহলে এই পাখি ধরা ও মারা আমাদের নিষিদ্ধ করতে হবে সেই সাথে অকারণে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে বন জঙ্গল উজাড় করা যাবে না, বন জঙ্গল উজাড় করার কারণে সকল ধরনের পশু পাখি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।