মৃত বাবার জন্য দোয়া চেয়ে স্ট্যাটাস

পৃথিবীতে আমাদের সবথেকে আপনজন হচ্ছে নিজের বাবা-মা। বাবা মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এবং পৃথিবীতে যত ভালোবাসা আছে তার থেকে বেশি ভালোবাসা কাউকে কেউ বাসতে পারে না। কিন্তু সেই আপনজন যখন আমাদের থেকে ছেড়ে চলে যায় তখন সেই অনুভূতিটুকু কতটা কষ্টসাধ্য এবং সেই অনুভূতিটুকু কতটা নিজেকে একা ভাবায় সেটা যারা নিজের বাবা-মা হারিয়েছেন তারাই বলতে পারবেন। সব সময় সন্তানেরা নিজের বাবা-মায়ের ভালোবাসা পেতে চায় কিন্তু যখন চাওয়ার পরেও সেই বাবা মাকে কাছে পায় না তখন সত্যিই তার খুব খারাপ লাগে এবং এই অবস্থাতে নিজের বাবা-মায়ের জন্য দোয়া চেয়ে অথবা নিজের বাবা মায়ের জন্য আরো অনেক কিছু চেয়ে যারা প্রার্থনা করার চেষ্টা করে তাদের জন্য রয়েছে কিছু স্ট্যাটাস।

এই স্ট্যাটাস গুলো কখনোই বাবা-মার হারানোর বেদনার এক পারসেন্টও কমাতে পারবে না কিন্তু এটা একটি প্রচেষ্টা যার মাধ্যমে আপনি বোঝাতে পারেন যে আপনি নিজের বাবা-মাকে কত ভালোবাসেন এবং তাকে কতটা মিস করছেন। আসলে পৃথিবীর ক্ষণস্থায়ী এবং পৃথিবীর জীবনে আল্লাহ তায়ালা এমন কিছু মায়ার বন্ধন দিয়েছেন যে এই মায়ার বন্ধন ছেড়ে যেতে খুব কষ্ট লাগে আর এটাই হচ্ছে পৃথিবীর মায়া। আমরা পৃথিবীর মায়াতে আটকে থাকি কিন্তু আমরা পরকালের জীবনের কথা ভাবতে ভুলে যাই আর যেই সময়ে আমাদের বড় ধরনের ক্ষতি হয়। আমরা আমাদের বাবা-মায়ের ভালোর জন্য বিশেষ কিছু উক্তি বা স্ট্যাটাস ব্যবহার করতেই পারি চলুন এগুলো কি হতে পারে ধারণা নেই।

পিতা মাতার জন্য কি বলে দোয়া করব

পিতা মাতা যখন আমাদের সঙ্গে থাকে তখন আমরা তাদের ভালোবাসায় সব সময় ঘিরে থাকি বলে আমরা কখনো বুঝতে পারিনা যদি সেই পিতা-মাতা আমাদের সঙ্গে না থাকে তাহলে তার শূন্যস্থান কিভাবে পূরণ হবে। যখন মুহূর্তের মধ্যে পৃথিবীর সবকিছু উলটপালট হয়ে পিতা-মাতা আমাদের ছেড়ে চলে যান তখন আমরা বুঝতে পারি তাদের গুরুত্ব তাদের শূন্যস্থান এবং তাদের ভালোবাসা। এই ভালোবাসার মানুষগুলোকে যখন কেউ হারিয়ে ফেলে তখন মনে হয় তার পুরো পৃথিবী যেন হারিয়ে গেছে তার সামনে আর কিছু নেই শুধুমাত্র মৃত্যু ছাড়া। আর এত ভালবাসার মানুষকে যখন কেউ হারিয়ে ফেলে তখন চেষ্টা করে যেন মৃত্যুর পরবর্তী জীবনে সেই ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক আর যার জন্য তাদের জন্য দোয়া করা অত্যন্ত জরুরী। বাবা মায়ের জন্য সবথেকে বেশি যার দোয়া কবুল হবে সেটা হচ্ছে তার সন্তানের আর সন্তান হিসেবে আপনি বাবা মার জন্য কিভাবে দোয়া করবেন সেই প্রসঙ্গে অবশ্যই জানা উচিত আপনার।

বাবা মায়ের জন্য দোয়া চেয়ে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। এই হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘মানুষ মৃত্যু বরণ করলে— তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়,তবে তিনটি আমল কখনো বন্ধ হয় না। সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান— যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান— যে তার মৃত বাবা মায়ের জন্য সবসময় দোয়া এবং আমল করে।’ (মুসলিম, হাদিস : ৪৩১০)। এখান থেকে পরিষ্কার ভাবে বুঝতে পারছি নেক সন্তানের গুরুত্ব কতটুকু এবং আমরা যদি নিজের বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনা করি এবং তাকে মৃত্যুর পরেও শান্তিতে থাকতে দেখতে চায় তাহলে অবশ্যই নিজেকে একজন নেক্কার বান্দা হিসাবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করতে হবে।

মৃত বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করবেন

অবশ্যই এখানে কিছু নির্দিষ্ট দোয়া আছে যে দোয়া গুলোর মাধ্যমে আপনি মৃত বাবা মার জন্য দোয়া যেতে পারেন মহান আল্লাহ তাআলার কাছে। এই দুয়াগুলো সব সময় আমাদের জেনে রাখা উচিত এবং এই দোয়া গুলোর মাধ্যমে বাবা-মার জন্য সব সময় দোয়া করা উচিত শুধুমাত্র যে তারা মারা যাওয়ার পরে আমরা দোয়া গুলো ব্যবহার করব বিষয়টি এমন নয় সবসময় আমরা এই দোয়া গুলোর মাধ্যমে তাদের জন্য দোয়া করব।

উচ্চারণ : রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।

অর্থ : ‘হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো; যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল : ২৪)

উচ্চারণ : রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়ালিল মু’মিনিনা ইয়াওমা ইয়াক্বুমুল হিসাব।

অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! রোজ কিয়ামতে আমাকে, আমার পিতা-মাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন।’ (সুরা ইবরাহিম, আয়াত : ৪১)

উচ্চারণ : রাব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ওয়া লিমান দাখালা বাইতিয়া মু’মিনা; ওয়ালিল মু’মিনিনা ওয়াল মু’মিনাত। ওয়ালা তাজিদিজ জা-লিমিনা ইল্লা তাবারা।

অর্থ : ‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষদের ক্ষমা করুন এবং আপনি জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে বাড়িয়ে দেবেন না।’ (সুরা নুহ, আয়াত : ২৮)

 

 

 

 

Leave a Comment