মন ভালো নেই স্ট্যাটাস

কোন কারনে কি আপনার মন খারাপ? এজন্য কোন কিছু আপনার ভালো লাগছে না? কোন কাজে কি আপনি মনোযোগ দিতে পারছেন না? পারিপার্শ্বিক কোন কিছুতেই আপনার মন খারাপ দূর হচ্ছে না? আপনি কি এজন্য আপনার মন খারাপ নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস সংগ্রহ করতে চাচ্ছেন? বিভিন্ন ধরনের স্ট্যাটাস আপনার সোশ্যাল একাউন্টে পোস্ট করতে চাচ্ছেন? এজন্য আপনি মন খারাপের স্ট্যাটাস গুলো খোঁজ করছেন? কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আপনি এই আর্টিকেলটি পড়তে পারেন। আশা করি এই আর্টিকেল দেওয়া স্ট্যাটাস গুলো আপনার ভালো লাগবে এবং এখান থেকে আপনি আপনার পছন্দমতো স্ট্যাটাসটা সংগ্রহ করে নিয়ে আপনার সোশ্যাল একাউন্টে পোস্ট করতে পারবেন।

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ দেখা যায় যে সোশ্যাল একাউন্টের মাধ্যমে বিভিন্ন বিষয় পোস্ট করে। আর এ সকল পোষ্টের মাধ্যমে তাদের মনোভাব প্রকাশ করতে পছন্দ করে। কোন কারণে যদি মানুষের মন খারাপ থাকে তাহলে দেখা যায় যে মন খারাপ নিয়ে বিভিন্ন বিষয় তারা পোস্ট করতে থাকে এবং মন খারাপের বিষয়টি তারা অন্যদের জানানোর চেষ্টা করে বা অন্যদের সঙ্গ লাভ করার চেষ্টা করে। মন খারাপের সময় মন খারাপ নিয়ে বিভিন্ন ধরনের মন খারাপের ছবি ইত্যাদি বিষয়গুলো তারা সংগ্রহ করে। আর সেই বিষয়গুলো তারা সোশ্যাল একাউন্টে পোস্ট করতে চায়। কিন্তু অনেক সময় এ ধরনের বিষয় খুঁজে পায় না। তাই তারা যেন এরকম বিষয়গুলো খুঁজে পাই এজন্যই মূলত আমাদের এই আর্টিকেলটিতে মন ভালো নেই এই ধরনের স্ট্যাটাস তুলে ধরার চেষ্টা করেছি।

বিভিন্ন সময় মানুষ স্থির থাকলেও মানুষের মন স্থির থাকে না। মানুষের মন অস্থির। প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে মনের ভেতর বিভিন্ন জল্পনা কল্পনা চলতেই থাকে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন আনন্দের কথা চিন্তা করে বা কল্পনা করে মানুষের মন ভালো হয়ে যেতে পারে বা মানুষ অনেক বেশি আনন্দ লাভ করতে পারে। তখন দেখা যায় যে মানুষের সবকিছু ভালো লাগে। মানুষের মন যখন আনন্দিত থাকে বা ভালো থাকে তখন কোন কাজে অবহেলা করা হয় না বা কোন কাজে খারাপ লাগে না। তখন দেখা যায় যে কোন কাজ খুব সহজেই করে যায় ফেলা সম্ভব হচ্ছে বা খুব আনন্দের সাথে শেষ করা সম্ভব হয়। তাই যে কোন কাজ করতে হলে মন ভালো রাখতে হবে। মানসিকভাবে প্রশান্তিতে থাকতে হবে। তাহলে সেই কাজটি করে অনেক বেশি আনন্দ লাভ করা সম্ভব হবে।

কিন্তু কোনো কারনে যদি মন খারাপ হয়ে যায় তাহলে কোন কাজেই মনোযোগ দেওয়া সম্ভব হয় না। তখন দেখা যায় যে মন ভালো নেই এ ধরনের বিভিন্ন ধরনের স্ট্যাটাস তারা খোঁজ করতে থাকে। মূলত তারা যেন মন খারাপ এ ধরনের সুন্দর সুন্দর স্ট্যাটাস পেয়ে যায়। আর সেই স্ট্যাটাস গুলো তারা সোশ্যাল একাউন্টটিতে পোস্ট করতে পারে। এই ধারণাটি মাথায় রেখে এখানে এধরনের অনেকগুলো স্ট্যাটাস উপস্থাপন করেছি। আপনারও যদি মন খারাপ থাকে বা মন ভালো নেই এ ধরনের স্ট্যাটাস খোঁজ করে থাকেন এরকম বিভিন্ন ধরনের বিষয় আপনি সংগ্রহ করতে চান, তাহলে এখান থেকে আপনি আপনার পছন্দমতো স্ট্যাটাসটি বেছে নিতে পারেন।

১। কেউ তো আমার না, কিছুই তো আমার না, তাহলে আমি কার জন্য মন খারাফ করে বসে আছি ।

২। তোমাকে মন দিয়েছি যত্ন করে রাখার জন্য, আর সেই তুমি মনকে ভেঙ্গে চুরে ফেরত দিয়ে দিলে ।

৩। থাকনা আমি যেমন আছি, তুমি ভালো থাকলেই আমি সুখী ।

৪। এই দুনিয়ায় কেউ কারো নয়, শত দুঃখ কষ্ট নিয়ে একাই চলতে হয় ।

৫। কারো কাছে মূল্যহীন হওয়ার চেয়ে নিজের কাছে শুন্য থাকাই ভালো ।

৬। প্রান পাখিটা কবেই মুক্তি পেয়ে যেত, ধর্মে যদি আত্মহত্যা নিষেধ না থাকতো ।

৭। সারাদিন তোমাকে ভুলে থাকলেও রাতে তোমায় ভুলে থাকতে পারি না ।

৮। আমাকে ছাড়া তুমি সুখে থাকলেও তোমাকে ছাড়া আমার দিন কাটে না ।

৯। আমার ভাগ্যটা এমনি, যত অল্প সময়ে কারো আপন হয়ে যাই, তত অল্প সময়েই তাকে হারিয়ে ফেলি ।

১০। আমার ভুবনে তুমিই সব ছিলে, হয়তো তোমার জীবনে আমি যথেষ্ট ছিলাম না ।

১১। নিঃশ্বাস খানা বন্ধ হয়ে গেলেই আমার গল্পের ইতি ।

১২। সবাই আমাকে কষ্ট দিলেও আমি সবাইকে কষ্ট দিতে পারি না । আর একারণেই হয়তো সবাই আমাকে ছেড়ে চলে যায় ।

১৩। মনের মাঝে হাজার কষ্ট লুকিয়ে রেখে সবার সাথে হাসি মুখে কথা বলে যাই, হ্যাঁ এটাই আমি ।

১৪। সবাইকে নিয়ে আমি ভাবি, আর এ জন্যই হয়তো সবাই আমাকে নিয়ে ভাবে না ।

১। ঘর খুলিয়া বাহির হইয়া
জ্যোৎস্না ধরতে যাই,
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই ।
— হুমায়ূন আহমেদ

২। কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি । তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাইনা, বুঝতে পারি ও পারিনা, অনুভব করতে পারি ও পারিনা, সে বড় রহস্যময় সময় ।
—- হুমায়ূন আহমেদ

৩। আমাদের বাসনায় ছিলো কিছু ভুলবোধ প্রাপ্যের পূর্ণতা তাই এতো মনে হয় নিঃস্ব করুন, তাই এতো পাওয়াকেও মনে হয় ব্যর্থতা, মনে হয় ম্লান ।
— রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

৪। যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরনের তলে,
না ছুঁয়ে তোমাকে ছুবো
ফেরাবো না , পোড়াবোই হিমেল অনলে ।
— হেলাল হাফিজ

৫। কাটা আঙ্গুল থেকে রক্তের মত ঝরে ঝরে পড়ে ইচ্ছার নীল অক্ষমতা ।
— রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

৪। আসিবে তুমি জানি প্রিয়া
আনন্দে বলে বসন্ত এলো
ভুবন হলো সরসা, প্রিয়-দরশা, মনোহর ।
বনানতে পবন অশান্ত হলো তাই
কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিনি ঝর ঝর ।
—- কাজী নজরুল ইসলাম

৫। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না ।
— কাজী নজরুল ইসলাম

৬। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায় ।
— সমরেশ মজুমদার

৭। বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না ।
— হুমায়ূন আহমেদ

৮। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট ।
— হুমায়ূন আহমেদ

আমাদের ওয়েবসাইটের সাধারণত চেষ্টা করা হয় বিভিন্ন বিষয়ে খুবই সহজ ভাষায় নানা ধরনের তথ্য উপস্থাপন করার এবং সেই তথ্যগুলো বিভিন্ন আর্টিকেলের মাধ্যমে উপস্থাপন করা হয়। তাই আপনি যদি বিভিন্ন বিষয়ে জানতে চান বা বিভিন্ন বিষয়ে খুবই সহজ ভাষায় নানা ধরনের তথ্য সংগ্রহ করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটের আর্টিকেল গুলো দেখতে পারেন। আশা করি এই আর্টিকেলগুলো আপনার অনেক ভালো লাগবে। আর আমাদের আজকের আর্টিকেলটিতে দেওয়া মন ভালো নেই এই স্ট্যাটাসটিও আপনার অনেক বেশি ভালো লাগবে।

Leave a Comment