ছোটবেলার স্মৃতি নিয়ে স্ট্যাটাস

ছোটবেলা বলতে আসলে সাধারণত আমরা একেবারে শিশু কাল বা শৈশব কালকে বুঝে থাকি। সকলেরই এই শৈশবকাল নিয়ে অনেক ধরনের স্মৃতি রয়েছে। কারো স্মৃতির সুখের আবার কারো স্মৃতি হয়তো অনেকটা দুঃখের হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সুখের স্মৃতি গুলোই ভেসে ওঠে মানুষের মনে। শৈশবকালে মানুষের সুখের অনেক স্মৃতি রয়েছে সেই স্মৃতিগুলোকে মানুষের মনের মনিকোঠায় তুলে রাখে। আর বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু শক্তিশালী একটি মাধ্যম তাই এই মাধ্যমে মানুষের মনের কথা বলার অবশ্যই একটি বিষয় রয়েছে।

যে বিষয়কে মানুষ মনে করে সকলের জানা উচিত তখনই তারা সেই বিষয় সম্পর্কে তুলে ধরার চেষ্টা করে বা তুলে ধরে থাকে। সেটিং বেশিরভাগ ক্ষেত্রেই শৈশবের স্মৃতি হয়ে থাকে। শৈশবের যে স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলোর মধ্যে সবচাইতে বেশি বাবা-মায়ের সাথে অথবা বড় ভাইয়ের বা বড় বোনের সাথে ঘুরতে যাওয়া অথবা খেলার সাথীদের নিয়ে অথবা বিভিন্ন খেলা কে কেন্দ্র করে। তাই এ সকল স্মৃতিগুলোকেই আসলে শৈশব স্মৃতি বা শিশুকালের স্মৃতি হিসেবে বলা হয়ে থাকে।

স্ট্যাটাস

স্ট্যাটাস হল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে সম্পর্কে মানুষের সামনে তুলে ধরা অর্থাৎ বন্ধুদের সামনে তুলে ধরা কে স্ট্যাটাস বলা হয়ে থাকে। যেহেতু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো অনেক শক্তিশালী এবং সকলের প্রাণের জায়গা এজন্য এই জায়গাতে যদি আপনি আপনার স্মৃতিগুলো শেয়ার করে থাকেন তাহলে সবাই গুরুত্ব সহকারে পড়ে থাকে। আপনার স্মৃতি নিয়ে যদি আপনি স্ট্যাটাস দিয়ে থাকেন তাহলে সেই স্মৃতিগুলো পড়ে অনেকেই ভালো মনে করে থাকেন এবং অন্য কেউ আপনার স্ট্যাটাস করে সে নিজের জীবনের স্মৃতি খুঁজতে যায়।

স্মৃতি থেকে ধরে নিজের জীবনের কিছু খুঁজে পায় তাহলে অবশ্যই সেটিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস হিসেবে দিয়ে থাকে। তাই যে ধরনের বিষয়গুলি আমরা স্ট্যাটাস হিসেবে দিই তার মধ্যে যদি আমরা এই ছোটবেলার স্মৃতি দিই তাহলে মনে হয় খুব খারাপ হয় না কারণ ছোটবেলার স্মৃতিকে সকলেই ফিরে যেতে ইচ্ছা করে। তাই আপনারা যদি ছোটবেলায় ফিরে যেতে চান তাহলে অবশ্যই ছোটবেলার বিভিন্ন ধরনের স্মৃতি নিয়ে আপনি অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর একটা স্ট্যাটাস দিয়ে ফেলতে পারেন। আরে সুন্দর স্ট্যাটাস দেখে অনেকে অনুপ্রাণিত হবে এবং তার জীবনের স্মৃতি গুলো খুঁজে দেখার চেষ্টা করবে।

ছোটবেলার স্মৃতি নিয়ে স্ট্যাটাস

ছোটবেলার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি ঘটে থাকে আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের মনে অনেক সময় বেশ ভালো কিছু ফুটিয়ে তোলে। বর্তমান জীবনের তার এ ধরনের বিষয়গুলি নেই অর্থাৎ তাদের এখন শৈশবকাল যাদের এখন বাল্যকাল তারা যে বিষয়গুলি করে সেই বিষয়গুলির মধ্যে এই সকল বিষয় নেই। তাই আপনারা যদি বাল্যকাল নিয়ে স্মৃতিগুলো দেখতে থাকেন তাহলে অবশ্যই সেই সুন্দর সুন্দর স্মৃতিগুলো নিয়ে অবশ্যই সুন্দর সুন্দর স্ট্যাটাস হতে পারে।

সুন্দর সুন্দর স্ট্যাটাস গুলো দেখে থাকেন তাহলে অবশ্যই এটি একটি ভালো বিষয় বলে মনে করা হয়। তাহলে আপনার জীবনের যেকোনো সুন্দর স্মৃতি কে আপনি সুন্দর ভাষায় সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন বা স্ট্যাটাস হিসেবে দিতে পারেন। এই স্ট্যাটাস গুলো আপনাদের জীবনে অবশ্যই ঘটনাবহুল হয়ে থাকে। তাহলে চলুন দেখি নিজের নিজের জীবনের সেই ধরনের স্ট্যাটাস গুলো কেমন হয় এবং সেই স্ট্যাটাস গুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলেই বিবেচনা করা যায় কিনা।

  • ইচ্ছে করে আবার একবার ছোটবেলাতে ফিরে যাই
    যেখানে শুধু মজা আর মজা,
    দুঃখ, কষ্ট, চিন্তাভাবনা কিছুই নাই ॥
  • ছোটদের আজ সময় কাটে হাতে হাতে ইন্টারনেটে,
    আগে যা কাটতি দৌড়ে ,লাফিয়ে, পায়ে পায়ে খেলার মাঠে।
  • ছেলেবেলার অপর নাম সরলতা।
  • ভুল করার সময়ই হল ছেলেবেলা ;যেখানে মানুষ ভুল করে শেখার জন্য।
  • সপ্নকে বাস্তবে রূপ দিতে সব থেকে দরকারী; একটি সুন্দর এবং কৌতূহলী শৈশবের।
  • একবার যদি আবার করে ফিরে পেতাম ছোটবেলা,
    কে আর চাইতো সহন করতে বড় হওয়ার এই জালা!
  • ছোটবেলা যেন কানে কানে আজ চুপিসারে এসে বলে,
    “বড় হতে চেয়েছিলিস না!! “
    মিটেছে স্বাদ তবে ?
    দেখ,এখন কেমন লাগে!
  • ছোটবেলাকার সবচেয়ে বড় অপমান !
    “তুই তো খেলতে পারিস না, যা তুই দুধভাত!”
    আজও তাই বাজে কানে কানে
    মনে মনে হাসি শুধু,
    বুঝি আজ ছোটবেলাটার মানে!
  • জীবনের সব ঋতুর মধ্যে সবথেকে আনন্দদায়ক হল ছেলেবেলার মরশুম ।
  • ছেলেবেলাকার বন্ধুত্ব সবথেকে সুখময় একটি স্মৃতি যা কখনো ভোলা যায় না; তা অটুট থাকে ভালোবাসা ও বিশ্বাসের বন্ধনে।
  • নিজের ছেলেবেলার গল্প শোনার থেকে আনন্দদায়ক আর কিছু হতে পারে না ।
  • চু কিতকিত, কুমিরডাঙ্গা ,ধরাধরি আর লুকোচুরি
    এ সব ছিল রোজনামচা খেলতাম গিয়ে বাড়ি বাড়ি
    এখনো করে খেলতে যেতে ,ঘড়িতে বাজলে বিকেল চারটে,
    সেই জোর আজ পাই না পায়ে, চোখেও পড়েছে কিছুটা মর্চে।
  • ছেলেবেলা কবে হারিয়ে গেল
    বড় হয়ে ওঠার ফাঁকে,
    আজও কি কেউ বিকেল হলে
    ‘খেলবি’ বলে ডাকে?
  • বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার সেই গান, “বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান “।
  • স্বপ্নের মতন ছেলেবেলা মোর
    আসবে কি আর কখনো ফিরে?
    হৃদয় ছিল কবিতা মাখানো
    ভালোবাসা ছিল জীবন ঘিরে।

যারা নিজের জীবন নিয়ে বা নিজের জীবনের সেই ছোটবেলার স্মৃতি নিয়ে স্ট্যাটাস দিতে চান মনে না থাকে এবং কোন ধরনের ভাষা ব্যবহার করবেন এটা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের স্ট্যাটাস গুলো দেখে আপনি ভাষা ঠিক করে আপনার স্ট্যাটাস গুলো দিতে পারবেন। এ ধরনের যে কোন তথ্য যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে এসে বারবার ভিজিট করুন তাহলে আপনার জীবনের যে ধরনের তথ্য প্রয়োজন সব তথ্যগুলো পেয়ে যাবেন বলে আশা করি।

Leave a Comment