পুরনো দিনের ছবিগুলো যদি আপনারা দেখে থাকেন অথবা সেইসময়ের নাটক যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তখনকার দিনের শিল্প-সংস্কৃতি আসলে কতটা সুন্দর ছিল। তাই বর্তমান সময়ে আপনারা যদি পুরনো দিনের কিছু ছবি দেখে থাকেন অথবা পুরনো দিনের যদি কোন ধরনের ভিডিও দেখে থাকেন তাহলে সেগুলো দেখে অনুধাবন করার পাশাপাশি সেই সময়ের সংস্কৃতি অথবা সেই সময়ে মানুষের চাল চলন ও কথাবাত্রা সম্পর্কে মুগ্ধ হতে বাধ্য হবেন। তবে যাই হোক পুরনো দিনের কোন ছবি দেখার পরে সেই নিয়ে আপনারা যদি রিভিউ মূলক স্ট্যাটাস প্রদান করতে চান তাহলে আমাদের এখানে সেটার ব্যবস্থা করা হয়েছে।
সাধারণত আপনি যদি বর্তমান সময়ের এবং পুরনো দিনের ছবিগুলোর মধ্যে কোন পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করেন তাহলে মনে হবে 90 দশকে ফিরে যেতে পারলে খুব। বর্তমান সময়ে ছবির নামে যে ধরনের অপসংস্কৃতি কিছু কিছু মিডিয়া প্রচার করে থাকে সেগুলো আমাদের যুব সমাজকে যেমন নষ্ট করছে তেমনি ভাবে আমাদের চিন্তা চেতনা ও ধ্যান-ধারণাকে পরিবর্তন করে ফেলছে। যেখানে বর্তমান বিশ্বের সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চরাটাই অনেক কষ্টকর হয়ে উঠেছে সেখানে আপনারা যদি অপসংস্কৃতিতে নিজেদেরকে নষ্ট করে ফেলেন তাহলে সেটা সবচাইতে ক্ষতির একটা বিষয় হিসেবে বিবেচনা করা হবে।
কিন্তু আপনি যদি পুরনো দিনের কোন ছবি দেখেন অথবা সেইসময়ের কোন চিত্রনাট্য দেখেন তাহলে বুঝতে পারবেন তখনকার মানুষজন আসলেই ঠান্ডা ও স্থির মস্তিষ্কের ছিল। তাদের ছিল যেমন ধৈর্য শক্তি তেমনি ভাবে কথা বলার মধ্যেও আমরা অনেক জ্ঞানের বিষয় খুঁজে পেতাম। তাই পুরনো কোন ছবি দেখার পরে সেটা যদি আপনি অন্যের সামনে উপস্থাপন করতে চান এবং সেটা দেখার প্রতি অন্যকে যদি আগ্রহ বৃদ্ধি করাতে চান তাহলে সেই সংক্রান্ত কিছু রিভিউ আপনারা লিখতে পারেন।
বর্তমান সময়ের সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন কিছু সিনেমা অথবা ছবি সংক্রান্ত গ্রুপ রয়েছে যেখানে আপনারা বিভিন্ন বিষয়গুলো শেয়ার করে অতীতের দিনের বিভিন্ন ঘটনা দেখার সুযোগ করে দিতে পারেন। অর্থাৎ আমরা যে বর্তমান সমাজে অথবা বর্তমান সময়ে বসবাস করছি সেটার চাইতে আজ থেকে ২০ বছর আগেকার প্রেক্ষাপট কেমন ছিল সেটা যদি কেউ জানতে পারে তাহলে সেটার ভিত্তিতে অতীত এবং বর্তমানের মধ্যে পার্থক্য খুঁজে পাবে। তাছাড়া আমরা যদি অতীতকে ভালোমতো বুঝতে না পারি তাহলে বর্তমানকে সাদরে গ্রহণ করতে অনেকেরই অসুবিধা হয়ে থাকে।
পুরনো দিনের বাংলা ছবির গান
বর্তমান সময়ে গানের নামে যে ধরনের বাজনার সৃষ্টি হয় তাতে করে গানের লিরিক খুঁজে পাওয়াটাই অনেক মুশকিল হয়ে যায়। কিছু কিছু গানের লিরিক যুবকদের মাঝে মনের ভেতরে ঝংকারের সৃষ্টি করে থাকলেও তা অল্পতেই হারিয়ে যাই এবং কিছুদিন পরে নতুন কোন কিছু আসলে আবার তা মলিন হয়ে ওঠে। অর্থাৎ বর্তমান সময়ে ক্লাসিক বিষয়গুলো মেনে চলা হচ্ছে না বলে আমরা হয়তো সে বিষয়গুলো ধরে রাখতে পারছি না। কিন্তু আপনি যদি পুরনো দিনের বাংলা ছবির গান শুনেন তাহলেই বুঝতে পারবেন সেগুলো আসলে কতটা সুন্দর ছিল।
পুরনো দিনের হিন্দি ছবির গান নিয়ে স্ট্যাটাস
পুরনো দিনের হিন্দি যে সকল গান ছিল সেগুলো কিন্তু একটা সময় মানুষের মুখে মুখে খুবই বেশি পরিমাণে বাঁচতো। কিন্তু বর্তমান সময়ে এত পরিমানে গান হয়েছে অথবা এত ধরনের অশ্লীল বিষয়গুলো প্রচার হচ্ছে যেগুলোর মাধ্যমে আমরা ভালো কিছু বললেও সেগুলো ভাইরাল হয়ে যাওয়ার মত ঘটনা ঘটে। তাই ক্লাসিক বিষয়ে অথবা যে বিষয়গুলো বছরের পর বছর অটুট থাকবে সেগুলো আমরা ধরে রাখতে পারছি না বলে যুব সমাজের অবক্ষয় হচ্ছে।
পুরোনো দিনের ছবি নিয়ে পোস্ট
১. এমন কিছু মুহূর্ত আছে যার মূল্য তুমি তা স্মৃতি না হওয়া পর্যন্ত বুঝতে পারবে না।
— ড. সিয়াস
২. খারাপ স্মৃতিগুলো মনে রাখা সহজ। তবে ভুলে যাওয়া অনেক কঠিন।
— ব্রডি অ্যাশটন
৩. পরিবারের সাথে যেই স্মৃতি তা সারাজীবনের পাথেয় হয়ে থাকে।
— ক্যান্ডেস ক্যামেরন বুরে
৪. একটা ছবি কোনো কিছু নিয়ে সহজেই হাজার কথা বলে দিতে পারে। তবে স্মৃতি পুরো ঘটনাকেই চাক্ষুষ করতে পারে।
— সংগৃহীত
৫. স্মৃতি নিয়ে বেচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেচে থাকা অনেক ভালো।
— এম. যে হাসান
৬. ভালোবাসা কখনো সময় বেধে হয় না, প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক মিনিটই যেন একেক স্মৃতি।
— জেয়জং
৭. স্মৃতি থেকে যায় মানুষ নয়।
— সংগৃহীত
৮. আমি জিনিসের পরিবর্তে স্মৃতি সংগ্রহকে বেশি প্রাধান্য দিয়ে থাকি।
— এলেনা লেরন
৯. সুন্দর স্মৃতিগুলো হলো জীবনের দেয়া সেরা উপহার।
— পুজা ভেংকাটাচালাম
১০. স্মৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে কোনো কিছুই চিরদিন স্থায়ী হয় না। একটা সময় সবই চলে যায়।
— সংগৃহীত
১১. ভালো সময় আসতেও পারে আবার যেতেও, তবে স্মৃতি চিরদিনই রবে।
— অস্কার ওয়াইল্ড
১২. একমাত্র বন্ধুরাই জীবনের সেরা মুহুর্তকে স্মৃতি বানিয়ে চলে যায়।
— ফেনেল হাডসন
১৩. নিজের স্মৃতিকে কখনোই নিজের স্বপ্নের থেকে বড় হতে দিও না।
— ডগ আইভেস্টার
১৪. ভালো স্মৃতি বানিয়ে খারাপটাকে হৃদয় থেকে মুছে ফেলে দাও।
— আর. এইচ. সিন
১৫. আমরা দিনগুলো মনে রাখি না,রাখি দিনগুলোর স্মৃতি।
— সিসারি পাভেস
১৬. ভালো স্মৃতিগুলো আমাদের গল্পটাকে তুলে ধরে আর হৃদয়ের মাঝে বেধে রাখে দিনগুলোকে।
— ফ্লাভিয়া কাকাসি
১৭. স্মৃতি অতীতের নয় বরং স্মৃতি হলো ভবিষ্যতের চাবি।
— করি টেন বুম
১৮. একদিন না একদিন তুমি নিশ্চয় কারোর স্মৃতি হয়ে যাবে তাই ভালো স্মৃতি হয়ে থাকারই চেষ্টা করো।
— সংগৃহীত
তাই পুরনো দিনের কোন ছবি অথবা ভালো কিছু যদি আপনারা দেখেন তাহলে সেটার রিভিউ যদি অন্য কেউ না করে থাকে তাহলে আপনারা সুন্দর সুন্দর রিভিউ দেখে কোন ধরনের স্পুয়লার না দিয়ে আলোচনা করতে পারেন। আর যদি এই ধরনের আলোচনা করার ক্ষেত্রে আপনার ভাষা সংকট হয় অথবা আপনি যদি ঠিকঠাক মতো প্রকাশ করতে না পারেন তাহলে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের রিভিউ সংক্রান্ত অথবা স্ট্যাটাস দেওয়ার মতো তথ্য দেখে নিতে পারেন। আর তথ্যগুলো কপি করে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে পোস্ট করতে পারেন।