একটি মানুষ বিবাহের পর যখন একটি সন্তানের বাবা হয় তখন সেই মানুষটার সবকিছু অর্থাৎ সম্পূর্ণ পৃথিবী জুড়ে কিন্তু তার সন্তানরাই বসবাস করে। একজন নবদম্পতি বিবাহের পর নিজেদের মধ্যে কার ভালোবাসার সম্পর্কের মুহূর্তগুলো উপভোগ করে কিন্তু যখনই তারা সন্তানের মা বাবা হয় তখন নিজেদের সবকিছু দিয়ে সেই সন্তানকে বড় করার চেষ্টা করে।
তখন সেই মা-বাবা নিজের খুশি গুলো ভুলে যাই সন্তানের খুশি কে নিজের খুশিতে রূপান্তরিত করে ফেলে। নিজের কথা না ভেবে সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে থাকে। একটি সন্তান একজন মা-বাবাকে মানসিকভাবে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলে। আমার জীবনে তার সন্তানের থেকে গুরুত্বপূর্ণ আর সন্তানের থেকে মূল্যবান পৃথিবীর কেউ হয় না।
মেয়ে সন্তান কিংবা পুত্র সন্তান মা-বাবার কাছে দুজনই সমান। কিন্তু পুত্র সন্তানকে যতটা গুরুত্ব দেওয়া হয় এবং পুত্র সন্তানের প্রতি মা-বাবাদের যে স্বপ্ন থাকে সেটা কিন্তু কন্যা সন্তানের প্রতি থাকে না। একটি ঘরে যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করে তখন মা এবং বাবা অনেক খুশি হয় এই কথা ভেবে যে এই পুত্র সন্তান একদিন তাদের অন্ধের যষ্টি হবে। বৃদ্ধ বয়সে পুত্র সন্তান পাশে দাঁড়াবে যতই করবে এজন্য পুত্র সন্তানকে বাবা-মা একটু বেশি আদর স্নেহ করে।
সবাই চাই তার যেন একটা পুত্র সন্তান থাকুক। কারণ বয়সের ঐতিহ্যকে আগে নিয়ে যেতে পুত্র সন্তানের প্রয়োজন। এজন্য সব দম্পতি রায় পুত্র সন্তান আশা করে। পুত্র সন্তানের উপর মা-বাবার আশা-আকাঙ্ক্ষা একটু বেশি থাকে।
একটি ছেলেকে তার বাবা বড় করে কারণ তিনি তার সন্তানের ভিতর ভবিষ্যৎ দেখতে পায়।কিন্তু একটি সন্তান তার বাবাকে ভবিষ্যতে দেখবে কিনা তার কোন গ্যারান্টি দেওয়া যায় না।
কেননা কিছু সংখ্যক সন্তান আছে যারা চাকরি করে কিন্তু তার বাবাকে দেখে না। শত কষ্ট হলেও বাবা বুঝতে দেয় না সন্তানকে বাবার কষ্ট। আর এজন্যই আমরা সবার মতামতের ভিত্তিতে যে সুন্দর কতগুলো উক্তি আমাদের এই আর্টিকেলটিতে উল্লেখ করেছি।
পুত্র সন্তানকে নিয়ে কিছু স্ট্যাটাস উক্তি এর উদাহরণ:-
* বৃদ্ধ বয়সে যে হবে আমাদের অন্ধের যষ্টি তার জন্য শত কষ্ট সহ্য করতে হলেও সেটা করা সম্ভব একটি মা-বাবার জন্য। পুত্রের জন্য মা-বাবা পারেনা এমন কোন কাজ নেই। সারা জীবন কষ্ট করে পুত্রের ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। প্রয়োজনে সেই পুত্র সন্তানের জন্য নিজের জীবনও দিতে রাজি থাকে প্রত্যেক মা বাবা।
* পৃথিবীতে সব সম্পর্কই তুচ্ছ হয়ে যায় যখন তুমি একটি সন্তানের মা বাবা হও। সেই সন্তানের ভালো মন্দ এবং সন্তানের আগে দুনিয়ার কোন সম্পর্কই টিকে থাকে না। সব সম্পর্ক তুচ্ছ মনে হয় । কারণ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সন্তান। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য একজন মা বাবা সবকিছু করতে প্রস্তুত । সন্তান হলো প্রভুর দেওয়া উপহারস্বরুপ।
* অশিক্ষিত সন্তান থাকার চেয়ে নিঃসন্তান হওয়া ভালো। আর একজন কুষ সন্তান থাকার চেয়ে পুত্র সন্তান না থাকাই ভালো যেই পুত্রের জন্য সারা জীবন কষ্ট করলাম আজ সেই সন্তানের কাছেই কোন দাম রইল না।
* একজন সন্তানের ওপর একজন বাবার কতখানি অবদান সেটা কি আমরা সবাই বুঝতে পারি? একটি বাবা তার জীবনের সর্বস্ব দিয়ে দেয় তার সন্তানদের। মাথার ঘাম পায়ে ফেলে প্রতিদিন পরিশ্রম করে যায় নিজের সন্তানদের খুশির জন্য।
বাবা হল আমাদের সকলের চোখের মনি, অসিম তোমার দান., অসিম তোমার ত্যাগ, ভগবানের আগেই তোমার আসন.. ত্রিভুবনে তোমার মত হয়না কারো মান।দুনিয়ার সব কিছুই বদলাতে পারে, কিন্তু বাবার ভালবাসা কখনো বদলাবার নয়..!!
নিজেদের বংশের বাতি হিসেবে পুত্র সন্তানের আশা সবাই করে। কিন্তু সন্তানের মধ্যে ভেদাভেদ না করে আমরা উভয় সন্তান ও থেকে সমান চোখে দেখবো। কারণ পুত্র সন্তানের থেকে কন্যা সন্তান কোন অংশেই কম না। মানুষ যে আশায় পুত্র সন্তানের দাবি করে এখন অধিকাংশ ছেলেরা বৃদ্ধ বয়সে তার মা-বাবার দায়িত্ব নিতে অস্বীকার করে। এজন্য আমরা পুত্র এবং কন্যা উভয় সন্তানকে সমান চোখে দেখব।