আমাদের সমাজে আমরা বিভিন্ন ধরনের শিশু সন্তানগুলোকে দেখে থাকি। এ সকল শিশু সন্তানদেরকে আমরা অনেক ভালবাসি এ কথা সত্য। তবে আমরা গরিব মানুষের শিশু সন্তানদেরকে কতটা ভালবাসতে পারি এটি হয়তো সকলের মধ্যেই কম বেশি জানা রয়েছে। বাংলায় একটা কথা বলা আছে অর্থাৎ প্রবাদ বাক্য আর তা হল-তেলে মাথায় ভালো তেল, রুক্ষ মাথায় ভাঙ্গ বেল। এ কথাটির অর্থ হলো বড়লোকদের অর্থাৎ ধনী ব্যক্তিদের শিশুদেরকে আমরা অনেক ভালবেসে থাকি।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে গরিব মানুষের শিশুগুলি একেবারে অবহেলা রয়েছে। আবার সমাজে এই ধনী-গরীবের সন্তানেরা তো রয়েছেই এভাবে রয়েছে যে সকল শিশু সন্তানদের বাবা-মা কেউ নেই। বাবা-মা কেউ নেই এমন শিশুদের দেখলে অবশ্যই বেশিরভাগ মানুষের মায়াবী চোখ পড়ে। কারণ তারা তাদের দুঃখে কষ্টে অনেকটাই সমব্যথিত হয়। আজকে আপনারা জানতে এসেছেন এই এতিম শিশুদের কষ্ট দিলে আসলে কি হয়। এতিম শিশুদের কখনোই কষ্ট দেওয়া আমাদের সুস্থ ব্যক্তিদের প্রতি সম্ভব নয়। যেহেতু তাদের বাবা মা নেই তারা এমনিতেই অনেক দুঃখ কষ্টে মানুষ হচ্ছে।
এদেরকে পারলে আমাদের সাহায্য করতে হবে কিন্তু কখনোই কোনভাবেই কোন প্রকার কষ্ট দেওয়া আমাদের কারোরই কাম্য হতে পারে না। কারণ মানবতা যতদিন রয়েছে ততদিন পর্যন্ত এ সকল এতিম শিশুদের কেউ অবশ্যই কষ্ট দেবে না এটি বলা যায়। কিন্তু কখনো কখনো আমাদের সমাজের অনেক ব্যক্তি রয়েছে যেগুলির মধ্যে কোন ধরনের মানবতাবোধ নেই। তারা সব সময় নিজের স্বার্থ হাসিল করার জন্য ব্যস্ত হয়ে পড়ে।
তারা অবশ্যই কখনো কখনো কোনো না সময় অবশ্যই এতিমদের কষ্ট দিয়ে থাকে। আবার অনেক মানুষ হয়তো অনেক সময় না বুঝেও এতিমদের কষ্ট দিয়ে থাকে। কিন্তু বুঝে অথবা না বুঝে কোনভাবেই কোন প্রেক্ষিতেই এতিমদের কষ্ট দেওয়া উচিত নয় বলে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই এতিমদের কষ্ট দেওয়ার জন্য সৃষ্টিকর্তা শাস্তির বিধান রেখেছেন বলেই মনে হয়। কারণ সর্বশক্তিমান সৃষ্টিকর্তা সবসময়ই এতিমদের পক্ষে কথা বলে।
পৃথিবীতে প্রচলিত প্রতিটি ধর্মগ্রন্থেই অন্ততপক্ষে এতিমদের বিরুদ্ধাচারণ করেছে এরকম কোন ধর্মগ্রন্থ নেই বলেই আমাদের জানা। এখন আমাদের দেখতে হবে আসলে এতিমদের যদি কষ্ট দেওয়া হয় তার পরিণাম কি হতে পারে সে বিষয়টি। সৃষ্টিকর্তা সে সকল শিশুদেরকে এতিম করেছে এটি তাদের জন্য একেবারে অবশ্যই নির্মম পরিহাস বা ভাগ্যের পরিণতি। তবে তারা কেন এতিম হয়েছে এটি অবশ্যই সৃষ্টিকর্তা বলতে পারবেন। তবে আমরা সৃষ্টিকর্তার বান্দা হিসেবে এ কথা বলতে
পারি যে কখনোই এতিমদের কোন বিবেক আলা মানুষ কষ্ট দিতে পারে না। তবে আমাদের সমাজে যেহেতু বিবেকহীন মানুষের অভাব নেই তাই তারা কষ্ট দিয়ে থাকে এতিমদের। আর এই কারণেই এত কথা এতিমদের কষ্ট দিলে আসলে কি হয়। এতিমদের কষ্ট দিলে অবশ্যই আপনি এই কষ্টের বিনিময় পরকালে দ্বিগুণ অথবা 10 গুণ অথবা একশ গুণ কষ্ট ফিরে পাবেন এ কথা অবশ্যই বলা যেতে পারে। সৃষ্টিকর্তার বিচার একেবারে সামনাসামনি হয় এটি কখনো বলা যায় না। তবে একটি কথা আছে কর্ম করলে তার ফল ভোগ করতে হবেই।
ভালো কর্ম করলে ভালো ফল ,খারাপ কর্ম করলে খারাপ ফল, তবে ফল ভোগ করতে হবেই। আমরা এখন দেখব এতিমদের কষ্ট দিলে কি হয় সে বিষয়টি। পরকাল বাই ইহকাল অথবা মানবতাবাদে যারা বিশ্বাসী তারা কখনোই এতিমকে কষ্ট দেয়ার কথা বলতে পারে না। এতিমকে যদি আপনি কষ্ট দেন তাহলে অবশ্যই ইহকালে না হলেও পরকালে এর জন্য এর ফল ভুগতে হবে আপনাকে। তাই সর্বদা সবসময় চেষ্টা করে যাবেন এতিমদের ভালোবাসা পারলে তাদের সাহায্য করা না পারলে কখনোই আপনি তাদের কষ্ট দেবেন না। আপনারা এ ধরনের যেকোনো তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের পাশে থাকার কথা ভাবতে পারেন।