এমবাপ্পে একজন বড় মাপের ফুটবল খেলোয়াড়। এই এম বাপের কারণেই 2018 সালে ফ্রান্স বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল। এই এমবাপেকে বিশ্বের মানুষ আসলে কিলিয়ান এমবাপে নামেই বেশি পরিচিত। এই জীবন্ত কিংবদন্তি ফুটবলারের জন্ম 20 ডিসেম্বর ১৯৯৮। এই বিখ্যাত ফুটবলার বর্তমানে ফ্রান্সের একজন বিশিষ্ট ফুটবলার হিসেবে পরিচিত লাভ করেছে। অর্থাৎ দেখা যায় যে প্রায় ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল জেতার পেছনে ফ্রান্সের জাতীয় দলের খেলোয়াড় হিসেবে এমবাপে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। আর এই কারণে এমবাপের নাম আমাদের বাংলাদেশের আনাচে-কানাচে সব জায়গায় অত্যন্ত সুপরিচিত ভাবে দেখা যায়।
এই ফুটবলার ২০০৪ সাল থেকে শুরু করে ২০১৩ সাল পর্যন্ত যুব ফুটবলে অংশগ্রহণ করেছে। এবং যখন তিনি ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত যুব ফুটবল খেলেন তখন থেকেই তার চোখ জাতীয় দলের উপর ছিল। এবং জাতীয় দলে এসে তিনি সারা পৃথিবী ফুটবলারদেরকে মাতিয়ে তোলেন তার খেলোয়ার বা খেলার নৈপুণ্য দেখিয়া। বর্তমানে পৃথিবীতে এমবাপের ভক্তর অভাব নেই। মেসি নেইমার এর পরেই দেখা যায় যে এমবাপের ভক্তগণের অবস্থান। এপর্যন্ত পৃথিবীতে যে সকল ফুটবলারকে মনে রাখার মত যে দর্শকগুলি রয়েছে তাদের মধ্যে দেখা যায় যে পেলে দিয়াগো ম্যারাডোনা লিওন মেসি ব্রাজিলের নেইমার সহ এমবাপের নামের তালিকায় দেখা যায় এ সকল ফুটবল খেলোয়াড়দেরকে মানুষ হয়তো অনেকদিন পর্যন্ত মনে রাখবে। মনে রাখার কারণ হলো তাদের খেলার নৈপুণ্যতা।
তবে আজকে যেহেতু আমরা দেখতে এসেছি যে এই প্রখ্যাত খেলোয়াড় এমবাপের ধর্ম কি এটি জানার জন্য। আসলে খেলোয়াড়দের ধর্ম খেলে যাওয়া। তাই আপনারা আসলে কোন ধর্মের কথা বলছেন সেটি হয়তো আমাদের বোধগম্য নয়। কারণ হলো সবকিছুই একটি ধর্ম রয়েছে। যেমন ধরুন আগুনের ধর্ম দহন করা, পানির ধর্ম সিক্ত করা বা ভেজানো, আর মানুষের ধর্ম মনুষ্যত্ব। তেমনি ভাবে দেখা যায় যে একজন খেলোয়াড়ের ধর্ম সুন্দর খেলে দেওয়া বা খেলার নৈপুণ্য প্রদান
করা। এবং সে দিক থেকে দেখলে আসলে দেখা যায় যে এই বিখ্যাত খেলোয়াড়ের ধর্ম তিনি ঠিকঠাক পালন করছেন। কারণ বর্তমান সময় পর্যন্ত কিলিয়ান এমবাপে সর্বমোট ১৩ টি শিরোপা জয় করেছেন। তাই এই খেলোয়াড়ের ধর্ম তিনি বেশি ভালোভাবে পালন করেছেন বলেই সকলে বলে থাকেন। আসলে আমরা যদি সব জায়গাতেই ধর্মর বিষয়টি খুঁজতে চাই তাহলে পৃথিবীতে বেঁচে থাকা অনেকটা মুশকিল হয়ে পড়বে।
তাই আমরা যার ধর্ম যা সেই বিষয়টি খেয়াল করে দেখব। এবং এই বিষয়টি জানা বলে আমাদের উচিত হবে। এছাড়া পৃথিবীতে যে প্রধান চারটি ধর্ম রয়েছে সেই চারটি ধর্মের কোনটি সে পালন করে কিনা সে বিষয়ে যদি জানতে চান তাহলে আমরা এখন আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে জানানোর ব্যবস্থা করছি। তাহলে চলুন আমরা এখন কিলিয়ান এমবাপের পালন করা ধর্মের নাম কি।মূলত, ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পের বাবা উইলফ্রিদ এমবাপ্পে ক্যামেরুন বংশোদ্ভূত
খ্রিষ্টান এবং সাবেক হ্যান্ডবল খেলোয়াড় মা ফায়জা লামারি আলজেরিয়ান বংশোদ্ভূত মুসলিম। খ্রিস্টান-মুসলিম এই মিশ্র পরিবারে বেড়ে ওঠা এমবাপ্পে ধর্মীয় বিশ্বাস হিসেবে খ্রিস্টান ধর্মই বেছে নিয়েছেন এবং তিনি এই ধর্মেরই অনুসরণ করেন। তাহলে আপনারা কিলিয়ান এমবাপে ফ্রান্সের বিখ্যাত ফুটবলার কোন ধর্ম পালন করেন সেই হিসেবে বা সেই বিষয়টি আপনারা অবশ্যই আমাদের এখান থেকে বুঝে নিতে পারলেন।
তবে একটি কথা সবসময় আমাদের মনে রাখতে হবে যে যার ধর্ম যে সেটা পালন করাই বেশি উচিত বলেই মনে করি। আরেকটি বিষয় হলো সৃষ্টিকর্তার সাথে আমাদের যে সম্পর্ক সেটি আমার অবশ্যই মনের ব্যাপার। এই বিষয় সম্পর্কে তিনি নিজেই ভাল বুঝবেন যে কোন মত বা কোন পথে সৃষ্টিকর্তাকে ডাকলে তিনি সন্তুষ্ট হবেন। আমার মত আরেকজনের ওপর চাপিয়ে দেওয়া বা আমার মতের অনুসারী না হলে তিনি খারাপ এই বিষয়টি আমাদের সব সময় পরিত্যাগ করতে হবে। সর্বপ্রথম একজন মানুষ এবং মানুষের ধর্ম মনুষ্যত্ব দেখানো। আর এটি যদি তিনি করে থাকেন তাহলেই তিনি পৃথিবীতে সফল মানুষ হিসেবে বাঁচবেন এটি আমরা বিশ্বাস করি।