আমাদের যেকোনো সময় সর্দি-কাশি লাগতে পারে। আর সর্দি কাশি হলে আমরা ঔষধ সেবন করব এটাই স্বাভাবিক। তবে ঔষ ধ সেবন করার পূর্বে আমাদের ভাবতে হয় যে কোন ঔষধ বেশি আমাদের জন্য উপকারী বা কার্যকর। কারণ যে কোন ঔষধ না বুঝে না শুনে খেলেই রোগ ভালো হবে এমনটি নয়। বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধের কথা আপনাদেরকে বলবে কিন্তু আপনাদেরকে অবশ্যই সঠিক সময় সঠিক ঔষধ সেবন করতে হবে তা না হলে রোগ ভালো হওয়ার বিপরীতে অন্যদিকে চলে যেতে পারে।
তাই কোন রোগ নেই আমাদের কখনোই অবহেলা করা ঠিক নয়। শরীরের যেকোনো অনিয়ম হলে সর্দি-কাশির মতো স্বাভাবিক বা সাধারণ রোগ গুলো হয়ে থাকে এটি আমরা দেখে আসছি এতদিন পর্যন্ত। বিশেষ করে ঠান্ডা লাগার কারণে অথবা অসময়ে বৃষ্টিতে ভিজলে এছাড়া আপনি যদি অসময়ে স্নান করে থাকেন তাহলেও আপনার সর্দি-কাশি হতে পারে হঠাৎ করেই। তাই আপনারা কখনোই যে কোন রোগ বা অসুখ হতেই পারে এটি আমাদের নিজস্ব বা নিজের হাতে নেই। তবে দেখা যায় যে অনেক সময় ধুলোবালি বা অস্বাস্থ্যকর পরিবেশে থাকলেও আপনার সর্দি লাগতে পারে।
তবে সর্দি লাগলে আপনাকে কি করতে হবে সেই বিষয়টি এখন আমরা আমাদের এখান থেকে জানিয়ে দেবো। আপনারা অবশ্যই জেনে যাবেন বা বুঝে নিতে পারবেন যে আপনারা যেন কোন ভাবেই যে কোন রোগকে পুষে রাখবেন না।শরীরের যদি কোন রোগ হয় তাহলে অবশ্যই অল্প সময়ের মধ্যে সেটি সারিয়ে তোলার চেষ্টা আমাদের করতে হবে। শরীর থাকলে যে কোন রোগ যেকোনো সময় আমাদের শরীরে হতে পারে আর তার জন্য আমাদের অবশ্যই মানসিক অবস্থার ও ঠিক রাখতে হবে।
কারন আমরা জানি যে শরীর যদি থাকে তাহলে রোগ হবে এবং সেই রোগ হলে রোগ সারিয়ে তোলাও সম্ভব। যেকোনো রোগ হলে তার জন্য বিচলিত হওয়া কখনোই ঠিক নয়। তাই আপনারা যারা আমাদের এখান থেকে সর্দি হলে কোন ঔষধটি গ্রহণ করলে ভালো হয় সে বিষয়ে জানতে এসেছেন। কারণ আমরা জানি যে বাজারে বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায় যে ঔষধ গুলি সবগুলোই যে গুণে মানে ভালো তা কিন্তু নয়। আবার সর্দি-কাশির ঔষধ আমরা ভিন্নভাবেও যেকোনো যুব সমাজকে ধ্বংস হতে দেখেছি তা গ্রহণ করে। তাই আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সর্দি কাশির ঔষধ সেবন করা উচিত।
আপনারা জানেন যে বিভিন্ন ধরনের সর্দি কাশির ঔষধ গুলি বর্তমানে উর্তি বয়সি কিছু কিছু বিপদে যাওয়া বা বিপথগামী ছেলে মেয়েরা নেশা হিসেবে গ্রহণ করে থাকে। কিন্তু এটি শরীরের জন্য যেমন তেমন এটি মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত করে ফেলে যে কোন ব্যক্তিকে। তাই আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যে যে কোন ঔষধ সেবন করে নিজেকে নেশাগ্রস্ত করেও ভোলা যাবে না। তাহলে আমরা এখন দেখব যে আপনাদের যদি সর্দি কাশি হয়ে থাকে তাহলে সর্দি কাশি হলে কোন ঔষধ আপনি সেবন করতে পারবেন।
ভালো ঔষধ আসলে কোনটি। বাজারে তো সর্দি কাশির অনেক ধরনের ঔষধ রয়েছে সিরাপ ট্যাবলেট ক্যাপসুল বিভিন্ন ধরনের ঔষধ গুলি আমরা বাজারে পাই। আমরা দেখব যে আমাদের বাংলাদেশের ভালো ভালো কোম্পানিগুলো যে ঔষধ কাশির জন্য তৈরি করেছে সে সকল ঔষধ গুলি সেবন করতে হবে আমাদের। সেসব ওষুধগুলোই আসলে ভালো হয় আমাদের জন্য। তারপরেও আমরা এখন দেখব যে এপ্রোপ্রিয়েট ভাবে আসলে কোন ঔষধ আমরা নিতে পারি।
সর্দি কাশির জন্য ভালো ঔষধের নাম হতে পারে- অ্যান্টিহিস্টামাইনস: ডিফেনহাইড্রামাইন (বেনাড্রিল®) এবং অন্যান্য অ্যান্টিহিস্টামাইন হাঁচি এবং নাক দিয়ে পানি পড়া বন্ধ করতে পারে। কাশি দমনকারী: ডেক্সট্রোমেথরফান (Robitussin® এবং Vicks DayQuil Cough®) এবং কোডাইনের মতো ওষুধ কাশি কমাতে সাহায্য করতে পারে। এ ধরনের যে কোন তথ্য যদি আপনারা পেতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের পাশে থাকতে পারেন।